টুকরো খবর
খুনের অভিযোগে গ্রেফতার ৪
এক সমবায় সমিতির সম্পাদককে হত্যার অভিযোগে ওই সমিতিরই চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। নবদ্বীপের ফকিরডাঙা ঘোলাপাড়া পঞ্চায়েতের জিজিরাপাড়ায় এই ঘটনা ঘটেছে। বলরাম মণ্ডল (৪৫) নামে ফকিরডাঙা উইভার্স কো অপারেটিভ সোসাইটি লিমিটেডের সম্পাদক ২৮ জুন নিখোঁজ হয়ে যান। ৩০ জুন সকালে মানিকনগরের কাছে গঙ্গায় তাঁর দেহ ভেসে ওঠে। তারপরে বলরামবাবুর দাদা ব্রজেন মণ্ডল মোট আট জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। রবিবার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। বাকি চারজন এখনও পলাতক। ব্রজেনবাবু বলেন, “ভাই নিজে তাঁত বুনত। যে সমবায় সমিতির সম্পাদক ছিল, সেটিতে দীর্ঘদিন ধরে বেআইনি কাজকর্ম চলছিল। ভাই সে সবরে বিরুদ্ধে মুখ খোলায় তাকে খুন করা হয়েছে।” তিনি জানান, ঘটানর আগের দিন রাতে সমবায় সমিতির একটি বৈঠকে বাদানুবাদ হয়েছিল। পরের দিন আবার বৈঠক হওয়ার কথা ছিল। তিনি বলেন, “দুপুরে পরেশ রায় নামে এক সদস্য আমাদের বাড়ি আসেন। ভাই তাঁর সঙ্গে অনেকক্ষণ কথা বলে। পরেশ চলে যাওয়ার পরে ভাইও বেরিয়ে যায়। আর ফেরেনি।” সোমবার ধৃতদের নবদ্বীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তোলা হলে বিচারক তাঁদের ১৩ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। সরকারি কৌঁসুলি নবেন্দু মণ্ডল বলেন, “ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২, ১২০বি, এবং ২০১ ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁরা সকলেই একটি সমবায় সমিতির সঙ্গে যুক্ত।”

অপহরণের অভিযোগ
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তরুণী। তাই বিয়ের জন্য ‘বাধ্য’ করতে ওই তরুণীর ভাইকে অপহরণ করেছে শশধর বিশ্বাস নামে ওই যুবক। সোমবার রাঘবপুরের বাসিন্দা বিউটি বিশ্বাস পুলিশের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। রানাঘাটের রামপুরের বাসিন্দা বিউটির অভিযোগ, “দীর্ঘদিন ধরে শশধর আমাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। ও বিবাহিত। প্রতিবারই আমি ওকে ফিরিয়ে দিয়েছি।” বিউটির ভাই তাপস বিশ্বাস স্থানীয় ফুলিয়া শিক্ষা নিকেতনের অষ্টম শ্রেণির ছাত্র। রবিবার সকালে সে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল। আর ফেরেনি। বিউটির অভিযোগ, “ওই রাতেই আমাকে ফোন করে শশদর। বলে আমি ওকে বিয়ে করলে ও আমার ভাইকে ছেড়ে দেবে। আমাকে ওর সঙ্গে দেখা করতে বলে।” পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর সাতেক আগে বিউটির বিয়ে হয়। তবে বছর খানেক আগে সে বাপের বাড়িতে ফিরে আসে। একটি ওষুধের দোকানে কাজও করেন তিনি। রানাঘাটের এসডিপিও আজহার এ তৌসিফ বলেন, “অভিযোগ পাওয়া পরে আমরা ওই ছেলেটির বাড়িতে যাই। তবে সে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।”

মহিলার মৃত্যু, খুনের নালিশ
অস্বাভাবিক মৃত্যু হয়েছে শালেহার বিবি (৫৫) নামে এক মহিলার। তাঁর বাড়ি রেজিনগরের কাশীপুর গ্রামে। পুুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পড়শিদের সঙ্গে একটি জমি নিয়ে বচসা হয় শালেহারের। ওই জমি নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রামে বিবাদ চলছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রাতে শালেহার বাড়িতে চলে যান। সোমবার সকালে বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতার এক ভাই পুলিশের কাছে ৭ জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। তবে পুলিশ জানিয়েছে, অভিযুক্তেরা সকলেই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলানো হচ্ছে। এ দিন মৃতদেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

ব্যাহত জল সরবরাহ
জলাধারে ফাটল ধরায় ব্যাহত পানীয় জল সরবরাহ। গত এক সপ্তাহ ধরে বেলডাঙা পুরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডে জল কার্যত পড়ছেই না বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। পুরপ্রধান কংগ্রেসের অনুপমা সরকার বলেন, “কী ভাবে ওই জলাধারে ফাটল ধরল তা খতিয়ে দেখা হচ্ছে। সমস্যা মিটিয়ে যত দ্রুত সম্ভব পানীয় জল সরবরাহ স্বাভাবিক করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে।”

‘হামলা’, ধৃত যুবক
টিকিট কাউন্টারে যাত্রীদের উপরে হামলা চালানোর অভিযোগে বাদল ভদ্র নামে এক যুবককে গ্রেফতার করেছে কৃষ্ণনগর জিআরপি। ধৃতের বাড়ি ঘোড়াপট্টিতে। রেল পুলিশ সূত্রে জানানো হয়েছে, রবিবার দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার জন্য সারারাতই যাত্রীদের লাইন ছিল। রবিবার আচমকা ওই যাত্রীদের উপরে হামলা চালায় বাদল।

ফরাক্কায় মিলল যুবকের দেহ

এক যুবকের মৃতদেহ উদ্ধার করল পুলিশ। মৃতের নাম সমরেশ শেখ (২৬)। বাড়ি ফরাক্কার ঘোরাইপাড়ায়। রবিবার ফরাক্কার তিলডাঙায় নতুন সাঁকোর নিচে মৃতদেহটি মেলে। পুলিশ সূত্রে খবর, শনিবার এক বন্ধুর মোটরবাইক নিয়ে তিলডাঙায় যাবেন বলে ওই যুবক বাড়ি থেকে বেরোন। তারপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি। রবিবার সন্ধ্যায় সাঁকোর নিচে তার দেহ মেলে। সেখানেই মোটরবাইকটিও। পুলিশ জানিয়েছে, তদন্ত হচ্ছে।

দুর্ঘটনায় মৃত্যু

মোটরবাইকের সঙ্গে একটি যন্ত্রচালিত ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে মেহেবুব মণ্ডল (৭) নামে এক বালকের। সোমবার দুর্ঘটনাটি ঘটে ডোমকল-ভগীরথপুর রাজ্য সড়কে। মেহেবুবের বাড়ি হরিহরপাড়ার কালুদেয়াড়ে। বাইকের চালক-সহ আরও দু’জনকে ডোমকল মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

বোমা-সহ ধৃত

দশটি বোমা-সহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম মোর্তাজা শেখ। রবিবার রাতে ডোমকলের মেহেদিপাড়া গ্রামে মোর্তাজার বাড়ি থেকে ওই বোমাগুলি উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে।

জলে ডুবে মৃত্যু

জলে ডুবে মৃত্যু হয়েছে ছ’বছরের বিশাল মণ্ডলের। সোমবার সুতির লোকাইপুরের ঘটনা। বাড়ির সামনে খেলছিল বিশাল। পাশের জলাশয়ে পড়ে গিয়ে সেখানেই মারা যায় সে। পরে মৃতদেহ উদ্ধার করা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.