কম বৃষ্টিতে শহর খুশি, গ্রামে উদ্বেগ
ষাঢ়ে ঝমঝমিয়ে বৃষ্টির কাহিনি এখন যেন আষাঢ়ে গল্প।
গত বছরেও আষাঢ়ে তেমন বৃষ্টি হয়নি। শ্রাবণ যায় যায়, তখন শুরু হয়েছিল বর্ষণ। আশ্বিনের সেই বর্ষণে তখন ভয় হয়েছিল, পুজোয় না বন্যা হয়। শেষ পর্যন্ত তা হয়নি। এ বারেও গতিক অবশ্য তেমনই। মাঝে মাঝে বৃষ্টি। আকাশ মেঘলা করে থাকছে। কিন্তু টানা বৃষ্টির দেখা মেলেনি। তবে তাতেই স্বস্তি ফিরেছে। কলকাতা-নবদ্বীপ নিত্যযাত্রী স্বপন চৌধুরী বলেন, “এখন আমাদের পক্ষে বেশ ভাল আবহাওয়া। গরম নেই। আবার বৃষ্টি তেমন হচ্ছে না বলে রাস্তাঘাটে সে ভাবে জল জমেনি। রাস্তায় বেরিয়ে ভিজতে হচ্ছে না। সামান্য একটু দাঁড়ালেই বৃষ্টি ধরে যাচ্ছে। শহুরে মানুষ এমন আবহাওয়াই চান।”
তবে কৃষির পক্ষে পরিস্থিতি ভাল নয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। কল্যাণী কৃষি বিশ্ববিদ্যালয়ের জলসম্পদ বিভাগের মুখ্য বিজ্ঞানী আফতাব জামান বলেন, “বর্ষা যা হচ্ছে, তাতে কৃষির প্রয়োজনের তুলনায় এখনও ৪০ শতাংশ ঘাটতি রয়েছে। ফলে চাষের ক্ষেত্রে এটা খুবই আশঙ্কার কথা। বীজতলা তৈরি করা যাচ্ছে না। পাটের ক্ষেত্রেও ক্ষতির আশঙ্কা হচ্ছে। সব মিলিয়ে বর্ষা এখনও আশাপ্রদ নয়।”
—নিজস্ব চিত্র।
কী বলছেন ব্যবসায়ীরা? নবদ্বীপ ব্যবসায়ী সমিতির সম্পাদক উত্তম সাহা বলেন, “বৃষ্টি যেমনই হোক, সেই গরমের সময়ের চেয়ে পরিস্থিতি অনেক ভাল হয়েছে নিঃসন্দেহে। তবে বর্ষা পর্যটন মরসুম নয়। তাই রথযাত্রার পরে তেমন করে পর্যটকের ভিড় নেই। আমরা জন্মাষ্টমী, ঝুলনের ভিড়ের অপেক্ষা করছি।” তবে এই সময়ে গ্রাম বাংলার বাজার আবার চাঙ্গা হয়েছে। গ্রামের পাইকারি ক্রেতারা শহরে আসতে শুরু করেছেন। পুজোর মরসুমের বিক্রিবাটার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ব্যবসায়ীদের মধ্যে।
সেই সঙ্গে পুরোদমে শুরু হয়ে গিয়েছে স্থানীয় ফুটবল লিগ। সাব জুনিয়র, জুনিয়র ডিভিশনের খেলা অনেক দূর এগিয়ে গিয়েছে। বিভিন্ন মাঠে অনুশীলন চলছে। নদিয়া ক্লাবের কর্মকর্তা গোবিন্দ বাগ বলেন, “বর্ষা তেমন না হওয়াটা আমাদের পক্ষে ভাল। কারণ, মাঠে জল জমেনি। অন্য সময়ে এই রকম দিনে মাঠে নামাই যেত না। বরং অনুশীলনের প্রকৃত পরিবেশই রয়েছে।” উদয়ন সংঘের কর্তা মনোজ চট্টোপাধ্যায় বলেন, “লিগের প্রস্তুতি সাধারণত যে সময়ে হয়, এ বার প্রবল গরমে তা বন্ধ করে রাখতে হয়েছিল। তার বদলে ইউরো দেখেছে ছেলেরা। তারপরে সেই প্রতিযোগিতা শেষ হওয়ার পরেই মাঠে নেমেছে তারা।” নদিয়া জেলা বাস মালিক সমিতির কর্তা অসীম সাহা বলেন, “প্রতিবারেই বর্ষা নামলে রাস্তার অবস্থা একটা বড় সমস্যার আকার নেয়। এ বার সেটা এখনও সে ভাবে দেখা দেয়নি।”
একই কথা বলেন নিত্যযাত্রী প্রশান্তকুমার দে। তাঁর কথায়, “রাস্তার বাসস্টপগুলিতে অধিকাংশ ক্ষেত্রেই মাথায় ছাউনি নেই। ফলে রোদে যেমন পুড়তে হয়, তেমনই জলেও ভিজতে হয়। তার ব্যবস্থা অবিলম্বে করা দরকার।” সেই সঙ্গে গঙ্গার জলও কম থাকায় উদ্বেগ কম জলপথের নিত্যযাত্রীরা। নিত্যযাত্রী উত্তরা মিত্র বলেন, “প্রতি বারেই বর্ষায় নদীর জল বেড়ে যায়। কিন্তু নৌকায় যাত্রী তোলার ক্ষেত্রে নিয়ম মানা হয় না। তা ছাড়া, নৌকাগুলি দেখভালও করা হয় না ভাল করে। তাই উদ্বেগ তো থাকেই। এ বার অবশ্য তেমন বৃষ্টি হচ্ছে না বলে বাঁচোয়া।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.