‘মুক্তধারা’ নিয়ে আলোচনাচক্র |
বাঁধ ও নানা ধরনের কৃত্রিম বাধা-ই নদীর সর্বনাশের কারণ। ‘মুক্তধারা’ নাটকে এমনটাই উল্লেখ করেছিলেন রবীন্দ্রনাথ। সেই বিপদই আজ টের পাচ্ছে মানুষ। ইছামতী-যমুনা-পদ্মা-বিদ্যাধরীর বুকে বাঁধ দেওয়ায় কিংবা পাটা-পালা-ভেচাল দেওয়ায় কোথাও প্লাবন হচ্ছে, কোথাও আবার শুকিয়েই যাচ্ছে নদী। গোবরডাঙার সাগ্নিক সাংস্কৃতিক গোষ্ঠীর ‘এই সময়, রবীন্দ্রনাথ ও মুক্তধারা’ শীর্ষক আলোচনাচক্রে এই বক্তব্যই বারবার উঠে এল। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় ওই আলোচনাচক্রে বক্তৃতা করেন কল্যাণ রুদ্র, জয়া মিত্র, সাত্যকি হালদার, নীলরতন সরকার, ভবানী ঘটক, নিহারুল ইসলাম প্রমুখ। আলোচনা চলাকালীন বিশাল ক্যানভাসে মুক্তধারার বিষয়বস্তু নিয়ে ছবি আঁকেন তপন রায়চৌধুরী। গোবরডাঙার হিন্দু মহাবিদ্যালয়ে রবিবার সকাল থেকে বিকেল পর্যন্ত টানা অনুষ্ঠান চলে। উদ্বোধন করেন গোবরডাঙা পুরসভার চেয়ারম্যান সুভাষ দত্ত। সভাপতি ছিলেন অভ্র ঘোষ। পরে অভী চক্রবর্তীর নির্দেশনায় রবীন্দ্রনাথের ‘মুক্তধারা’ নাটকটি শ্রুতিনাটক হিসেবে পরিবেশন করে অশোকনগরের ‘নাট্যমুখ’ সংস্থা। রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন প্রতাপ চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন তপস্যা ঘোষ।
|
ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু মহিলার |
রাস্তার ধারের গাছ থেকে ফুল পাড়ার সময়ে ম্যাটাডরের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে স্বরূপনগরের নির্মাণ গ্রামে। মৃতের নাম সবিতা গোলদার (৪৫)। বাড়ি চণ্ডীতলায়। পুলিশ জানায়, সবিতাদেবী পুজোর জন্য রাস্তার ধারের গাছ থেকে ফুল পাড়ছিলেন। সেই সময়ে একটি ম্যাটাডর দ্রুত গতিতে এসে তাঁকে ধাক্কা মারে। আহত অবস্থায় তাঁকে প্রথমে শাঁড়াপুল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আনা হয় বসিরহাট হাসপাতালে। সেখানেই তিনি মারা যান। ম্যাটাডর ফেলে চালক পালায়। সবিতাদেবীর মৃত্যুতে স্থানীয় লোকজন ম্যাটাডরে ভাঙচুর ও লুঠপাট চালায়।
|
জমি নিয়ে সংঘর্ষের জেরে আহত ৮ জন |
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষে চার মহিলা-সহ ৮ জন আহত হলেন। শুক্রবার বিকেলে বসিরহাট থানার পানিগোবরা গ্রামের ঘটনা। আহতদের মধ্যে ৫ জনকে বসিরহাট হাসপাতালে এবং এক জনকে কলকাতার আর জি কর হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি জমিকে কেন্দ্র করে ওই গ্রামের বাসিন্দা আবদুল রহিম ও রহমত মণ্ডলের মধ্যে দীর্ঘ দিন ধরে বিবাদ চলছিল। এ নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ায়। কিন্তু শুক্রবার দুই পরিবারের মধ্যে ফের বচসা থেকে সংঘর্ষ বাধে। হাতের কাছে থাকা দা, বল্লম, লাঠি নিয়ে পরস্পরের উপর ঝাঁপিয়ে পড়েন দুই পরিবারের সদস্যেরাই। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
|
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী, সুন্দরবনের এমন ২০০ জন ছাত্রছাত্রীকে পাঠ্যপুস্তক প্রদান করল ক্যানিংয়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। রবিবার ক্যানিংয়ের নবপল্লিতে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছিলেন মন্ত্রী শ্যামল মণ্ডল-সহ অনেকে। |