টুকরো খবর
৫১২টি পেঙ্গুইনের দেহ মিলল ব্রাজিলে
ব্রাজিলের রিও গ্র্যান্ড ডু সুলের সমুদ্রতটে মিলল ৫১২টি পেঙ্গুইনের মৃতদেহ। এতগুলি পাখির মৃত্যুর কারণ নিয়ে রীতিমতো ধন্দে পড়ে গিয়েছেন বিশেষজ্ঞেরা। তাদের দেহে কোনও আঘাত, তেলের চিহ্ন, অপুষ্টি কিংবা ক্লান্তির কোনও ছাপ দেখতে পাওয়া যায়নি। তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ৩০ টি দেহ পরীক্ষাগারে পাঠানো হয়েছে। এক মাসের মধ্যে ওই রিপোর্ট আসবে। তার পরেই এর কারণ জানা সম্ভব বলে জানিয়েছেন ব্রাজিলের সেন্টার অফ কোস্টাল অ্যান্ড মেরিন স্টাডিজ কর্তৃপক্ষ।

বনমহোৎসবে মাতল উত্তরবঙ্গ
শুরু হল বনমহোৎসব। কোচবিহারে হিমাংশুরঞ্জন দেবের তোলা ছবি।
উত্তরবঙ্গ জুড়ে সপ্তাহব্যাপী বনমহোৎসবের শুরু হল শনিবার। বন দফতরের আধিকারিক-কর্মীদের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় এ দিনের অনুষ্ঠানে কোথাও পড়ুয়া কোথাও বা মন্ত্রীরা পদযাত্রায় পা মেলালেন। গাছ লাগানো থেকে বাসিন্দাদের সচেতন করতে ‘ট্যাবলো’ সাজিয়ে শোভাযাত্রাও হল বেশ কয়েক জায়গায়। শহর ঘুরল সেই মিছিল। বিভিন্ন জায়গায় উৎসাহী বাসিন্দাদের চারাও বিলি করা হয়। আগামী ২০ জুলাই পর্যন্ত চলবে এই উৎসব। গাছ লাগানো এবং পরিবেশ নিয়ে বাসিন্দাদের সচেতন করতে এ দিন শিলিগুড়ির চিলড্রেন পার্ক থেকে ‘ট্যাবলো’ বার করা হয়। পতাকা নেড়ে তার সূচনা করেন শিলিগুড়ির বিধায়ক তথা শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রুদ্রনাথ ভট্টাচার্য। এ দিন জলপাইগুড়িতে সপ্তাহব্যাপী উৎসবের সূচনা করেন রাজ্য বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান খগেশ্বর রায়। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ধনতলা স্কুলে এ দিন বনমহোৎসবের সূচনা করেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী আব্দুল করিম চৌধুরী। স্কুলের পড়ুয়াদের সঙ্গে পা মিলিয়ে শোভা যাত্রায় তিনি অংশও নেন। মালদহে কোতোয়ালিতে গাছ লাগিয়ে উৎসবের সূচনা করেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। বালুরঘাটের বিএম হাইস্কুলে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন কারামন্ত্রী শঙ্কর চক্রবর্তী।

সর্পদষ্টের দেহ নিয়ে রাতভর ঝাড়ফুঁক
সাপের ছোবলে মৃত যুবককে বাঁচিয়ে তুলতে দু দিন ধরে দেহ বাড়িতে ওঝাকে দিয়ে ঝাড়ফুঁক করানো হচ্ছিল। মৃতদেহে পচন ধরায় দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা হইচই বাঁধালে শেষ পর্যন্ত দেহটি কবর দেওয়া হয়। শনিবার সকালে মাদারিহাট থানার মুজনাই চা বাগানের ঘটনা। বাসিন্দারা জানান, বৃহস্পতিবার বাড়ি ফেরার পথে বিষাক্ত সাপ ছোবল মারে বাগানের ভাঙাবাড়ি ডিভিশনের যুবক দিবস চিকবরাইক (২২)-কে। বাড়িতে গিয়ে অসুস্থ বোধ করায় তাঁকে মাদারিহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যায় সে। তবে মৃতদেহ দাহ না-করে তাঁর পরিবারের লোকজন গভীর রাতে ওঝা ডেকে ঝাড়ফুঁক শুরু করেন। শনিবার ভোরে ওঝা পালিয়ে যান। ততক্ষণে দেহে পচন ধরেছে। শনিবার সকালে তাঁর প্রতিবেশীরা বুঝিয়ে সুঝিয়ে দেহটি কবর দেওয়ার ব্যবস্থা করেন।

পলিব্যাগ নিষিদ্ধ
আগামী মাস থেকে থেকে মালদহ শহরে পলিব্যাগ নিষিদ্ধ হচ্ছে। শনিবার থেকেই ইংরেজবাজার পুরসভায় প্রচার শুরু হয়েছে। পুর-চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, “১৬ জুন পুরসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে মালদহ শহরে পলিব্যাগ নিষিদ্ধ করা হবে। প্রচার করা হয়েছে। ১ অগস্ট থেকেই এই নিয়ম কার্যকর হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.