এ বার ককটেলের রেসিপি দিলে নিখরচায় লন্ডনের বিমান টিকিট
জিন, ভদকা, হুইস্কি, রাম, কনিয়াক। সঙ্গে নরম পানীয়, বরফ কুচি, লেবু, জল, চিনি। সব কিছু মিশিয়ে নিজের ইচ্ছামতো বানানো যেতে পারে ককটেল পানীয়। সেই ‘রেসিপি’ এনে দিতে পারে দিল্লি-লন্ডন রুটে যাতায়াতের দু’টি টিকিট, বিনামূল্যে।
শৌখিন ব্যক্তি হিসেবে পরিচিতি রয়েছে ইংল্যান্ডের ভার্জিন অ্যাটলান্টিক বিমান সংস্থার কর্ণধার রিচার্ড ব্র্যানসন-এর। তাঁর বিলাসবহুল জীবনযাত্রা কিংফিশারের মালিক বিজয় মাল্য-কেও আকৃষ্ট করে! কয়েক হাজার কোটি টাকার মালিক ব্র্যানসন তাঁর উদ্ভাবনী ক্ষমতার জন্যও বিখ্যাত। এখন মুম্বই ও দিল্লি থেকে লন্ডনে নিয়মিত উড়ান চালায় ভার্জিন। সম্প্রতি দিল্লি-লন্ডন রুটে নতুন এয়ারবাস ৩৩০ বিমান নিয়ে এসে ভারতীয় নাগরিকদের সামনে ককটেল তৈরির এই প্রতিযোগিতার দরজা খুলে দিয়েছেন ব্র্যানসন।
সংস্থা জানিয়েছে, কমপক্ষে ২৫ বছর বয়স্ক যে কোনও ভারতীয়, যাঁর প্যান কার্ড রয়েছে, তিনি এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। যে-ককটেলকে সর্বশ্রেষ্ঠ হিসেবে বেছে নেওয়া হবে সেটি ৩৭ হাজার ফুট উপরে নতুন বিমানের উচ্চ শ্রেণির যাত্রীদের ১০ অগস্ট থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত নিয়মিত খাওয়ানো হবে। সংস্থার ফেসবুক-এ রেসিপি পাঠাতে হবে ২৫ জুলাইয়ের মধ্যে।
পছন্দসই একটি নাম দিতে হবে সেই ককটেল-এর। কোন পানীয় কতটা পরিমাণে মেশাতে হবে, তা লিখে পাঠালে ভার্জিন বিমানের প্রশস্ত বার-এ তা বানিয়ে স্বাদ নেবেন পরীক্ষকেরা। সর্বশ্রেষ্ঠ ককটেল-এর উদ্ভাবকের জন্য রাখা থাকবে দু’টি বিমান টিকিট।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.