শিল্পমন্ত্রীকে কাছে পেয়ে নলাটেশ্বরী মন্দিরকে ঘিরে নলহাটিতে পর্যটনকেন্দ্র গড়ে তোলার দাবি জানাল মন্দির কমিটি। রবিবার নলহাটেশ্বরী মন্দিরে পুজো দিতে আসেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তখন ওই মন্দির কমিটির তরফে শিল্পমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি পেশ করা হয়। মন্দির কমিটির পক্ষে শুভব্রত সিংহ বলেন, “নলাটেশ্বরী মন্দিরের সার্বিক উন্নয়ন ঘটনো সম্ভব হলে জেলার পর্যটন মানচিত্রে নলহাটির আরও শ্রীবৃদ্ধি ঘটবে।” তাঁর দাবি, “এর জন্য মন্দির সংলগ্ন এলাকায় সরকারি ট্যুরিস্ট লজ গড়ে তোলা দরকার। সুলভ শৌচাগার, গাড়ি রাখার জন্য আলাদা পার্কিং জোন, তারাপীঠ থেকে এই মন্দিরে আসার জন্য বাস, উন্নতমানের রাস্তার প্রয়োজন।” |
পার্থবাবু বলেন, “জেলার ৫টি পীঠস্থানের সঙ্গে নলহাটিকে যোগ করে নলাটেশ্বরী মন্দিরের কী ভাবে উন্নয়ন যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে সংশ্লিষ্ট দফতর।” তবে মন্দির কমিটির বাকি দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন শিল্পমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, “পাথর খাদান নিয়ে যে সমস্যা ও অসুবিধা আছে সেগুলি গুরুত্ব সহকারে আদিবাসী মানুষদের বঞ্চিত না করে সমাধান করার চেষ্টা চলছে।” মন্দিরে পুজো দেওয়ার পরে পার্থবাবু বোলপুরে দলের বুথ স্তরের কর্মী প্রশিক্ষণ শিবিরে যোগ দেন। শিল্প প্রসঙ্গে তিনি বলেন, “বীরভূম জেলায় বন্ধ কলকারখানাগুলি যেমন খোলার ব্যাপারে রাজ্য সরকার উদ্যোগী ঠিক তেমনি ফুট পার্ক, মেডিক্যাল হাব, নলেজহাবের মতো শিল্পগুলি করার ক্ষেত্রে উদ্যোগী। কথাবার্তা চলছে।” |