দু’টি দুর্ঘটনায় মৃত্যু দু’জনের |
দু’টি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। শনিবার রাতে বসন্তপুরের রাস্তা দিয়ে প্রতিবেশী চার মহিলার সঙ্গে পাশের পাড়ায় যাচ্ছিলেন আরতি মালিক (৬০)। লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ওই ঘটনায় আহত হয়েছেন ওই চার মহিলা। তাঁদের আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্য ঘটনাটি আরামবাগের গড়বাড়ি মাঠের। রবিবার সকালে এক ব্যক্তি মাঠে গাড়ি চালানো শিখছিলেন। সেই সময় কাঠ কুড়োতে আসা এক বৃদ্ধাকে ধাক্কা দেয় গাড়িটি। ক্ষান্তবালা দাস নামে (৮০) ওই বৃদ্ধাকে গুরুতর অবস্থায় আরামবাগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধার বাড়ি স্থানীয় মহেশপুরে। গাড়িটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।
|
জমিতে পাট কাটার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। জখম হলেন তাঁর স্বামী-সহ দু’জন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে সিঙ্গুর ১ নম্বর পঞ্চায়েতের বেড় গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম ঠান্ডারানি হাঁসদা (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী শৈলেন হাঁসদা এবং বিশ্বনাথ শী-কে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে দু’জনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দিকে, রবিবার দুপুরে গোঘাটের ব্যাঙাই গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, এ দিন বাড়ির কাছে মাঠে কাজ করছিলেন দিলীপ ঘোষ (৪৭)। বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।
|
জমিতে পাট কাটার সময় বজ্রপাতে মৃত্যু হল এক মহিলার। জখম হলেন তাঁর স্বামী-সহ দু’জন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে সিঙ্গুর ১ নম্বর পঞ্চায়েতের বেড় গ্রামে। পুলিশ জানায়, মৃতের নাম ঠান্ডারানি হাঁসদা (৩৫)। তিনি ওই এলাকারই বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় তাঁর স্বামী শৈলেন হাঁসদা এবং বিশ্বনাথ শী-কে সিঙ্গুর গ্রামীণ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। পরে দু’জনকেই কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। অন্য দিকে, রবিবার দুপুরে গোঘাটের ব্যাঙাই গ্রামে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, এ দিন বাড়ির কাছে মাঠে কাজ করছিলেন দিলীপ ঘোষ (৪৭)। বাজ পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। দেহ দু’টি ময়না-তদন্তে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। |