|
|
|
|
মমতার প্রস্তাবে অভিভূত কৃষ্ণাও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
এ পি জে আব্দুল কালাম, গোপালকৃষ্ণ গাঁধীর পরে এ বার কৃষ্ণা বসুও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে ‘অভিভূত’। উপরাষ্ট্রপতি পদে তাঁর নাম প্রস্তাব করায় কৃতজ্ঞতা প্রকাশ করে মমতাকে চিঠি পাঠালেন কৃষ্ণাদেবী। মঙ্গলবার নিজের ফেসবুক পেজে সেই চিঠি আপলোড করেন মমতা। চিঠিতে কৃষ্ণাদেবী লিখেছেন, ‘উপরাষ্ট্রপতি পদে আপনি আমার নাম প্রস্তাব করায় আমি অভিভূত। এখন বাংলার মানুষ তার আশা-আকাঙ্ক্ষা নিয়ে আপনারই দিকে তাকিয়ে রয়েছে। বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনুন, সেটাই মানুষ চায়। সেই স্বপ্নপূরণ আপনি করতে পারবেন, সেই প্রার্থনাই করি’। |
|
গত শনিবার তৃণমূল উপরাষ্ট্রপতি পদে গোপালকৃষ্ণর সঙ্গে কৃষ্ণাদেবীর নাম প্রস্তাব করে। সেই প্রস্তাব খারিজ করে ইউপিএ হামিদ আনসারির নাম ঘোষণা করে। সোমবার মমতাকে চিঠি লেখেন গোপালকৃষ্ণ। এ দিন সুভাষচন্দ্র বসুর ভ্রাতষ্পুত্রবধূ কৃষ্ণাদেবীও মুখ্যমন্ত্রীর ‘ইচ্ছে’কে সমর্থন জানিয়েই তাঁর সঙ্গে মমতার ব্যক্তি-সম্পর্ক তুলে ধরেন চিঠিতে। লিখেছেন, ‘ত্রিশ বছরেরও বেশি সময় ধরে আমার ও আমার স্বামী শিশির কুমার বসুর সঙ্গে আপনার পরিচয়। একেবারে তৃণমূল স্তর থেকে জাতীয় নেত্রী হয়ে উঠতে দেখেছি আপনাকে’। স্মৃতিচারণে তিনি লিখেছেন, ‘১৯৯৬ সালে আমার বাড়িতে এসে আমায় সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছিলেন আপনি। যাদবপুরের মতো লালদুর্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব, এই বিশ্বাস আপনার আমার উপর ছিল’। তৃণমূলের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্কের উল্লেখ করে কৃষ্ণাদেবী লিখেছেন, ‘তৃণমূলের জন্মলগ্ন থেকে আপনার পাশে থাকতে পারাটা আমার সৌভাগ্য। অন্ধকারের পাশাপাশি আলোও একসঙ্গেই দেখেছি’। |
|
|
|
|
|