অবসর ভেঙে আবার সীমিত ওভারের ক্রিকেটে ফেরার ইঙ্গিত দিলেন কেভিন পিটারসেন। ইংল্যান্ডের একত্রিশ বছরের তারকা ব্যাটসম্যান বলেছেন, “আমি তো আগেও বলেছি, সূচি ঠিকঠাক থাকলে আমি আরও তিন থেকে চার বছর সব ধরনের ক্রিকেটই খেলতে চাই।” সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হাতে সময় বেশি নেই। ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার ব্যাপারে ইসিবি কর্তাদের সঙ্গে তাঁর কথা শুরু হয়েছে কি না, জানতে চাওয়া হলে পিটারসেন বলেছেন, “আমার তো তাই মনে হয়।” গত মে মাসে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নেওয়ার আগে পিটারসেন শুধু মাত্র এক দিনের ক্রিকেট ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ইসিবি-র চুক্তি অনুযায়ী কোনও ক্রিকেটার নিজের ইচ্ছামতো ফরম্যাট বেছে নিয়ে খেলতে পারেন না। তাই সীমিত ওভারে ক্রিকেট থেকে অবসরই ঘোষণা করে বসেছিলেন পিটারসেন। তবে গতকাল সারের হয়ে কাউন্টি ডিভিশন চ্যাম্পিয়নশিপে ১৯০ বলে ২৩৪ রান করার পরে পিটারসেন স্পষ্ট ভাবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের খেতাব রক্ষার লড়াইয়ে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাব্য ৩০ জনের নাম প্রকাশের শেষ দিন আগামী বৃহস্পতিবার। ইসিবিকে যা করতে হবে দ্রুত করতে হবে।
|
মরসুম এখনও শুরুই হল না, তার আগেই ইস্টবেঙ্গলে বড় ধাক্কা। দলের দুই ফুটবলার সুশান্ত ম্যাথু এবং জগপ্রীত সিংহ পাঁচ মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। দু’জনই এ দিন যোগ দিয়েছেন অনুশীলনে। সুশান্ত অস্ত্রোপচার করেছিলেন আগেই। এখনও সুস্থ হননি। কিন্তু চার্চিল ব্রাদার্স থেকে বহু টাকা খরচ করে আনা নতুন ফুটবলার জগপ্রীত সিংহেরও চোট! ইস্টবেঙ্গল কোচ ট্রেভর জেমস মর্গ্যান শনিবার বলে দিলেন, “জগপ্রীতের ডান পায়ের হাঁটুতে চোট ছিল। অস্ত্রোপচার করিয়েছে। ওকে ক্রিসমাসের আগে পাওয়া যাবে না। সুশান্তেরও সুস্থ হতে পাঁচ মাস লাগবে।” কিন্তু প্রশ্ন উঠেছে জগপ্রীতের চোটের খোঁজ না নিয়েই তাঁকে কেন নেওয়া হল টিমে। ক্লাব সূত্রের খবর, ইস্টবেঙ্গলের থেকে অগ্রিম নিয়ে চুক্তি করার পরই অস্ত্রোপচার করান সেন্ট্রাল মিডফিল্ডার। চুক্তির সময় চোটের কথা লুকিয়ে যান কর্তাদের কাছে। ইস্টবেঙ্গল কোচ এ দিন বললেন, “সবাই বলছেন আমাদের টিম ব্যালান্সড হয়েছে। কিন্তু টিম ভাল হলেই হবে না ট্রফি পাওয়া দরকার। মরসুমের শুরুর ট্রফিটাই পাওয়া দরকার।”
|
টাকার লোভ নয়, বরং দিদিয়ার দ্রোগবা চিনে খেলতে এসেছেন নতুন চ্যালেঞ্জের খোঁজে। শনিবার সাংহাই বিমানবন্দরে নেমে এমনটাই দাবি করেছেন আইভোরি কোস্ট স্ট্রাইকার। দল বদলের বাজারে সবাইকে চমকে দিয়ে চিনের সুপার লিগের ক্লাব সাংহাই সেংহুয়ার সঙ্গে প্রায় আড়াই বছরের চুক্তি সই করেন দ্রোগবা। চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন চেলসিকে বিদায় জানিয়ে। দ্রোগবার এত বড় সিদ্ধান্তের পিছনে কী কারণ লুকিয়ে আছে, তার ব্যাখা দিতে গিয়ে এ দিন তিনি বলেছেন, “চিন ফুটবলের উন্নতি করতেই আমি এখানে এসেছি। চিন বড় দেশ। আর আমার কাছেও এটা একটা বড় চ্যালেঞ্জ। আমি চাইলে ইউরোপের যে কোনও বড় ক্লাবে খুব সহজেই খেলতে পারতাম। কিন্তু নতুন চ্যালেঞ্জটা উপভোগ করার জন্যই এখানে এসেছি। টাকা কামানোর জন্য নয়।”
