সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।
সপ্তম শ্রেণি |
শুভজিৎ সিংহ। নবম শ্রেণি,
সোনারপুর বিদ্যাপীঠ |
|
অর্ক মণ্ডল। নবম শ্রেণি,
কেন্দ্রীয় বিদ্যালয়, আই আই টি খড়্গপুর |
গায়ত্রী মিশ্র। অষ্টম শ্রেণি,
ইছাপুর গার্লস হাইস্কুল |
অরিজিৎ মুখোপাধ্যায়। সপ্তম শ্রেণি,
রহড়া কল্যাণনগর বিদ্যাপীঠ |
|
সম্বুদ্ধ ভট্টাচার্য। নবম শ্রেণি,
ভাটপাড়া অমরকৃষ্ণ পাঠশালা |
মিনহাজ্ উদ্দিন। অষ্টম শ্রেণি,
রহড়া কল্যাণনগর বিদ্যাপীঠ |
শুভদীপ মুখোপাধ্যায়। সপ্তম শ্রেণি,
সারদা বিদ্যাপীঠ, সোনারপুর |
|
জিনিয়াস জিন্দাবাদ
সুপারম্যান, স্পাইডারম্যান অনেক হল, এ বার একটু নতুন কিছু হলে কেমন হয়? যেমন ধরো
ম্যাজিকবয় বা ম্যাজিকগার্ল। আর সেটা যদি হও তুমি নিজে, তা হলে? তোমার হাতে পৃথিবীর সব
পাওয়ার, যা ইচ্ছে করতে পারো। সেই পাওয়ার খাটিয়ে, আগামী ১৫ অগস্ট তুমি দেশের ভাল-র
জন্যে কী কী করবে, মজা করে লিখে পাঠাও। মানে এমন কিছু, যা অন্য কেউ
আজ অবধি ভাবেইনি। পাঠিয়ে দাও ১১ অগস্টের মধ্যে।
অগস্টের জিনিয়াস জিন্দাবাদ,
রবিবারের আনন্দমেলা,
আনন্দবাজার পত্রিকা,
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট,
কলকাতা ৭০০০০১ |
|