বিশ্বভারতীর অভিযোগে গ্রেফতার নির্যাতিত ছাত্রীর বাবা-মা |
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অভিযোগের ভিত্তিতে ‘করবী’ ছাত্রী নিবাসে ‘নির্যাতিত’ ছাত্রীর বাবা-মা কে গ্রেফতার করল পুলিশ। এ দিন অভিযুক্ত ওয়ার্ডেন উমা পোদ্দার থানায় গিয়ে আত্মসমর্পণ করার পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ছাত্রীর বাবা-মা নিঃশর্তে ও ওয়ার্ডেন উমা পোদ্দার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন। আজ ওয়ার্ডেনকে আদালতে তোলা হলে বিচারক মন্তব্য করেন-এই ধরণের ঘটনা জঘন্য ও নিন্দনীয়। ছাত্রীর চিকিত্সার জন্য সমস্ত খরচ বহন করতে হবে বিশ্বভারতীকে এবং যাবতীয় খরচ ওয়ার্ডেনের মাইনে থেকে কাটারও রায় দিয়েছেন তিনি। কলকাতার আইনজীবীরা কলকাতা হাইকোর্টে এই নিয়ে জনস্বার্থ মামলা করেছে। পুলিশের ভূমিকারও সমালোচনা করেছেন বিচারক। তবে বিশৃঙ্খলতা ও পরিবেশ ‘নষ্ট’ করার অভিযোগে ছাত্রীর বাবা-মায়ের গ্রেফতার হওয়াকে ভাল চোখে দেখছেন না কেউই। মনে করা হচ্ছে মূল বিষয় থেকে মনোযোগ সরানোর জন্যই এই ঘটনা। ইতিমধ্যে ঘটনার কারণ জানতে চেয়ে এনসিপিআর নোটিস পাঠিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষকে।
|
সুটিয়া শিক্ষক খুন কাণ্ডে গ্রেফতার আরও ৫ |
গত বৃহস্পতিবার সুটিয়া গণধর্ষণ মামলার প্রধান সাক্ষী বরুণ বিশ্বাসকে খুনের ঘটনায় আজ আরও ৫ জনকে গ্রেফতার করেছে গাইঘাটা থানার পুলিশ। ধৃত পাঁচ জনের মধ্যে রয়েছে নহাটা কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ক্রীড়া সম্পাদক দেবাশিস সরকারের নাম। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন সুমন্ত দেবনাথ নামে এক ব্যক্তি বরুণবাবুকে লক্ষ্য করে গুলি চালায়। এই নিয়ে এখনও পর্যন্ত মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
দুবরাজপুরে আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ |
গতকাল রাতে বীরভূমের দুবরাজপুরে এক আদিবাসী মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় ৩ যুবকের বিরুদ্ধে। চিকিত্সার জন্য মহিলাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার নিয়ে কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
|
কংগ্রেস ও বাম বিধায়কদের সঙ্গে বৈঠকে প্রণব |
আজ সকালে ইউপিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রণব মুখোপাধ্যায় কংগ্রেস ও বাম বিধায়কদের সঙ্গে প্রচার ও সৌজন্য সাক্ষাতের জন্য বিধানসভায় এসেছিলেন। তিনি বিধানসভা পৌঁছানোর পর তাঁকে পুষ্পস্তবক ও অশোকচক্র দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, সিপিআইএম-সহ ফরওয়ার্ড ব্লকের বিধায়করা। বাম বিধায়কদের সঙ্গে বৈঠক শেষে কংগ্রেস বিধায়কদের সঙ্গেও আলোচনা করেন তিনি। প্রথমে দুপুর দেড়টা নাগাদ তাঁর দিল্লি রওনা হওয়ার কথা থাকলেও, প্রণববাবুর ঘনিষ্ঠ সূত্রের খবর তিনি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ফিরবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকের কোনও সম্ভাবনা নেই, তবুও কলকাতায় প্রণবের এই অতিরিক্ত সময় থাকা নিয়েই শুরু হয়েছে নানা জল্পনা।
|
পাকিস্তানে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের |
আজ সকালে এয়ার ইন্ডিয়ার ‘এয়ারবাস ৩১৯’ আবু ধাবি থেকে নয়াদিল্লি আসার পথে পাকিস্তানের নবাব শাহ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। হঠাত্ই বিমানের ৩টি হাইড্রলিক সিস্টেম বিকল হয়ে যাওয়ায় পাইলটদের হাতে অন্য কোনও রাস্তা ছিল না। বিমানের ১২২ জন যাত্রীই অক্ষত রয়েছেন। তাদের আপাতত নবাব শাহতে রাখা হয়েছে। ভারতীয় বিমানমন্ত্রক সূত্রের খবর, এয়ার ইন্ডিয়ার তরফ থেকে অন্য একটি বিমান পাঠিয়ে যাত্রীদের ভারতে নিয়ে আসা হবে। এ ব্যাপারে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফ থেকে পাক বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
|
ফের কুয়োয় পড়ে শিশুকন্যার মৃত্যু হাওড়ায় |
আজ সকালে হাওড়ার বাঁকড়ায় ফের আড়াই বছরের এক শিশুকন্যা কুয়োয় পড়ে যায়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিত্সকেরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। |