টুকরো খবর
বৃষ্টিতে বেহাল ৭৫ কিমি পথ
টানা বৃষ্টিতে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থেকে ডালখোলা পর্যন্ত ৩৪ নম্বর জাতীয় সড়কের প্রায় ৭৫ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছে। যানজটে নাকাল দশা হয়েছে যাত্রীদের। বেড়েছে দুর্ঘটনা। এক মাসে রায়গঞ্জ, করণদিঘি ও ইটাহার এলাকায় ৩০টি ট্রাক উল্টেছে। ২৫টি ট্রাক, ১০টি বাস ও ১২টি ট্রেকার বিকল হয়েছে। প্রায় এক মাস ধরে জাতীয় সড়কের ওই বেহাল দশা চললেও কর্তৃপক্ষ ব্যবস্থা না নেওয়ার ক্ষুব্ধ বেসরকারি পরিবহণ মালিকরা ধর্মঘটের হুমকি দিয়েছেন। যদিও উত্তর দিনাজপুরের জেলাশাসক পাসাং নরবু ভুটিয়া বলেন, “জাতীয় সড়ক কর্তৃপক্ষকে চিঠি দিয়ে সমস্যার কথা জানানো হয়েছে। দ্রুত রাস্তা মেরামতের কাজ শুরু হবে।” ইটাহার-ডালখোলা ৩৪ নম্বর জাতীয় সড়ক হয়ে প্রতিদিন বালুরঘাট-রায়গঞ্জ-শিলিগুড়ি-কলকাতা রুটের কয়েকশো বাস চলাচল করে। রয়েছে পণ্যবাহী ট্রাক। একে যানবাহনের চাপ তার উপরে বেহাল সড়ক। বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সড়কে পিচের চাদর নেই। সামান্য বৃষ্টিতে জল থইথই করছে। জেলা বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অশোক চন্দ বলেন, “জাতীয় সড়ক বেহাল হয়ে পড়ায় যানজটের জেরে নির্দিষ্ট সময়ে যাত্রীবাহী বাস গন্তব্যে পৌঁছতে পারছে না। বহু বাস প্রতিদিন বিকল হচ্ছে। দুর্ঘটনাও ঘটছে। সংগঠনের তরফে চিঠি দিয়ে রাস্তা মেরামতের দাবি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে পরিবহণ ধর্মঘটের ডাক দেওয়া হবে।” একই ইস্যুতে আন্দোলনের হুমকি দিয়েছে কংগ্রেস ও তৃণমূল। জেলা তৃণমূল কংগ্রেস নেতা সুনীল ভৌমিক বলেন, “দ্রুত সড়ক মেরামতের কাজ না হলে আন্দোলন শুরু হবে।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “চলতি মাসের মধ্যে রাস্তা মেরামত করা না হলে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধ করা হবে।”

ছাত্রীর ছবি এমএমএসে
উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে সেই ডিভিও ইন্টারনেট ও এমএমএস এর মাধ্যমে এলাকায় ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে করণদিঘি থানার আইসিকে স্মারকলিপি দিলেন করণদিঘি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ও শিক্ষিকারা। সোমবার স্কুল খোলার পরই ওই স্কুলের সমস্ত ছাত্রী ও শিক্ষিকারা এদিন করণদিঘি থানায় যান। ইসলামপুরের এসডিপিও সুবিমল পাল জানান, একটা মামলা রুজু হওয়ার পরে তদন্তের কাজ শুরু হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। ৩ জুলাই স্কুল যাওয়ার পথে করণদিঘি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ভুল বুঝিয়ে কুলিক পক্ষিনিবাসে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত করণদিঘির সাধনপুরের বাসিন্দা। ওই যুবক ধর্ষণের দৃশ্য এমএমএস ও ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেয় বলে অভিযোগ। গত ১২ জুলাই ওই ছাত্রী করণদিঘি থানায় ওই দুই যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ দায়ের করেছে। সেই অভিযোগ জমা পড়লেও অভিযুক্তদের গ্রেফতার করতে না-পারায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন স্কুলের ছাত্রী থেকে শুরু করে এলাকার বাসিন্দারা। ওই স্কুলের শিক্ষিকা ও ছাত্রীরা প্রতিবাদে সরব হয়ে এদিন করণদিঘি থানায় স্মারকলিপি দিয়ে বিক্ষোভ দেখান। স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক স্নেহাংশু দাস বলেন, “সমাজের সর্বস্তরের মানুষকে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ করছি।”

ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী
অবসর গ্রহণের ২ মাস আগে বহুতলের ছাদ থেকে ঝাঁপিয়ে আত্মঘাতী হয়েছেন একজন সরকারি কর্মী। সোমবার ভোর সাড়ে ৪ টে নাগাদ ইংরেজবাজার থানার কৃষ্ণজীবন সান্যাল রোড লাগোয়া একটি ফ্যাটবাড়িতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম সমীররঞ্জন দাস ৫৯)। তিনি মালদহের জেলাশাসকের অফিসের সাধারণ বিভাগের প্রধান করণিক ছিলেন। দু’ মাস পরেই তাঁর অবসর নেওয়ার কথা। মালদহের পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “মৃত সরকারি কর্মীর ফ্যাট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মানসিক অবসাদে ওই সরকারি কর্মী আত্মহত্যা করেছে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই সরকারি কর্মীর বাড়ি সামসিতে। কয়েক মাস ফ্ল্যাট কিনে মালদহ শহরে চলে এসেছিলেন। ফ্যাটে স্ত্রী ও এক মেয়েকে নিয়ে সমীরবাবু থাকতেন। ফ্ল্যাট কেনার পর সম্পত্তি নিয়ে অবসাদে ভুগছিলেন। পুলিশ যে নোটটি উদ্ধার করেছে, তাতে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার নিজের টাকা দিয়ে ফ্যাট কিনেছি। স্বামীর মৃত্যুতে পাথর হয়ে গিয়েছেন স্ত্রী শিখাদেবী।

বিষক্রিয়ায় মৃত বধূ
বিষক্রিয়ায় এক বধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সোমবার হরিরামপুর থানার মুসকিপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সাকিলা বিবি (১৯)। সম্ভবত পারিবারিক অশান্তির জেরে ঘটনাটি ঘটেছে। পুলিশ দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে।

লুঠের চেষ্টা
একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জানলা ভেঙে টাকা লুঠের চেষ্টা করল দুষ্কৃতীরা। রবিবার রাতে দক্ষিণ দিনাজপুরের তপন থানার বাজার এলাকার ঘটনাটি ঘটেছে। সোমবার ব্যাঙ্কে ঢুকে বিষয়টি নজরে পড়ে কর্তৃপক্ষের। শাখার ম্যানেজার সুখেন্দু রায় জানান, দুষ্কৃতীরা ভল্ট ভাঙার চেষ্টা করেও পারেনি।

স্কুল-অফিস বন্ধের হুমকি
বেহাল রাস্তা মেরামতির দাবিতে আন্দোলনের ডাক দিলেন গ্রামবাসী। সোমবার দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া অঞ্চলের ঘটনা। এদিন একটি স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্বে গ্রামের কয়েকশো বাসিন্দা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.