টুকরো খবর |
হাল্কা বাইকের বাজার এ বার ধরতে চায় হোন্ডা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
কম দামি ও হাল্কা মোটরসাইকেলের বাজার ধরতে এ বার আসরে নামল হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (এইচএমএসআই)। সম্প্রতি ১১০ সিসি-র ‘ড্রিম যুগ’ মোটারসাইকেলটি বাজারে এনেছে সংস্থা। ভবিষ্যতে এ ধরনের আরও মোটরসাইকেল আনার পরিকল্পনা রয়েছে তাদের। উল্লেখ্য, সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া-ও তাদের প্রথম হাল্কা (১১২সিসি) মোটরসাইকেল ‘হায়াতে’ বাজারে এনেছে। এইচএমএসআই-এর ভাইস প্রেসিডেন্ট (বিপণন) ওয়াই এস গুলেরিয়া জানান, চলতি অর্থবর্ষে তাঁরা তিন লক্ষ ‘ড্রিম যুগ’ বিক্রির লক্ষ্যমাত্রা নিয়েছেন। সব মিলিয়ে ২৭.৫ লক্ষ মোটরসাইকেল ও স্কুটার বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে তাঁদের। মানেসর ও তাপুকারার কারখানার পরে এ বার বেঙ্গালুরুতেও কারখানা তৈরি করছে সংস্থা, যা আগামী বছরের মাঝামাঝি চালু হবে। নয়া কারখানা ও বিপণন কেন্দ্র মিলিয়ে এ বছরে সংস্থা লগ্নি করবে আরও ১৫০০ কোটি টাকা। অন্য দিকে, ১২৫ সিসি-র নতুন ডিসকভার ১২৫এসটি মোটরসাইকেল এনেছে বজাজ অটো। এটির হাত ধরে সংশ্লিষ্ট বাজারে নিজেদের অংশীদারি বাড়ানোই সংস্থার লক্ষ্য। কম দামি ও হাল্কা মোটরসাইকেলের বাজার ধরতে যখন অন্যরা সচেষ্ট, তখন নতুন প্রযুক্তি নিয়ে ভারী ও মাঝারি ধরনের মোটরসাইকেলের বাজার ধরার দিকেই ঝাঁপাচ্ছে সংস্থা। অক্টোবরের পরে আরও দুটি নতুন মোটরসাইকেল বাজারে আনার কথা জানালেও বিশদে কিছু বলতে চাননি সংস্থাটির প্রেসিডেন্ট (টু হুইলার) কে শ্রীনিবাস। তাঁর দাবি, নতুন ডিসকভার মোটরসাইকেলটি যেমন জ্বালানি সাশ্রয়কারী তেমন শক্তিশালীও।
|
ইয়াহুর সঙ্গে নতুন চুক্তি
সংবাদসংস্থা • নিউ ইয়র্ক |
বিজ্ঞাপন এবং বিপণনের জন্য ইয়াহুর সঙ্গে নতুন চুক্তি করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক। পাশাপাশি, আদালতের বাইরেই নিজেদের মধ্যে চলা পেটেন্ট সংক্রান্ত মামলার নিষ্পত্তির কথা ঘোষণা করেছে দুই সংস্থা। এই চুক্তির মাধ্যমে দুই সংস্থাই একে অপরের গ্রাহকদের কাছে উন্নত বিপণন ও বিজ্ঞাপন পরিষেবা দিতে পারবে বলে তাদের দাবি। পাশাপাশি, বিজ্ঞাপন টানতে প্রতি বছর অনুষ্ঠানেরও আয়োজন করবে তারা। পাশাপাশি, ইয়াহুর বিভিন্ন লেখা ও পরিষেবা ব্যবহার করার সুযোগ পাবেন ফেসবুক ব্যবহারকারীরা। উল্লেখ্য গত মার্চেই ফেসবুকের বিরুদ্ধে ১০টি পেটেন্ট নকলের অভিযোগ এনেছিল সার্চ ইঞ্জিন সংস্থা ইয়াহু। যার জবাবে ফেসবুকও একই অভিযোগ আনে ইয়াহুর বিরুদ্ধে। এ দিন সেই মামলার নিষ্পত্তিও আদালতের বাইরেই করেছে বলে জানিয়েছে তারা।
|
