রাস্তায় ফুটবল, পুলিশের ‘মার’
নিজস্ব সংবাদদাতা |
রাস্তায় ফুটবল খেলাকে কেন্দ্র করে কয়েক জন কিশোরকে এক পুলিশকর্মী লাঠি দিয়ে মেরেছেন বলে অভিযোগ উঠল। কড়েয়া এলাকায় শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটে। ওই কিশোরদের অভিযোগ, রাস্তায় খেলতে গেলে এক পুলিশকর্মী তাদের বাধা দেন। কারণ জানতে চাইলে তাদের লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। কয়েক জনের আঘাত লাগে। স্থানীয় থানায় এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
মৌলালি যুব কেন্দ্র ঢেলে সাজছে সরকার। এর সঙ্গে রাজ্যের আরও ২৩টি যুব কেন্দ্র সংস্কারের কাজও শুরু হয়েছে। যুব কল্যাণ দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অরূপ বিশ্বাস শুক্রবার মহাকরণে বলেন, “এত দিন শুধু বামপন্থী সংগঠনগুলির সভা-সমাবেশ হত সেখানে (মৌলালি যুব কেন্দ্রে)। কম্পিউটার সেন্টার, ভোকেশনাল সেন্টার বেসরকারি হাতে দিয়ে ব্যবসা চালানো হচ্ছিল। সব খালি করানো হয়েছে।” তিনি জানান, ক্যান্টিনের সম্পূর্ণ মালিকানা সরকারের হাতে এসেছে কলকাতা হাইকোর্টের রায়ে। ইতিমধ্যে পূর্ত দফতরের সহযোগিতায় আন্তর্জাতিক মানের প্রেক্ষাগৃহ তৈরির কাজ শুরু হয়েছে। ছাত্রছাত্রীদের জন্য সেখানে ২৫০ শয্যা, দশম থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত পাঠ্যপুস্তক, ইন্টারনেট-সহ কম্পিউটার রাখা হচ্ছে। |
ফুলবাগানের নিখোঁজ শিশু উদ্ধার বিহারে |
ফুলবাগান থেকে নিখোঁজ শিশুর খোঁজ মিলল বিহারে। পুলিশ জানায়, বছর আটেকের শিশুটির নাম তপননারায়ণ ঝা। শুক্রবার সকাল থেকে নিখোঁজ ছিল সে। ওই দিন দুপুরে তার বাবা তারকেশ্বর ঝা পুলিশ নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ সূত্রের খবর, শনিবার সকালে বিহারের মধুবনী থেকে একটি ফোন আসে তারকেশ্বরের কাছে। তাতেই শিশুটি সম্পর্কে খোঁজ মেলে। |