পিঙ্কি প্রামাণিকের ক্রোমোজোম পরীক্ষা (কেরিওটাইপিং টেস্ট) রিপোর্ট সোমবার এসএসকেএম হাসপাতাল-কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছাল। আজ, মঙ্গলবার তা বারাসত আদালতে জমা পড়ার কথা। আগে এসএসকেএমে শারীরিক পরীক্ষার পরে চিকিৎসকেরা জানিয়েছিলেন, ক্রোমোজোমের নিরিখে পিঙ্কির ‘পুরুষ’ হওয়ার সম্ভাবনাই বেশি। কেরিওটাইপিং টেস্টে সেটাই ‘অনেকটা প্রমাণিত’ হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের দাবি।
তবে চূড়ান্ত রায় কী হয়, সেটাই এখন দেখার। পাশাপাশি পিঙ্কির ক্রোমোজোম পরীক্ষা ঠিক কোথায় হল, তা নিয়েও বিস্তর ধোঁয়াশা তৈরি হয়েছে। প্রথমে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে এই পরীক্ষার সরকারি পরিকাঠামো না-থাকায় হায়দরাবাদ বা মুম্বইয়ে নমুনা পাঠিয়ে তা করিয়ে আনা হবে। আবার গত শনিবার রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা সুশান্ত বন্দ্যোপাধ্যায় জানান, পিঙ্কির কেরিওটাইপিং টেস্ট হচ্ছে কলকাতারই এক বেসরকারি হাসপাতালে। আর এ দিন রিপোর্ট আসার পরে এসএসকেএমের সুপার তমালকান্তি ঘোষ বলেন, “বেসরকারি নয়, কলকাতার এক সরকারি হাসপাতালেই পরীক্ষা হয়েছে। কারণ কোর্টে সরকারি জায়গার রিপোর্টই গ্রাহ্য হয়।” কিন্তু স্বাস্থ্য দফতর তো ক’দিন আগেই জানিয়েছিল যে, পশ্চিমবঙ্গের কোনও সরকারি প্রতিষ্ঠানে ক্রোমোজোম পরীক্ষা সম্ভব নয়! তা হলে রাতারাতি কী ভাবে সেই পরিকাঠামো তৈরি হয়? হলে সেটা কতটা বিশ্বাসযোগ্য? তা ছাড়া এ নিয়ে এত পরস্পর-বিরোধী বক্তব্য কেন?
স্বাস্থ্য-কর্তাদের কাছে এর সদুত্তর মেলেনি। এ দিকে পিঙ্কির মা-বাবার বিরুদ্ধে দাখিল করা অভিযোগ নিয়েও আজ মামলা উঠছে বারাসত আদালতে। সোনাজয়ী প্রাক্তন মহিলা অ্যাথলিট পিঙ্কি প্রামাণিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন যে মহিলা, সেই অনামিকা আচার্য পিঙ্কির বাবা দুর্গাচরণ প্রামাণিক ও মা পুষ্পদেবীকেও মামলায় জড়িয়েছেন। ফলে দু’জনকেই গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে।
এবং ‘সোনার মেয়ের’ পরিবারের এ হেন ‘হেনস্থার’ প্রতিবাদে কুন্তলা ঘোষদস্তিদার, শান্তি মল্লিক-সহ রাজ্যের কয়েকশো মহিলা অ্যাথলিট আজ দুপুরে বারাসত কোর্টের সামনে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভ করবেন বলে তাঁদের তরফে জানানো হয়েছে। জেলবন্দি পিঙ্কিকে দ্রুত জামিন মঞ্জুরের দাবিও তুলবেন তাঁরা। দমদম সেন্ট্রাল জেলে এ দিন পিঙ্কির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁর কয়েক জন সতীর্থ। তাঁদের এক জন প্রাক্তন সাইক্লিস্ট লিন্সি বিশ্বাসের কথায়, “আমাদের বন্ধুত্ব বহু দিনের। এমন চুপচাপ ওকে কখনও দেখিনি। মানসিক ভাবেও ভেঙে পড়েছে। বলল, আমি তো সমাজবিরোধী নই! তা হলে কেন এত অপমান?” |
পিঙ্কির মুক্তি চেয়ে পড়শিদের পথ অবরোধ বাগুইআটিতে। সোমবার। —নিজস্ব চিত্র |
পিঙ্কি-কাণ্ডের রেশ নেমে এসেছে রাস্তাতেও। শারীরিক পরীক্ষার নামে পিঙ্কি প্রামাণিককে ‘হেনস্থা’র প্রতিবাদে এ দিন দুপুরে বাগুইআটি মোড় অবরোধ করে ফরওয়ার্ড ব্লক। পুলিশ জানায়, বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত দলের ষাট-সত্তর জন কর্মী-সমর্থক অবরোধ চালান। ব্যস্ত সময়ে ভিআইপি রোডের মতো গুরুত্বপূর্ণ পথ আটকে যাওয়ায় ব্যাপক যানজট হয়। যদিও কাউকে গ্রেফতার করা হয়নি।
ফরওয়ার্ড ব্লকের ‘অগ্রগামী মহিলা সমিতি’র সভানেত্রী অপরাজিতা গোপ্পীর অভিযোগ, “পিঙ্কির উপরে যা চলছে, তা মানবাধিকার লঙ্ঘন ছাড়া আর কিছু নয়।” এ বিষয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চাইছেন। ওই দাবি সংক্রান্ত স্মারকলিপি দিতে এ দিন মহাকরণেও গিয়েছিলেন সংগঠনের প্রতিনিধিরা। কিন্তু তাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি বলে প্রতিনিধিদলের তরফে অভিযোগ করেছেন ফরওয়ার্ড ব্লকের দুই প্রাক্তন বিধায়ক বীথিকা মণ্ডল ও ডলি রায়। |