টুকরো খবর
খনিকর্মীকে লক্ষ করে গুলি
কর্মস্থলে যাওয়ার পথে এক খনিকর্মীকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ উঠল আসানসোলে। শুক্রবার রাতে আসানসোল দক্ষিণ থানার থেমোমেন এলাকার ঘটনা। তবে ধর্মদাস মাজি নামে ওই কর্মী জখম হননি। তিনি পুলিশের কাছে অভিযোগে জানিয়েছেন, রাত ১০টা নাগাদ মোটর সাইকেলে চেপে ডিউটিতে যাওয়ার সময়ে থেমোমেন মোড়ের কাছে দুই দুষ্কৃতী মোটর সাইকেলে এসে খুব কাছ থেকে গুলি চালায়। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে যান। পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত শত্রুতার জেরেই এই ঘটনা। তবে ধর্মদাসবাবু সিপিএমের সক্রিয় সদস্য বলে দলের তরফে দাবি করা হয়েছে। ঘটনার সঙ্গে রাজনীতির যোগ আছে কিনা তা খতিয়ে দেখছে নেতারা।

আরপিএফের ‘দুর্ব্যবহার’
আরপিএফের এক আধিকারিক দুর্গাপুর স্টেশনের হকারদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এই অভিযোগে আইএনটিটিইউসি প্রভাবিত একটি হকার সংগঠনের পক্ষ থেকে রবিবার দুর্গাপুর স্টেশনে একটি প্রতিবাদ মিছিল করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর বিক্ষুব্ধরা স্টেশন ছাড়েন। সংগঠনের আসানসোল ডিভিশনের সভাপতি মানসরঞ্জন চট্টোপাধ্যায়ের অভিযোগ, সদ্য কাজে যোগ দেওয়া এক আরপিএফ আধিকারিক এই ঘটনায় যুক্ত। বার বার হকারদের সঙ্গে দুর্ব্যবহার করছেন তিনি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে আরপিএফ সূত্রে খবর।

ছাত্রীর ঝুলন্ত দেহ কাঁকসায়
নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। রবিবার দুপুরে কাঁকসা থানার পানাগড় রেল কলোনির ঘটনা। পুলিশ জানায়, মৃতার নাম পুষ্প রাম (১৪)। এ দিন দুপুর ১টা নাগদ ওই দেহ উদ্ধার করে পুলিশ। দুর্গাপুর মহকুমা হাসপাতালে মৃতদেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান কোনও কারণে মানসিক অবসাদ থেকে ওই কিশোরী গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

টাকা ছিনতাই
ব্যাঙ্ক থেকে টাকা তুলে ফেরার পথে কয়েক হাজার টাকা ছিনতাই করল দুষ্কৃতীরা। হিরাপুরের সাঁতাডাঙা এলাকার বাসিন্দা নিখিল সেন ঘটনার পরে একটি অভিযোগও করেছেন। তিনি জানান, টাকা তুলে এক বন্ধুর সঙ্গে বাইকে বাড়ি ফিরছিলেন তিনি। আচমকা সাঁতাডাঙ্গা এলাকার কাছে দুই দুষ্কৃতী বাইকে এসে তাঁদের পথ আটকায়। মুহূর্তেই টাকার ব্যাগটি নিয়ে পালায় তারা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

দুর্গাপুরে মন্দিরে চুরি
মন্দিরে প্রতিমার গা থেকে গয়না চুরি করে পালাল দুষ্কৃতীরা। শুক্রবার গভীর রাতে কাঁকসা থানার পানাগড়ের রেলপাড় এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে বাসিন্দারা মন্দিরে গিয়ে দেখেন দেবীপ্রতিমার গা থেকে সব গয়না উধাও। পুলিশ এসে চুরি যাওয়া গয়নার একটি তালিকা তৈরি করে। পুলিশের আশ্বাস, দ্রুত দুষ্কৃতীদের ধরার চেষ্টা চলছে।

সাংস্কৃতিক কর্মশালা
একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে আসানসোলে শব্দ ও সঙ্গীত বিষয়ক একটি কর্মশালার আয়োজন করা হল। রবিবার বার্নপুর রোডে একটি ব্যাঙ্কোয়েট হলে শতাধিক ছাত্র-ছাত্রী এই কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষক ছিলেন আচার্য সঞ্জয় চক্রবর্তী। আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও অতিরিক্ত জেলাশাসক জয়ন্ত আইকত এই কর্মশালার প্রশংসা করেন।

আসানসোলে কৃতীদের সংবর্ধনা
—নিজস্ব চিত্র।
তৃণমূল শিক্ষা সেলের তরফে আসানসোলের কৃতী ছাত্রছাত্রী ও গুণীজনদের সংবর্ধনা দেওয়া হল গুজরাটি ভবনে। রবিবারের এই অনুষ্ঠানে মহকুমার ১৪২ জন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেয়র তাপস বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল শিক্ষা সেলের বধর্মান জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক রুদ্র।

প্রয়াত নেতার মূর্তি
বারাবনির প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা মানিক উপাধ্যায়ের মর্মর মূর্তি উন্মোচিত হয়েছে সম্প্রতি। অনুষ্ঠানে হাজির ছিলেন বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় ও কয়েক হাজার দলীয় সদস্য সমর্থক। বছর দেড়েক আগে মারা যান মানিকবাবু। তিনি এলাকায় শ্রমিক নেতা হিসাবেও পরিচিত ছিলেন।

বার্নপুরে কর্মিসভা
তৃণমূলের কর্মিসভা হল বার্নপুরের সম্প্রীতি প্রেক্ষাগৃহে। ২১ জুলাই কলকাতায় দলের সমাবেশকে সফল করার উদ্দেশ্যেই শুক্রবারের এই সভা। ছিলেন আসানসোলের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিভিন্ন এলাকায় গ্রুপ সভা করে সাংগঠনিক শক্তি বাড়ানো হচ্ছে।

কোথায় কী

দুর্গাপুর

গীতা পাঠ। ভিড়িঙ্গী শ্মশানকালী মন্দির। সন্ধ্যা ৭টা। চলবে ২২ জুলাই পর্যন্ত।

নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল । ট্রাঙ্ক রোড। বিকাল সাড়ে ৩টা।

বর্ধমান

২১ তম শ্রাবনী মেলা। উৎসব ময়দান। বিকাল ৪টা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.

W