তরুণী নিগ্রহে ধৃত আরও ৩, প্রতিবাদে মুখর গুয়াহাটি
ভিযুক্তদের গ্রেফতার করতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। আজ আরও ৩ জন গ্রেফতার হয়েছে। বাকিদের গ্রেফতার করতে এসপি (অভিযান) রঞ্জন বরুয়ার নেতৃত্বে একটি বিশেষ দল গড়া হয়েছে।
গুয়াহাটিতে তরুণী নিগ্রহের ঘটনার মূল অভিযুক্ত অমরজ্যোতি কলিতা এখনও ফেরার। আজ সে ভুবনেশ্বরে ধরা পড়েছে বলে খবর রটলেও অসম পুলিশ সে কথা স্বীকার করেনি। অমরজ্যোতির হদিস দেওয়ার জন্য ১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। ঘটনার দিন ফোন না ধরায় বরখাস্ত হয়েছেন দিসপুর থানার এক সাব ইনস্পেক্টর।
এ দিন সকাল থেকেই গুয়াহাটি হয়ে উঠেছিল প্রতিবাদ নগরী। কৃষক মুক্তি ও নারী মুক্তি সংগ্রাম সমিতির উদ্যোগে শহরের বিভিন্ন পথে প্রতিবাদ মিছিল বের হয়। দীঘলিপুখুরির পাড়ে প্রতিবাদে বসেন মহিলারা।
গ্রেফতার হওয়ার পর নবজ্যোতি ডেকা ও দিগন্ত বসুমাতারি। —নিজস্ব চিত্র
সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে স্বতঃস্ফূর্ত ভাবে একজোট হওয়া বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীও মিছিল বের করে। ঘটনার ছবি তুলে প্রচার করেছিল যে সংবাদ চ্যানেল, তার দফতরের সামনেও ১০টি সংগঠন বিক্ষোভ দেখায়।
নবজ্যোতি ডেকা ও দিগন্ত বসুমাতারি নামে যে দুই ব্যক্তি আজ গ্রেফতার হয়েছে, তারাও আজ পুলিশের সামনে দাবি করে, ঘটনাস্থলে হাজির সংবাদ চ্যানেলের প্রতিনিধিরাই মানুষকে উস্কাচ্ছিলেন। এই অভিযোগ আগেই এনেছিলেন রাজ্যের আরটিআই কর্মী তথা অণ্ণা হজারের সহযোগী অখিল গগৈ। তাঁর দাবি, তাঁর কাছে এমন ভিডিও ফুটেজ রয়েছে, যাতে সংবাদকর্মীদের উস্কানিমূলক ভূমিকার প্রমাণ আছে। জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিদের কাছে ওই ফুটেজ জমা দিতে চেয়েছিলেন অখিল। কিন্তু তাঁকে সকাল সাড়ে ১১টায় আসতে বলেও ১১টা নাগাদ কমিশনের প্রতিনিধি ওয়াংচুক সিয়েম ও অলকা লাম্বা হোটেল ছেড়ে চলে যান বলে অভিযোগ।
তরুণী নিগ্রহে জড়িতদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল গুয়াহাটির রাজপথে। ছবি: পিটিআই
অখিলের সঙ্গে কেন দেখা করল না কমিশন? জাতীয় মহিলা কমিশনের দুই প্রতিনিধির সঙ্গে এ দিন বারবার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি। তবে গত কাল রাতে অলকা লাম্বা যা বলেছিলেন, আজ রাজ্য মহিলা কমিশনের তরফে সেই একই কথা বলা হয়। কমিশনের বক্তব্য, মেয়েটির কাছ থেকে ঘটনার পুরো বিবরণ পেয়ে গিয়েছেন তাঁরা। মেয়েটি কোনও সাংবাদিকের কথা উল্লেখ করেনি। অখিল যদিও এর মধ্যে রাজনৈতিক অভিসন্ধি খুঁজে পেয়েছেন। তাঁর অভিযোগ, অলকা লাম্বা নিজে এআইসিসি-র সদস্য। তাই তাদের পক্ষে রাজ্য সরকারের বিরুদ্ধে বা কংগ্রেসি মন্ত্রীর সঙ্গে যুক্ত টিভি চ্যানেলের বিরুদ্ধে মন্তব্য করার বা পদক্ষেপ করা সম্ভব নয়।
গুয়াহাটিতে তরুণী নিগ্রহের ঘটনায় রবিবার বিক্ষোভ দেখায় কৃষক মুক্তি সংগ্রাম সমিতি
এবং নারী মুক্তি সংগ্রাম সমিতি। মিছিলের পুরোভাগে অখিল গগৈ। ছবি: উজ্জ্বল দেব

ঘটনার সময় হাজির থাকা ওই সাংবাদিক অবশ্য গত কাল রাতেই ইস্তফা দিয়েছেন। ইলেকট্রনিক মিডিয়া ফোরাম অসমের সদস্যপদ থেকেও ইস্তফা দেন তিনি। এ দিন লিখিত বিবৃতিতে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে তিনি বলেন, “আমি সামাজিক কর্তব্যই পালন করেছি। তদন্ত শেষ হলে মাথা উঁচু করে কাজে ফিরতে চাই।”
এ দিকে, অসম রাজধানীর রাজপথে তরুণী নিগ্রহের ঘটনার রেশ না কাটতেই এ বার শিবসাগরে শ্লীলতাহানির চেষ্টা হল এক তরুণীর। এই ঘটনায় অভিযোগের তির সেনাবাহিনীর দিকে। ঘটনার জেরে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন এক সেনা জওয়ান।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.