কন্যা সন্তানের জন্ম দেওয়ার ‘অপরাধে’ এক মহিলা ও তাঁর ১০ মাসের শিশুর উপরে অত্যাচারের অভিযোগ উঠল। শুক্রবার উত্তর ২৪ পরগনার বীজপুরের কোনা কলোনির ঘটনা। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতে ওই কলোনির বাসিন্দা নেহা জয়সওয়াল পুলিশের কাছে অভিযোগে জানান, বছর দুই আগে তাঁর সাথে ওই এলাকার বাসিন্দা পেশায় মুদির দোকানি দীপক জয়সওয়ালের বিয়ে হয়। দশ মাস আগে তাঁর মেয়ে হওয়ার পর থেকেই দীপক ও শ্বশুরবাড়ির লোকজন নেহা ও তাঁর মেয়ে শ্রদ্ধার উপর অত্যাচার করছেন। তাঁর দাবি, মাঝে মাঝেই তাঁকে মারধর করা হত। শ্রদ্ধাকেও ঠিক মতো খেতে দেওয়া হত না। অভিযোগ, বিয়ের সময়ে তাঁর বাবার কাছ থেকে কয়েক লক্ষ টাকা পণ নিলেও, বিয়ের পর থেকেই আরও টাকার জন্য তাঁর উপর চাপ দিতেন স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন।
নেহার বাবা, বেলগাছিয়ার বাসিন্দা লক্ষ্মণপ্রসাদ জয়সওয়াল শুক্রবার বীজপুর থানায় জানান, বিবাদ মেটানোর জন্য বীজপুরে নেহার শ্বশুরবাড়ি গিয়েছিলেন তিনি। তাঁর সামনেই দীপক শ্রদ্ধাকে আছাড় মারার চেষ্টা করে। তাঁকেও ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেওয়া হয়। শনিবার বধূ-নির্যাতনের অভিযোগে দীপক ও তার ভাই দীনেশকে গ্রেফতার করেছে বলে পুলিশ সূত্রে খবর। আপাতত, শ্রদ্ধাকে নিয়ে হাওড়ায় বাপের বাড়িতেই রয়েছেন নেহা। |