প্রগতি আয়োজিত বিবেকানন্দ গোল্ড ক্লাব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল সিএলডব্লিউ। আসানসোল স্টেডিয়ামে রবিবার ফাইনালে তারা পূর্ব রেল আসানসোল ডিভিশনাল স্পোর্টস অ্যাসোসিয়েশনকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ে খেলা ছিল গোলশূন্য। এ দিনের সেরা হন বিজয়ী দলের ঈশান দেবনাথ। প্রতিযোগিতার সেরা নির্বাচিত হন ওই দলেরই কুলচাঁদ হেমব্রম। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ গোলকিপার নির্বাচিত হন বিজিত দলের ঈশ্বর প্রধান। এ দিন বিজয়ী ও বিজিতদের হাতে ট্রফি তুলে দেন যথাক্রমে প্রাক্তন ফুটবলার ভাস্কর গঙ্গোপাধ্যায় ও মানস ভট্টাচার্য। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায় ও আসানসোল রামকৃষ্ণ মিশনের স্বামী সুখানন্দ। আয়োজকদের পক্ষে সুবব্রত ভট্টাচার্য জানান, ওই প্রতিযোগিতায় আটটি দল অংশ নিয়েছে।
|
কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে ফুটবলের একটি মুহূর্ত। রবিবার তোলা নিজস্ব চিত্র। |
একটি বেসরকারি সংস্থার উদ্যোগে ও কালনা সুপার সকার ক্লাবের পরিচালনায় রবিবার বিকেলে কালনা অঘোরনাথ পার্ক স্টেডিয়ামে ‘কলকাতা সেলিব্রিটি একাদশ’ বনাম ‘কালনা চেয়ারম্যান একাদশের’ একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেলিব্রিটি একাদশের অভিনেতাদের পাশাপাশি মাঠে নেমেছিলেন প্রাক্তন ফুটবলার সুমিত মুখোপাধ্যায়, তুষার রক্ষিত, বিকাশ পাঁজি, বাসুদেব মণ্ডল, মইদুল ইসলাম প্রমুখ। কালনা চেয়ারম্যান একাদশের হয়ে খেলেন মহকুমার প্রাক্তন খেলোয়াড়েরা। ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়। উদ্যোক্তাদের তরফে জানানো হয়, গ্রাম বাংলায় ফুটবলের প্রচারের উদ্দেশেই এমন উদ্যোগ।
|
অন্ডালে দক্ষিণখণ্ড মাঠে স্মৃতি ফুটবলের একটি মুহূর্ত। রবিবার তোলা নিজস্ব চিত্র। |
দক্ষিণখণ্ড মিলন সঙ্ঘের উদ্যোগে সিনোদ রুইদাস ও আনন্দ রুইদাস স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় এক দিনের ম্যাচে চ্যাম্পিয়ন হল ভিড়িঙ্গি মিলন সঙ্ঘ। রবিবার দক্ষিণখণ্ড মাঠের ফাইনাল ম্যাচে মিলন সঙ্ঘ খান্দরা অ্যাকশন ক্লাবকে ১-০ গোলে হারায়। ফাইনালের সেরা নির্বাচিত হন ভিড়িঙ্গি মিলন সঙ্ঘের অতীন বাউরি।
|
কলকাতা বাস্কেটবল সংস্থার মাঠে আয়োজিত অনূর্ধ্ব ১৯ নকআউট প্রতিযোগিতায় ৬৯-৫৪ পয়েন্টে কলকাতা ছাত্র সমিতিকে হারিয়ে ফাইনালে উঠল বর্ধমান। অন্য দিকে, বর্ধমান সদর বাস্কেটবল সুপার লিগের দুটি ম্যাচে সাউথ বর্ধমান অ্যাথলেটিক ক্লাব শিবাজি-এ দলকে ৬৪-৫৯ পয়েন্টে হারিয়েছে। অন্য ম্যাচে কল্যাণ স্মৃতি সঙ্ঘ এ ৭৪-৪৮ পয়েন্টে সাই প্রশিক্ষণ কেন্দ্রকে হারিয়ে দিয়েছে।
|
দুর্গাপুর মহকুমা সংস্থা আয়োজিত দ্বিতীয় ডিভিশন ফুটবল লিগের প্রথম দিনের খেলায় জয়ী হল রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব। গ্যামন ব্রিজ মাঠের এই খেলায় রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব হস্টেল অ্যাথলেটিক ক্লাবকে ৪-১ গোলে হারায়। দুটি গোল করেন সিন্টু বাউরি । অন্য দিকে, একটি করে গোল করেন রাহুল ও কৈলাস বাউরি। খেলা শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন আশীষ মন্ডল, বিধান মজুমদার, চন্দন পাল এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
|
ইউনাইটেড কনট্রাক্টরস ওয়ার্কার্স ইউনিয়ন আয়োজিত নিমাই অধিকারী ও পরিতোষ ভট্টাচার্য স্মৃতি ফুটবল প্রতিযোগিতার জয়ী হল নবারুণ এসি ক্লাব। শনিবার ট্রাঙ্ক রোড মাঠের ওই খেলায় রবীন্দ্র ভবনকে ৩-০ গোলে হারায় নবারুণ এসি ক্লাব। |