টুকরো খবর
পুরস্কারের টোপে প্রতারিত অধ্যাপক
-মেলে লটারি জেতার টোপ গিলে লক্ষ -লক্ষ টাকা খোওয়ালেন কাঁথি প্রভাত কুমার কলেজের এক অধ্যাপক। গত ফেব্রুয়ারি মাসে এক লক্ষ পাউন্ড, ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি টাকার লটারি জেতার -মেল পেয়ে কাণ্ডজ্ঞান হারান প্রভাত রায় নামে রসায়নের ওই অধ্যাপক। পুরস্কারের লোভ দেখিয়ে তাঁর কাছ থেকে প্রসেসিং চার্জ, ক্যাশ ট্রান্সফার, ইন্টারন্যাশনাল মানি এক্সচেঞ্জ, ক্যুরিয়র ফি -সহ নানা অজুহাতে ধাপে ধাপে লক্ষ ৮৬ হাজার ৭০০ টাকা নিয়ে নেয় ‘সাইবার ক্রিমিনাল’রা। পরে ক্যুরিয়রের ক্ষতিবাবদ আরও লক্ষ ২০ হাজার টাকা চাওয়া হলে টনক নড়ে তাঁর। ততদিনে, গচ্ছিত টাকা তো শেষ, বেসরকারি ব্যাঙ্কে কিছু ঋণও হয়ে গিয়েছে। প্রতারিত প্রভাতবাবু ভবানীভবনে সিআইডি - দ্বারস্থ হন। সিআইডি - পরামর্শে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। কাঁথি থানার আইসি সুব্রত বারিক জানিয়েছেন, অভিযোগটি সিআইডি - সাইবার সেলে পাঠানো হয়েছে।

সাংগঠনিক শক্তি বাড়াতে চন্দ্রিতে কর্মিসভা তৃণমূলের
—নিজস্ব চিত্র।
ঝাড়গ্রামের চন্দ্রি অঞ্চলে সিপিএম ফের সক্রিয় হচ্ছে। প্রশান্ত দাসের মতো এক সময়ের ‘দাপুটে’ সিপিএম নেতারা এলাকার নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছেন বলে দাবি তৃণমূলের। এই পরিস্থিতিতে রবিবার চন্দ্রিতে প্রকাশ্য-কর্মিসভা করল তৃণমূল। উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি দীনেন রায়, জেলা কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, জেলা-নেতা নির্মল ঘোষ, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো প্রমুখ। চন্দ্রির শিব মন্দির তলায় আয়োজিত ওই কর্মিসভায় দীনেনবাবু দাবি করেন, “দীর্ঘদিন চন্দ্রি অঞ্চলটিতে গণতন্ত্র বলে কিছু ছিল না। সিপিএমই ছিল শেষ কথা। গত বছর বিধানসভা ভোটের পর পরিস্থিতির পরিবর্তন হয়। শান্তি, উন্নয়ন ও গণতন্ত্রের আস্বাদ পান এলাকাবাসী। কিন্তু চন্দ্রিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চক্রান্ত করছে প্রশান্ত দাসের খুনি-হার্মাদ বাহিনী।” জেলা তৃণমূল নেতা নির্মল ঘোষ ও প্রদ্যোৎ ঘোষের অভিযোগ, “প্রশান্ত দাসের মতো নেতারা দিনে মার্কসবাদী, রাতে তাঁরাই আবার মাওবাদী।” সিপিএমের আগুইবনি লোকাল কমিটির সম্পাদক প্রশান্ত দাসের বক্তব্য, “এক বছরেই শাসক-দলের চরিত্র মানুষ বুঝে গিয়েছেন। আমাদের জনসমর্থন বাড়ছে। আতঙ্কিত হয়ে তৃণমূল কুৎসা করছে।”

