বালুরঘাটের অপহৃতা নবম শ্রেণির ছাত্রীকে সাতদিন পর মালদহ থেকে উদ্ধার করল পুলিশ। শনিবার রাতে মালদহের ইংরেজবাজার থানার সহায়তায় বালুরঘাট থানার পুলিশের একটি দল ঝলঝলিয়া এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। অপহরণে যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম, পার্থ সাহা, বুবাই সরকার, দীপঙ্কর সরকার এবং গৌরাঙ্গ মন্ডল। প্রধান অভিযুক্ত পার্থ মালদহের মহেশমাটি এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। বাকিদের বাড়ি ইংরেজবাজার থানা এলাকায়। এ দিন ধৃতদের বালুরঘাট আদালতে তোলা হলে মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের ভারপ্রাপ্ত বিচারক সুজয় বল ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। বালুরঘাট থানার আইসি মনোজ চক্রবর্তী বলেন, “একটি পরিত্যক্ত বাড়িতে বাইরে থেকে তালা দিয়ে ছাত্রীটিকে আটকে রাখা হয়েছিল। তার উপর অত্যাচার চালানো হয়েছে।” এদিন বালুরঘাট হাসপাতালে ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। সরকারি আইনজীবী দেবাশিস মজুমদার বলেন, “ছাত্রীর জবানবন্দি অনুযায়ী অপহরণে মূল অভিযুক্ত পার্থের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের মামলা দায়ের করেছে পুলিশ। ধৃত ৪ জনের বিরুদ্ধে নাবালিকা অপহরণ সহ একাধিক মামলা রুজু করা হয়েছে।” অভিযুক্ত পার্থ অপহরণের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, ছাত্রীটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। বাড়ির লোক রাজি হবে না দেখে তাঁকে বিয়ে করার জন্য পালিয়ে নিয়ে গিয়েছিল। পুলিশ সূত্রের খবর, বালুরঘাট শহরের উত্তর চকভবানি এলাকার নবম শ্রেণির ওই ছাত্রী গত রবিবার সকালে নিখোঁজ হয়। তাঁর অভিভাবকদের ফোন করে মালদহের রথবাড়ি, জহুরাতলা কখনও রাজমহলঘাট, মানিকচক এলাকায় আসতে বলে অভিযুক্তরা। সে সব জায়গায় গিয়েও মেয়ের হদিশ না পেয়ে গত মঙ্গলবার বালুরঘাট থানায় অভিযোগ করেন অভিভাবকরা। |