|
|
|
|
১০০ দিনের মজুরি |
তালাবন্দি প্রধান-সহ পঞ্চায়েত কর্মীরা |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
একশো দিনের কাজের মজুরির দাবিতে বিকেল থেকে রাত পর্যন্ত প্রধান-সহ পঞ্চায়েত দফতরের কর্মীদের তালা বন্ধ করে রাখলেন গ্রামবাসীরা। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার যদুরআটি উত্তর গ্রাম পঞ্চায়েতে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও মারমুখি জনতার ক্ষোভের মুখে ফিরে আসতে বাধ্য হয়। পরে আর পুলিশ বাহিনী গিয়ে রাত সাড়ে ৮টা নাগাদ আটক কর্মীদের উদ্ধার করে।
পুলিশ ও ব্লক সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে ১০০ দিনের প্রকল্পে কার করার টাকা আনতে এক দল গ্রামবাসী পঞ্চায়েতে গিয়েছিলেন। কিন্তু টাকা না পেয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। এ নিয়ে পঞ্চায়েত দফতরের কর্মীদের সঙ্গে বচসা বেধে যায়। ঘটনাটি জানাজানি হলে বিকেল তিনটে নাগাদ কয়েকয়ো গ্রামবাসী পঞ্চায়েত ভবনের সামনে জড়ো হন। অবিলম্বে টাকা মিটিয়ে দেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু হয়। ওই সময় পঞ্চায়েত ভবনে ছিলেন প্রধান এবং পঞ্চায়েত দফতরের ১৪ জন কর্মী। অভিযোগ তাঁদের একটি ঘরে তালাবন্ধ করে রাখেন গ্রামবাসীরা। বিক্ষোভকারীদের মধ্যে আব্দুল খালেক বিশ্বাস, মামুদ আলি বলেন, “১০০ দিনের প্রকল্পে মাটি কাটার করেও ৩-৪ মাস হল টাকা পাচ্ছি না। অথচ ওই কাজের টাকাতেই সংসার চলে। পঞ্চায়েত অফিসে টাকা চাইতে গেলে বার বার নানা রকম কথা শোনাচ্ছে। এ দিন টাকা চাইতে গেলে ওরা আমাদের সঙ্গে দুব্যর্বহার করে। সেই কারণেই লোকজন খেপে যায়।”
পঞ্চায়েতের পক্ষ থেকে অবস্য বিষয়টিকে সামান্য বলে জানানো হয়। তাদের বক্তব্য, কিছু মানুষ পরিকল্পনা করে গণ্ডগোল বাধানোর চেষ্টা করছে। মোবাইল ফোন বন্ধ থাকায় প্রধানের সঙ্গে কথা বলা যায়নি। আটকে থাকা সহায়ক কমল মণ্ডল বলেন, “গ্রামবাসীদের অভিযোগ ঠিক নয়। ব্যাঙ্কের কারণেই টাকা দিতে দেরি হচ্ছে।” |
|
|
|
|
|