প্রীতম হত্যায় ক্ষুব্ধ বরাক, দাবি উঠছে সিবিআই তদন্তের
শিলচরের মেধাবী ছাত্র প্রীতম ভট্টাচার্য মৃত্যুর জন্য বিহার জিআরপি-কেই দোষারোপ করছেন নিহতের পরিজনরা। ভাগলপুরে ভাইপোর অন্ত্যেষ্টি সেরে পটনা, গুয়াহাটি হয়ে আজই শিলচরে ফিরেছেন কাকা রামমোহন ভট্টাচার্য। তাঁর সোজাসুজি বক্তব্য, শুরু থেকে তিনি জিআরপি-র দায়িত্বহীন ভূমিকার কথা শুনছিলেন। পরে নিজে গিয়ে একই অভিজ্ঞতা সঞ্চয় করে এসেছেন।
রামমোহনবাবু জানান, প্রীতমই ফোন করে জানিয়েছিলেন, ৯ জুলাই গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার পথে চার যুবক তাকে অবধ-অসম এক্সপ্রেসে উত্ত্যক্ত করছিল। বিহারের নওগাছিয়া স্টেশনে নামার সময় এদের দু’জন তার ব্যাগটি নিয়ে নেমে পড়ে। তিনিও তাদের পেছন পেছন নেমে দেখেন, ওরা পালিয়ে গেছে। সঙ্গের দু’জন প্ল্যাটফর্ম ধরে এগোচ্ছে। তখন এক জিআরপি কনস্টেবলকে তাদের দেখিয়ে ব্যাগ চুরির ঘটনা বলেন প্রীতম। কিন্তু ওই কনস্টেবল তাঁর কথায় গুরুত্ব দেননি। ততক্ষণে ট্রেন ছেড়ে দেয়। তিনি আর উঠতে পারেননি। পরে নওগাছিয়া স্টেশনের জিআরপি থানায় লিখিত অভিযোগ জানান। কিন্তু রামমোহনবাবুর কাছে জিআরপি প্রথমে এজাহার পাওয়ার কথা অস্বীকার করেন। পরে চাপের মুখে তারা স্বীকার করেন।
রামমোহনবাবুর অভিযোগ, বিহারের ওপর দিয়ে চলার সময় সে রাজ্যের পুলিশ যেমন যাত্রীদের নিরাপত্তা দিতে পারেনি, তেমনই স্টেশনে অপেক্ষারতদেরও সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি। তাঁর প্রশ্ন, অভিযোগ করার পরও অভিযোগকারীকে স্টেশন থেকে কী ভাবে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা? একই প্রশ্ন প্রীতমের পিতা, শিলচর মহিলা মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শংকর ভট্টাচার্যের। তিনি বলেন, ‘‘পুলিশের সামান্য দায়িত্ববোধ থাকলে আমার ছেলেটা বেঁচে যেত।’’ তাঁর সন্দেহ, দুষ্কৃতীদের সঙ্গে বিহারে রেল পুলিশের যোগসাজস রয়েছে। পদার্থবিদ্যায় এম এসসি প্রীতমের হত্যাকাণ্ডের প্রতিবাদে বরাকের মানুষ সরব হয়ে উঠেছেন। বিভিন্ন সংস্থা-সংগঠন এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছে। কাল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এই দাবিতে জেলাশাসকের মাধ্যমে অসম ও বিহারের মুখ্যমন্ত্রীকে স্মারকপত্র দেয়। একই দাবিতে আজ স্মারকলিপি দিয়েছে কাছাড় হিন্দিভাষী ছাত্র পরিষদ। কাল এই ঘটনায় শিলচর শহরে দুটি পৃথক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত হয়ে বক্তব্য রাখেন। সেখানে সিবিআই তদন্তের দাবি বারবার ওঠে। দুই সভাতেই সিদ্ধান্ত হয়, আজ কালো দিবস ও কাল নাগরিক মিছিল হবে। আজ সব স্তরের মানুষ কালো ব্যাজ পরে এই হত্যকাণ্ডের নিন্দা জানান। কাল সকাল ১১টায় নরসিংহটোলা ময়দানে জমায়েত হয়ে শহরের প্রধান পথগুলিতে মিছিল সংগঠিত করা হবে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.