|
|
|
|
খড়্গপুরে সিআইডি, উদ্ধার স্ট্যাম্প পেপার |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
জাল স্ট্যাম্প পেপার কারবারের তদন্তে নেমে খড়্গপুরে এক স্ট্যাম্প বিক্রেতার বাড়িতে তল্লাশি চালাল সিআইডি। গৃহকর্তাকে না পেলেও প্রচুর সংখ্যক স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করা হয়েছে। ডিআইজি (সিআইডি) বিনীত গোয়েল বলেন, “ওই স্ট্যাম্প পেপার গুলি খতিয়ে দেখা হচ্ছে। এর সঙ্গে কোন চক্র এবং কারা কারা জড়িত তা-ও দেখা হচ্ছে।”
রাজ্যের বিভিন্ন এলাকায় জাল নন-জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ছেয়ে গিয়েছে বলে মনে করছেন তদন্তকারী অফিসারেরা। এই চক্রে সরকার অনুমোদিত স্ট্যাম্প পেপার বিক্রেতা ও দলিল লেখকেরা জড়িত বলে খবর। ইতিমধ্যে পূর্ব মেদিনীপুরের তমলুক ও ময়না থানায় ৪ জনের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। এর মধ্যে তিন জন স্ট্যাম্প বিক্রেতা, এক জন দলিল লেখক। তদন্তে সিআইডি জেনেছে, বিহারের পটনা থেকে চক্রের হাত ঘুরে এ রাজ্যে এসে পৌঁছয় জাল স্ট্যাম্প পেপার। দুই মেদিনীপুরের পাশাপাশি বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমেও এই ব্যবসা চলছে। সেই সূত্রেই খড়্গপুরের খরিদার বাসিন্দা তপন দাসের বাড়িতে শনিবার রাতে সিআইডির একটি দল তল্লাশি চালায়। সরকার অনুমোদিত স্ট্যাম্প পেপার বিক্রেতা তপনবাবু বাড়িতে ছিলেন না। তবে তাঁর বাড়ি থেকে প্রচুর স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করা হয়। সব মিলিয়ে ৭০ লক্ষ টাকারও বেশি মূল্যের স্ট্যাম্প পেপার বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিআইডি সূত্রে খবর। এগুলি বৈধ কিনা, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। |
|
|
|
|
|