টুকরো খবর
শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত দেহ
এক বিবাহিত যুবকের অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরের শ্রীকৃষ্ণপুরে। মৃতের নাম শঙ্কর দোলুই (২৩)। বাড়ি খরিদা মন্দিরতলায়। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, চলতি বছরের জানুয়ারি মাসে শ্রীকৃষ্ণপুরের মৌমিতার সঙ্গে বিয়ে শঙ্করের। প্রেমের বিয়ে। নাবালক অবস্থায় আগেও এই দু’জন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। পরে ফিরে আসে। জানুয়ারিতেও ফের পালিয়ে গিয়েই বিয়ে করেন শঙ্কর ও মৌমিতা। প্রথমে মৌমিতার পরিবার এই সম্পর্ক মেনে নিতে চায়নি। পরে অবশ্য বিয়েতে তারা সম্মতি দেয়। শঙ্কর ঘরজামাই হিসেবে মৌমিতার বাড়িতেই থাকতেন। এ দিন সকালে শ্বশুরবাড়ির মধ্যে থেকেই শঙ্করের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। মৌমিতার পরিবারের বক্তব্য, এটি আত্মহত্যার ঘটনা। যদিও শঙ্করের পরিবারের অভিযোগ, খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে ক্ষুব্ধ বাসিন্দারা মৌমিতার বাড়িতে ইট-পাটকেল ছোড়েন। বাড়ির সামনে লোক জড়ো হয়ে যায়। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানিয়েছে, এ ক্ষেত্রে অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত পদক্ষেপই করা হবে।

চালককে মারধরের নালিশ
এক গাড়ি চালককে অন্যায় ভাবে মারধরের অভিযোগ উঠেছে ট্রাফিক কনস্টেবলের বিরুদ্ধে। উত্তেজিত জনতা কনস্টেবলকেও মারধর করেন। শনিবার দুপুরে মেদিনীপুর শহর সংলগ্ন ধর্মায় ঘটনাটি ঘটে। কেশপুরের দিক থেকে আসা গাড়িটি ধর্মা হয়ে শালবনি যাচ্ছিল। গাড়িতে ছাগল ছিল। চালক জলিল খানকে গাড়ি থানাতে বলেন ট্রাফিক কনস্টেবল আতাউল হক। চালক গাড়িটি কিছুটা এগিয়ে নিয়ে যেতেই কনস্টেবল তাঁকে মারধর করেন বলে অভিযোগ। উত্তেজিত জনতা কনস্টেবলকে পাল্টা মারধর করেন। পৌঁছয় পুলিশ। দু’জনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এনে চিকিৎসা করানো হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

কর্মচারী সম্মেলন
স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন-এর (ইউনিফায়েড) মেদিনীপুর সদর ব্লক সম্মেলন হল রবিবার। মেদিনীপুর সদর পঞ্চায়েত সমিতির সভাগৃহে এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক মৃগেন মাইতি, সংগঠনের জেলা সম্পাদক অরুণকান্তি প্রতিহার, সদর ব্লক কমিটির আহ্বায়ক অনুপ মান্না প্রমুখ। কর্মচারীদের আন্তরিক ভাবে কাজ করার আবেদন জানান বিধায়ক। ১৫ জনের নতুন কমিটি গড়া হয়। দিলীপ ঘোষ সম্পাদক, সভাপতি শীতল বিদ।

খড়্গপুরে যোগাসন
সম্প্রতি নিউ ট্রাফিকে যোগাসন প্রতিযোগিতার আয়োজন করল খড়্গপুর যোগ অ্যান্ড কালচারাল ক্লাব। ৫টি বিভাগে মোট ৯০ জন প্রতিযোগীর মধ্যে থেকে ১০ জনকে বাছা হয়। সংস্থার তরফে নিমাই মজুমদার জানান, সফলদের আগামী ১৫ অগস্ট পুরস্কৃত করা হবে।

কোথায় কী
কর্মশালা। ইউজিসি - সহায়তায় সচেতনতামূলক কর্মশালা। বিষয় : ‘ক্যাপাসিটি বিল্ডিং অব উমেন
ম্যানেজার্স ইন হায়ার এডুকেশন’। আয়োজক : রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়। সোমবার
সকাল ১০টায় উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী। কলেজের রবীন্দ্রনীড়ে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.