|
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেনকে এক হাত নিলেন সুরেশ কলমডী। শুক্রবার দিল্লি আদালত কলমডীকে লন্ডন অলিম্পিকে যাওয়ার অনুমতি দিলেও, মাকেন দাবি করেন, “কলমডীর অলিম্পিকে যাওয়া উচিত নয়।” ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্যের পরেই শনিবার প্রকাশ্যে মাকেনকে আক্রমণ করে কলমডী বলেছেন, “আদালত একটা রায় দিয়েছে। তার বিরুদ্ধে একটা লোক কীভাবে এ ধরণের মন্তব্য করল, বুঝতে পারছি না। আমি অবিলম্বে মাকেনের পদত্যাগ চাইছি। প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব।” মাকেন অবশ্য এ দিনও নিজের মন্তব্যে অনড়। তাঁর সাফ যুক্তি, “সিবিআইয়ের চার্জশিট পাওয়া একটা লোক কী বলছে, তা নিয়ে আমি ভাবছি না। এর কোনও প্রতিক্রিয়াও দেব না। কলমডীর বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ আছে। যত দিন না সেটার নিষ্পত্তি হচ্ছে, ওকে যেতে দেওয়া উচিত নয়।” এ দিকে, ভারতীয় অলিম্পিক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, “আইওএ-র যে প্রতিনিধি দল লন্ডন অলিম্পিকে যাচ্ছে, সেখানে কলমডীর নাম নেই।”
|
ভারতীয় বোর্ডের কাছে অনুমোদন চেয়ে চিঠি লিখলেন ইন্ডোর ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক অপরূপ চক্রবর্তী। ২০০৯ এবং ২০১১-তে ইন্ডোর ক্রিকেট বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়েছেন বাংলার অপরূপ। ইন্ডোর ক্রিকেট যাতে স্বীকৃতি পায় তার জন্য বইও লিখে ফেলেছেন। শনিবার সেই বই ‘দ্য ক্যাপ্টেন স্পিক্স’ প্রকাশ করলেন পূর্বাঞ্চলের বর্তমান জাতীয় নির্বাচক রাজা বেঙ্কট এবং প্রাক্তন নির্বাচক প্রণব রায়। অপরূপ আশা করছেন, তাঁর বইয়ের মাধ্যমে ইন্ডোর ক্রিকেট সম্পর্কে সচেতনতা তৈরি হবে। একই সঙ্গে মনে করিয়ে দিতে চান, “অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশে কিন্তু অনেক আগে থেকেই ইন্ডোর ক্রিকেটকে তাদের বোর্ড স্বীকৃতি দিয়েছে। স্টিভ ওয়, মার্ক ওয় প্রচুর ইন্ডোর ক্রিকেট খেলেছে।”
|
এক বছর আগেও এই সময় ভারত আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বরে ছিল। ১২ মাসে ছবিটা বদলেছে অনেকটা। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হওয়ায় ভারত নেমে এসেছিল চারে। জানুয়ারিতে শেষ টেস্ট খেলে ভারত। এ বার পাকিস্তান ধোনিদের টপকে চারে উঠে আসায় ভারতের র্যাঙ্কিং দাঁড়াল পাঁচ। আজ যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে এক নম্বরে ইংল্যান্ড, দুই অস্ট্রেলিয়া, তিনে দক্ষিণ আফ্রিকা। তবে ইংল্যান্ডকে আসন্ন সিরিজে হারালে একে উঠে আসবে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালের পর এই প্রথম আবার পাঁচে নামল ভারত। |