ধানঘোরিতে সিপিএমের মিছিল
ছবি : দেবরাজ ঘোষ।
পশ্চিম মেদিনীপুরের সাঁকরাইল ব্লকের ধানঘোরি অঞ্চলে কয়েক হাজার মানুষের মিছিল করল সিপিএম। রবিবার বিকেলে দলের সাঁকরাইল জোনাল কমিটির উদ্যোগে ‘তৃণমূলি -মাওবাদী সন্ত্রাসের’ প্রতিবাদে ওই মিছিলের আয়োজন হয়। প্রায় আড়াই বছর পর এদিনই এই এলাকায় প্রথম রাজনৈতিক কর্মসূচি করল সিপিএম। জঙ্গলমহলের অশান্তি পর্বে শুধুমাত্র এই অঞ্চলেই মাওবাদীদের হাতে সিপিএমের নেতা -কর্মী খুন হন। গত বছর বিধানসভা ভোটে রাজ্যে ক্ষমতার পালাবদলের পর শাসক -দল তৃণমূলের বিরুদ্ধেও সন্ত্রাসের অভিযোগ ওঠে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এখন ধানঘোরি অঞ্চলে দল ঘুরে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন সিপিএমের সাঁকরাইল জোনাল কমিটির সম্পাদক বাদল রানা।

নিগৃহীত সেই ছাত্রীর বাড়িতে প্রধান শিক্ষিকা
সুতাহাটার স্কুলে ‘নিগৃহীত’ ছাত্রী নীলাঞ্জনা মাইতির বাড়ি গেলেন প্রধান শিক্ষিকা সন্ধ্যারানি জানা। আর আজ, সোমবার থেকে নীলাঞ্জনাকে স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিভাবকেরা। শনিবার নীলাঞ্জনার বাড়িতে যান প্রধান শিক্ষিকা। সন্ধ্যাদেবী বলেন, “নীলাঞ্জনার বাড়ির লোককে বুঝিয়েছি, মেয়ের মতো ভেবেই ওকে মেরেছিলাম। ” নীলাঞ্জনার মা কুমকুমদেবীর বক্তব্য, “উনি ভুল স্বীকার করেছেন। নীলাঞ্জনা এখন সুস্থ আছে। আজ, সোমবার থেকে স্কুলে যাবে।” পূর্ব মেদিনীপুরের সুতাহাটায় দোরোকৃষ্ণনগর বাণীতীর্থ বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী নীলাঞ্জনা। গত বৃহষ্পতিবার টিফিনের সময় ক্লাসরুমের মেঝেতে জল ফেলায় প্রধান শিক্ষিকা তাকে বকাবকি মারধর করেন। পোশাক খুলে জল মুছতে বলেন বলেও অভিযোগ। স্কুল পরিচালন সমিতির সম্পাদক তুষার মাইতি বলেন, “মঙ্গলবার বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। আর আমরা আশ্বাস দিচ্ছি, এমন ঘটনা আর ঘটবে না।”

টিভি দেখায় বাধা, আত্মঘাতী ছাত্রী
সন্ধেবেলা পড়াশোনার সময়ে টানা টিভি দেখতে বারণ করেছিলেন বাবা-মা। মাত্র বছর বারোর জয়ন্তী মণ্ডল সেটুকু শাসনও মানতে পারেনি। ষষ্ঠ শ্রেণির ছাত্রীটি বাবা-মা চোখের আড়াল হতেই গলায় দড়ি দেয়। বিষয়টি নজরে আসতেই মেয়েকে নিয়ে বাব-মা, পড়শিরা ছোটেন হাসপাতালে। ততক্ষণে অবশ্য দেরি হয়ে গিয়েছে। ডাক্তারবাবুরা জানিয়ে দেন, ছোট্ট জয়ন্তী আর নেই। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানার মতিলালচক গ্রামের এই ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া। সামান্য টিভি দেখায় বারণে এক বালিকা এমন চরম কাণ্ড ঘটিয়ে ফেলতে পারেভাবতে পারছেন না অনেকেই। তাদের আক্ষেপ, ছেলেমেয়েদের জন্যেই তো বাবা-মা’রা উদয়াস্ত খাটে। ওদেরই ভালর জন্যে কিছু বলা-করার এই কি প্রতিদান!

