বোনকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে এক তরুণকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করল পুলিশ। সোমবার সকালে রায়গঞ্জ থানার বন্দর এলাকা থেকে ওই দু’জনকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতদের নাম উজ্বল পাল ও মহাদেব বিশ্বাস। টানা তিনদিন পালিয়ে থাকার পরে এ দিন ধৃতরা বন্দর এলাকার বাড়িতে ঢোকার চেষ্টা করলে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ গ্রেফতার করে। উজ্বলের হেফাজত থেকে নবম শ্রেণির ছাত্রী স্থানীয় এক কিশোরীকেও উদ্ধার করেছে পুলিশ। উজ্বল ওই কিশোরীকে বিয়ে করেছে বলে জেরায় পুলিশের কাছে দাবি করেছে। ওই কিশোরীর বাবা ধৃত দুই যুবকের বিরুদ্ধে পুলিশের কাছে মেয়েকে অপহরণ করার অভিযোগ দায়ের করেছেন। এ দিন রায়গঞ্জ আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজত এবং কিশোরীকে পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। সরকারি আইনজীবী নীলাদ্রি সরকার বলেন, “অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণের পৃথক একটি মামলা শুরু হয়েছে।” রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত আইসি দীনেশ প্রামানিক জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ত্রিকোণ প্রেমের জেরে উজ্বল বন্ধু মহাদেবের সহযোগিতায় সুমন দত্ত নামে এক তরুণকে গুলি করে খুনের চেষ্টা করে। ঘটনার পরে অভিযুক্তরা পালিয়ে যায়। গোপন সূত্রে খবর পেয়ে দু’জনকে ধরা হয়। উদ্ধার হয় এক কিশোরী। ওই কিশোরীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেন। ধৃতদের জেরা করে আগ্নেয়াস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার একাদশ শ্রেণির ছাত্রী বোনকে মোটরবাইকে বন্দর এলাকায় রায়গঞ্জের টেনক্লাস গার্লস হাই স্কুলে পৌঁছে বাড়ি ফেরার পথে স্কুলের সামনে গুলিবিদ্ধ হন রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকার বাসিন্দা সুমন। তার পেটে গুলি লাগে। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিতৎসাধীন। |