টুকরো খবর
ভোগান্তির অভিযোগ
রায়গঞ্জ থেকে বাঙালবাড়ি পর্যন্ত প্রায় ৯ কিমি রাস্তা বেহাল হয়ে পড়েছে। প্রতিদিনই ওই রাস্তায় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ছে বলে অভিযোগ। ব্লকের বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়ারা রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়ছে। বেহাল রাস্তা দিয়ে রোগীদের রায়গঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে। অভিযোগ, সমস্যার কথা প্রশাসনকে জানানো হলেও সংস্কারের ব্যবস্থা হচ্ছে না। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন, “বাসিন্দাদের অভিযোগ খতিয়ে দেখে রাস্তা সংস্কার নিয়ে খুব শীঘ্রই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এই রাস্তা দিয়েই রায়পুর, কাশিবাটি, গুলগুলি মোড়, বরুয়া, নারায়ণপুর, সোনাডাঙ্গি ও বাঙালবাড়ি এলাকার কয়েকশো বাসিন্দা রায়গঞ্জে যাতায়াত করেন। বাসিন্দাদের অভিযোগ, রাস্তার বেশির ভাগ অংশই ভেঙে গিয়ে অসংখ্য গর্ত তৈরি হয়েছে। পিচের চাদর পর্যন্ত উঠে গিয়ে ইট ও পাথর বার হয়ে গিয়েছে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলি জলে ভরে যাচ্ছে। দুর্ঘটনা ঘটছে। বাঙালবাড়ির বাসিন্দা দ্বাদশ শ্রেণির ছাত্রী সুলেজা খাতুন, পেশায় চাষি লতিফুর রহমান, গৃহবধূ রোশনা বিবিরা বলেন, “গত কয়েক মাস ধরে প্রশাসনিক কর্তাদের আর্জি জানানো হলেও সংস্কারের ব্যবস্থা হচ্ছে না।” জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “দলের তরফে কিছুদিন আগে প্রশাসনের কাছে রাস্তা সংস্কারের দাবি তুলেছি। অবিলম্বে সংস্কারের ব্যবস্থা না-হলে আন্দোলনে নামা ছাড়া উপায় নেই।” জেলা বামফ্রন্টের সচিব অপূর্ব পাল জানান, রাস্তা সংস্কারের দাবিতে ফ্রন্টের তরফে জেলা শাসকের দফতরের সামনে অবস্থান বিক্ষোভ হয়েছে। জুলাই মাসের মধ্যে সংস্কার করা না হলে তাঁরা পথ অবরোধে নামবেন। জেলা তৃণমূল কংগ্রেস নেতা তিলক চৌধুরী জানান, তাঁরাও দলের তরফে জেলা প্রশাসনের কর্তাদের কাছে অবিলম্বে ওই রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন।

কংগ্রেসের কর্মী খুন কালিয়াচকে
দুষ্কৃতীদের গুলিতে এক কংগ্রেস কর্মী খুন হন। শনিবার রাতে কালিয়াচক থানার সুজাপুরে এই ঘটনাটি ঘটেছে। ওই কংগ্রেস কর্মীর ছেলেকে অনেক দিন ধরেই দুষ্কৃতীরা খুঁজছিল। তাকে না পেয়ে বাড়িতে ঢুকে বাবাকে গুলি করে দুষ্কৃতীরা খুন করেছে বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম সোলজার শেখ (৫২)। তিনি সুজাপুর এলাকার কর্মী। জেলা কংগ্রেস সভাপতি কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী বলেন, “তৃণমূল সমাজবিরোধীদের আশ্রয় দিচ্ছে। কংগ্রেসকে দুর্বল করতে দুষ্কৃতীরা কর্মীদের খুন করে সন্ত্রাস সৃষ্টি করছে। তৃণমূল কংগ্রেসের এই জঘন্য রাজনীতির নিন্দা করছি।” তৃণমূল জেলা সভাপতি সাবিত্রী মিত্র বলেন, “খুনের পিছনে রাজনীতি নেই। সমাজবিরোধীদের নিজেদের মধ্যে লড়াইয়ে খুনের ঘটনা ঘটেছে।”

ধর্ষণের চেষ্টা, গ্রেফতার ছাত্র
বাড়িতে ঢুকে প্রথম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে এক পুলিশ কর্মীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বৈষ্ণবনগর থানার রায়পুর গ্রামের। অভিযোগ, ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত পুলিশ কর্মীর ছেলে বলে থানা অভিযোগ নিতে অস্বীকার করেছিল। পরে ওই ছাত্রীর পরিবার সুপারের কাছে লিখিত অভিযোগ জানানোয় থানা নড়ে বসে। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করে ধর্ষণের চেষ্টার মামলা রুজু করে পুলিশ। অভিযুক্তকে মারধর করার অভিযোগে ওই ছাত্রীর বাবা, কাকা ও ঠাকুর্দার বিরুদ্ধে মামলা রুজু হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.