বিদ্যুৎ সমিতির সম্মেলন
বিদ্যুৎ গ্রাহক সম্মেলন
‘সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি’র পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হল রবিবার। মেদিনীপুরের বিদ্যাসাগর হলে এই সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সঞ্জিত বিশ্বাস, মধুসূদন মান্না। খড়্গপুর, নারায়ণগড়, সবং, পিংলা-সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে কয়েকশো প্রতিনিধি এতে যোগ দেন। লোডশেডিং, লো-ভোল্টেজ, গ্রামীণ বিদ্যুদয়ন নিয়ে আলোচনা হয়। সমিতির সভাপতি বলেন, “এক বছর হল রাজ্যে নতুন সরকার এলেও বাম সরকারের বিদ্যুৎনীতি বদলায়নি। এই সময়ে ৪ দফায় বিদ্যুৎ মাসুল বাড়ানো হয়েছে। এর ফলে রাজ্য জুড়ে ক্ষুদ্র শিল্প বিপন্ন হয়ে পড়েছে।” সম্মেলনে ৭৮ জনের নতুন জেলা কমিটি গড়া হয়েছে। সম্পাদক জগন্নাথ দাস, সভাপতি নারায়ণচন্দ্র দাস।

বাজ পড়ে মৃত ২, আহত ৩
হাসপাতালে আহতেরা। —নিজস্ব চিত্র।
মাঠে ধান রোওয়ার সময় বাজ পড়ে মৃত্যু হল দুই মহিলার। আহত হয়েছেন আরও তিন মহিলা। রবিবার দুপুরে এই ঘটনা ঘটেছে তমলুক থানার খামারচক গ্রামে। মৃতদের নাম আলপনা ঘোড়ই (৪৫), কল্পনা ঘোড়ই (৩৮)। আরতি ঘোড়ই, সন্ধ্যা ঘোড়ই ও অনিমা ঘোড়ই নামে জখম তিন মহিলাকে তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেশী পরিমল ঘোড়ই, নিমাই ঘোড়ই বলেন, “দুপুর ১২টা নাগাদ বৃষ্টির মাঝে আচমকা বাজ পড়লে লুটিয়ে পড়েন আলপনা ও কল্পনা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের। বাকি তিন জনকে হাসপাতালে পাঠানো হয়।” মৃত আলপনাদেবী ও আহত সন্ধ্যাদেবী সম্পর্কে জা।

বাসে লুঠ, গুলিবিদ্ধ
গুলি করে বাস থামিয়ে লুঠপাট চালাল দুষ্কৃতীরা। জখম হলেন এক যাত্রী। রবিবার রাতে ঝাড়গ্রাম-হাড়দা রুটের বাসটিকে বিনপুরের মাগুরার কাছে দাঁড় করিয়ে মুখে গামছা বাঁধা কয়েকজন যুবক লুঠপাট চালায় বলে অভিযোগ। তাদের ছোড়া গুলি যাত্রী তপন মর্দ্দনার উরুতে লাগে। তাঁকে ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়। তপনের সঙ্গে ছিলেন তাঁর দাদা স্বপন। স্বপনের ঝাড়গ্রাম শহরে সেলুন রয়েছে। দোকান বন্ধ করে দুই ভাই বিনপুরের ভুরসা গ্রামে বাড়িতে ফিরছিলেন। স্বপন জানান, খবর পেয়ে পুলিশ এসে পৌঁছয়। তবে ততক্ষণে যাত্রীদের টাকা, গয়না, মোবাইল নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা।

মাঝসমুদ্রে ট্রলারে আগুন, উদ্ধার ১০
সমুদ্রে মাছ ধরতে গিয়ে আগুন লেগে গেল একটি ট্রলারে। শনিবার দুপুরে এই ঘটনাটি ঘটে দিঘা মোহনা থেকে প্রায় ২০ নটিক্যাল মাইল দূরে মাঝসমুদ্রে। দেখতে পেয়ে দাক্ষায়ণী বগলামুখী নামে দু’টি ট্রলারের লোকজন ওড়িশার নীলমাধব নামে ওই ট্রলারের ১০ ধীবরকে উদ্ধার করে। ট্রলারটি অবশ্য মাঝ সমুদ্রে তলিয়ে যায়। দিঘা ফিশারমেন অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রনব কর জানান, উদ্ধার হওয়া ১০ জনই সুস্থ আছেন।

স্কুলে জয়ী তৃণমূল
রবিবার হলদিয়ার সুতাহাটায় ঢেকুয়া বিবেককানন্দ অগ্রণীসঙ্ঘ হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জিতেছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। দিনই, ময়নার রামচক রামেশ্বর বিদ্যামন্দিরের অভিভাবক প্রতিনিধি নির্বাচনে ছ’টি আসনে জয়ী হন বাম সমর্থিতরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.