টুকরো খবর
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বৈঠক, নজরদারি বাড়াতে নির্দেশ
নিত্য-প্রয়োজনীয় কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সোমবার মেদিনীপুরে এক বৈঠক হল। এ দিন বিকেলে অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) রজতকুমার সাইনি- র দফতরে এই বৈঠক হয়। উপস্থিত ছিলেন জেলার কৃষি আধিকারিক তপন ভুঁইয়া, উদ্যানপালন আধিকারিক শুভাশিস গিরি, কৃষি-বিপণন আধিকারিক ব্রজেন সরকার প্রমুখ। সেই সঙ্গে ওয়েস্টবেঙ্গল ভেন্ডার অ্যাসোসিয়েশন, ফোরাম অব ট্রেডার্স অর্গানাইজেশন, কোল্ড-স্টোরেজ ওনার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও বৈঠকে যোগ দেন। গত কয়েক সপ্তাহে খুচরো বাজারের পরিস্থিতি কী হয়েছে, শুরুতে তা নিয়ে আলোচনা হয়। মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে নজরদারি আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ)। জেলা প্রশাসন জানিয়েছে, মেদিনীপুরের পরিস্থিতি এখন স্বাভাবিক। বেশ কিছু সব্জির দাম আগের থেকে কমেছে। কয়েক সপ্তাহ আগে বাজার কার্যত অগ্নিমূল্য হয়ে গিয়েছিল। কুঁদরি, লাউ, ঝিঙে, পটল, বেগুন প্রভৃতি সব্জির দামও একলাফে অনেকটাই বেড়ে যায়। সমস্যায় পড়েন সাধারণ মানুষ। পাইকারি বাজারে যে সব্জির দাম কেজি প্রতি ১০-১২ টাকা, খুচরো বাজারে সেই সব্জির দামই দাঁড়ায় কেজি প্রতি ৩০-৩৫ টাকা। পরিস্থিতি দেখে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী, সচিব, অফিসারদের সঙ্গে বৈঠক করেন। নজরদারি বাড়ানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কৃষি-বিপণন দফতরের আধিকারিকেরা বাজার পরিদর্শন শুরু করেন। পশ্চিম মেদিনীপুরেও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে টাস্ক-ফোর্স গঠন করা হয়। কৃষি-বিপণন দফতরের আধিকারিকেরা বাজারে বাজারে ঘুরে পরিস্থিতি খতিয়ে দেখেন। এ ভাবে পরিদর্শন করার ফলে সব্জির দামও কিছুটা কমে। এই পরিস্থিতিতেই জেলাশাসক সুরেন্দ্র গুপ্তর নির্দেশে সোমবার ফের বৈঠক হল। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যে ভাবে বাজার পরিদর্শন চলছে, তা চলবে। নজরদারি আরও বাড়ানো হবে। আরও বেশি সংখ্যক পাইকারি বাজারে ঘুরে জিনিসপত্রের দাম ঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। এ ভাবে নজরদারি চললে ফড়েরাও কিছুটা ‘চাপে’ থাকবে বলে মনে করছে জেলা প্রশাসন।

খুনের চেষ্টা, স্বামী-শাশুড়ি ধৃত চন্দ্রকোনায়
এক বধূকে খুনের চেষ্টার অভিযোগে স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করল পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে চন্দ্রকোনা থানার কেওপাট গ্রামে। অভিযোগ, মুনমুন সাঁতরা নামে ওই বধূর শরীরে অ্যাসিড ছড়িয়ে এবং অ্যাসিড খাইয়ে তাঁকে মেরে ফেলার চেষ্টার করেন স্বামী সাহেব এবং শাশুড়ি মীনা। স্বামী আবার প্রাথমিক স্কুলের শিক্ষক। আশঙ্কাজনক অবস্থায় মুনমুনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করানো হয়েছে। ধৃত সাহেব ও মীনা সাঁতরাকে গ্রেফতার করে সোমবার ঘাটাল আদালতে হাজির করা হলে বিচারক ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেন। বছর খানেক আগে ঘাটাল থানার শ্যামপুরের বাসিন্দা মুনমুনের সঙ্গে চন্দ্রকোনার কেওপাট গ্রামের সাহেব সাঁতরার বিয়ে হয়। অভিযোগ, বিয়ের পর থেকেই পণ-সহ নানা কারণে শ্বশুরবাড়ির লোকজন মুনমুনের উপর নির্যাতন চালাত। মুনমুনের বাবা কাশীনাথ বাগের কথায়, “মেয়েকে বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিত। প্রতিবাদ করলে মারধর করত। সব সহ্য করেই মেয়ে শ্বশুরবাড়িতে ছিল। জামাইয়ের সঙ্গে কথা বলার পর পরিস্থিতি স্বাভাবিকও হয়। তবে ৮ জুলাই সকালে ফের অশান্তি বাধে। মুনমুনের শরীরের নানা অংশে অ্যাসিড ছড়িয়ে ও জোর করে অ্যাসিড খাইয়ে প্রাণে মারার চেষ্টা করে ওরা। আমরা মেয়েকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করি। ওর অবস্থা আশঙ্কাজনক।” গত ১২ জুলাই কাশীনাথবাবু মেয়ের স্বামী, শাশুড়ি-সহ শ্বশুরবাড়ির ৬ জন সদস্যের নামে বধূ নির্যাতন ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। এ ক’দিন অভিযুক্তেরা গা ঢাকা দিয়েছিল। রবিবার বাড়িতে ফিরতেই স্বামী ও শাশুড়িকে গ্রেফতার করে পুলিশ। বাকি অভিযুক্তদের ধরতে তল্লাশি শুরু হয়েছে।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
সাইকেলে রেললাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। সোমবার সকাল ন’টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরে রাঙামাটি উড়ালপুলের কাছে। এখানে লেভেল ক্রসিং রয়েছে। আশপাশে জনবহুল এলাকা। কয়েক বছর আগেই রাঙামাটিতে উড়ালপুল তৈরি হয়। কিন্তু অনেকেই উড়ালপুল ব্যবহার না করে লেভেল ক্রসিং দিয়েই লাইন পারাপার করেন। এ দিন সকালে সে ভাবেই লাইন পেরোচ্ছিলেন বছর চল্লিশের এক ব্যক্তি। সঙ্গে ছিল সাইকেল। সেই সময় রাজ্য-রানি এক্সপ্রেসের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। মৃতের নাম-পরিচয় জানতে পারেনি রেল পুলিশ। খড়্গপুর জিআরপি-র ওসি আশিস রায় বলেন, “মেদিনীপুরের রাঙামাটিতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।”

কলেজে কর্মশালা
‘ক্যাপাসিটি বিল্ডিং অফ উমেন ম্যানেজার্স ইন হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা শুরু হল রাজা নরেন্দ্রলাল খান মহিলা কলেজে। সহায়তায় ইউজিসি। সোমবার এই কর্মশালার উদ্বোধন করেন সিধো-কানু-বিরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুমিতা মান্না। ছিলেন পরিষদের সভাধিপতি অন্তরা ভট্টাচার্য, কলেজের অধ্যক্ষ উদয়চাঁদ পাল। এই কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ৫০ জন শিক্ষিকা যোগ দিয়েছেন। কর্মশালাটি চলবে আগামী ২০ জুলাই পর্যন্ত।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.