প্রয়াত হলেন বিখ্যাত কুস্তিগির, অভিনেতা ও প্রাক্তন সাংসদ দারা সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। দীর্ঘ দিনের বার্ধক্য জনিত রোগ ভোগের পর আজ সকাল ৭:৩০ নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর জীবনাবসান হয়। রমানন্দ সাগরের কালজয়ী ধারাবাহিক ‘রামায়ণ’-এ হনুমানের ভূমিকায় তাঁর অভিনয় তাঁকে চিরস্মরণীয় স্থান করে দিয়েছে দর্শকের মনে। বিভিন্ন চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই বিখ্যাত কুস্তিগির। তাঁর অভিনিত শেষ ছবি ‘যব উই মেট’। দারা সিংহের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা দেশের বিভিন্ন মহল।
|
হাওড়ার সালকিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত হয়েছে একটি রবারের কারখানা। ভোর ৫:৩০ নাগাদ ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৫টি ইঞ্জিন। দমকলের ৪ ঘন্টার চেষ্টায় আপাতত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সর্ট সার্কিট থেকেই এই আগুন লাগে বলে অনুমান দমকল কর্মীদের।
|
অল্পের জন্য প্রাণ বাঁচল অমরনাথ যাত্রীদের। বানিহালের কাছে জাতীয় সড়কে মিলল বিস্ফোরক
|
স্কুলের ছাদের চাঙর ভেঙে আহত ৬ ছাত্র |
ক্লাস চলাকালীন ছাদের চাঙর ভেঙে গুরুতর আহত হয়েছে ৬ স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হিন্দি হাইস্কুলে। আহত ছাত্রদের শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুল বাড়িটির বিভিন্ন অংশ জীর্ণ। তাই এই ঘটনার পর আতঙ্কিত স্কুলের ছাত্ররা।
|