অনমোবাইল নিয়ে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মোবাইলের দামি পরিষেবা প্রদানকারী সংস্থা অনমোবাইলে কোনও আর্থিক কেলেঙ্কারি হয়েছে কিনা, তা খতিয়ে দেখবে কেন্দ্র। সম্প্রতি এ কথা জানান কোম্পানি বিষয়ক মন্ত্রী বীরাপ্পা মইলি। প্রসঙ্গত, আর্থিক উপদেষ্টা সংস্থা কেপিএমজি এবং আইনজীবীদের করা হিসাবে অনমোবাইলে অনেক ক্ষেত্রেই গোলমাল পাওয়া গিয়েছে বলে অভিযোগ। তার জেরে সোমবারই সংস্থার এমডি এবং সিইও পদ থেকে ইস্তফা দিয়েছেন অরবিন্দ রাও। এই পরিপ্রেক্ষিতেই আর্থিক অনিয়মের বিষয়টি খতিয়ে দেখবে মন্ত্রক।
|
লজিসটিক্স হাব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রানিগঞ্জে দু’ নম্বর জাতীয় সড়কের পাশে তৈরি হচ্ছে ‘লজিসটিক্স হাব’। কলকাতার সংস্থা বেঙ্গল সৃষ্টি ৯০ কোটি টাকা বিনিয়োগে এই পরিকাঠামো তৈরি করছে। ২৪ একর জমিতে ট্রাক রাখার জায়গার পাশাপাশি থাকবে হোটেল, মাল্টিপ্লেক্স ও অফিস। সংস্থার প্রধান সুনীল ঝা জানান, এক সঙ্গে ১২৫টি ট্রাক রাখা যাবে। এ ছাড়াও প্রায় দেড় লক্ষ বর্গ ফুট জুড়ে তৈরি হবে গুদাম। সংস্থার দাবি, আগামী দু’বছরের মধ্যে লজিসটিক্স পার্ক চালু হয়ে যাবে।
|
আয়কর নিয়ে |
নাগরিকরা যাতে নিজের থেকেই কর দিতে উৎসাহী হন, সে জন্য পরিকল্পনা জরুরি। সম্প্রতি আয়কর নিয়ে এক অনুষ্ঠানের পরে এ কথা জানান কলকাতা হাইকোর্টের বিচারপতি কল্যাণজ্যোতি সেনগুপ্ত। তিনি বলেন, “কর দিয়ে নাগরিকেরা কী ভাবে উপকৃত হন, তা বোঝাতে পারলে এ ক্ষেত্রে আগ্রহ বাড়বে।” এ নিয়ে সচেতনতা বাড়াতে সরকার উদ্যোগী হলে ভাল ফল পাওয়া যাবে বলে ধারণা।” ওই অনুষ্ঠানে নারায়ণ জৈন এবং দিলীপ লয়ালকার লেখা ‘হাউ টু হ্যান্ডল ইনকাম ট্যাক্স প্রবলেমস’ শীর্ষক একটি বইয়ের উদ্বোধন করেন কল্যাণবাবু ও মুম্বই হাইকোর্টের প্রাক্তন বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায়।
|
নয়া নোটবুক |
বাজারে নতুন ‘নোটবুক’ ছাড়ল এইচ পি। এই তথ্যপ্রযুক্তি সংস্থা গত তিন মাস ধরে প্রায় ১৫% বাজার দখলে রেখেছে। এইচপি ইন্ডিয়ার বিপণন প্রধান রঞ্জীবজিৎ সিংহ জানান ব্যবসার প্রায় ১৬% পূর্বাঞ্চল থেকে আসে। এর মধ্যে এ রাজ্যের ভাগ ৭.৬%। নতুন নোটবুক আনায় তা আরও বাড়বে বলে তাঁর ধারণা।
|
মোবাইলে সুবিধা |
মোবাইল গ্রাহকদের জন্য নয়া প্রকল্প আনল এমটিএস। এ ক্ষেত্রে এস এম এস-সহ স্থানীয়, অন্যান্য শহরে ও বিদেশে মিনিটে ফোন এবং প্রতি এমবি ইন্টারনেট ব্যবহারে খরচ হবে ৩০ পয়সা। পাশাপাশি, রোমিং-এর ক্ষেত্রেও ফোন করা বা ধরা যাবে ওই একই হারে। ৫০ থেকে ১০০ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।
|
বাজারে নতুন |
বাজারে নতুন ল্যামিনেট-এর সম্ভার ‘কালার্স অফ হোপ’ আনল সেঞ্চুরি প্লাই। এই সম্ভারে ৪৫০টি আধুনিক নক্শার, ৩০টি গুণমানের প্লাই পাওয়া যাবে। এ ছাড়া রয়েছে ৭৬টি সাধারণ রঙের প্লাই-ও।
|
অ্যান্ড্রয়েড ফোন |
বাজারে নতুন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ফোন আনল আর কে মোবাইল। কলকাতার সংস্থাটি জানিয়েছে, তাদের এই ‘প্লডিট’ ব্র্যান্ডের মধ্যে রয়েছে পি১০, পি২৫, পি২৬-সহ বেশ কয়েকটি মডেলের মোবাইল। দাম শুরু ৫,৪৯৯ টাকা থেকে। |
|