স্বশক্তিকরণ যোজনা প্রকল্পে পূর্বস্থলীর কালেখাঁতলা ২ পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হল একটি আর্সেনিকমুক্ত পানীয় জলের প্রকল্প। পঞ্চায়েত জানিয়েছে, এলাকার মানুষকে জল বিলি করার পাশাপাশি নানান সামাজিক অনুষ্ঠানেও জল সরবরাহ করা হবে। তবে পরিষেবা পাওয়ার জন্য নির্দিষ্ট টাকা দিতে হবে। পঞ্চায়েত তহবিলে আয় বাড়ানোর জন্যই এই ব্যবস্থা বলে পঞ্চায়েত জানিয়েছে। |
পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি নলকূপের জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক পাওয়া গিয়েছে। কয়েকবছর আগে এলাকার কয়েকজন আর্সেনিকে আক্রান্তও হয়েছিলেন। তখনই এই প্রকল্প গড়ার উদ্যোগ করা হয়। পারুলিয়া গ্রামে ৬ লক্ষ ৪১ হাজার টাকা ব্যায়ে প্রকল্পটি তৈরির কাজ ইতিমধ্যেই শেষ। নিকটবর্তী গভীর নলকুপ থেকে জলাধারে জল ধরে তারপরে তা আর্সেনিকমুক্ত বিশেষ ট্যাঙ্কে পৌছে দেওয়া হচ্ছে। সেখান থেকেই বিলি হচ্ছে জল। পঞ্চায়েত জানিয়েছে, এই প্রকল্পে প্রতিবারে দু’হাজার লিটার করে জল শোধন করা হবে। প্রতিবার জল শোধিত হতে সময় লাগবে দেড় ঘণ্টা। জল সরবরাহে ব্যবহারের জন্য চারটি জলের ট্যাঙ্কও কিনেছে পঞ্চায়েত।
প্রধান পুতুল দেবনাথ জানান, কোনও অনুষ্ঠানে জল পরিষেবা দেওয়ার জন্য পঞ্চায়েতকে বিপিএলদের লিটার প্রতি ২৫ পয়সা ও বাকিদের ৫০ পয়সা দিতে হবে। তাঁর দাবি, জেলায় এমন উদ্যোগ প্রথম। কালেখাঁতলা পঞ্চায়েতের সহায়ক জানান, দ্রুত প্রকল্পটি উদ্বোধনের চেষ্টা চলছে।
কালনার মহকুমাশাসক সুমিতা বাগচি বলেন, “এই ধরনের প্রকল্প গড়তে খরচ বেশি নয়। অন্য এলাকাতেও পরবর্তী সময়ে এই ধরনের প্রকল্প গড়ার চেষ্টা করা হবে।” |