নোটিস বোর্ড
ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল অ্যান্ড হেলথকেয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড রিসার্চ-এ পনেরো মাসের কোর্স একজিকিউটিভ পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ফার্মাসিউটিক্যালস ম্যানেজমেন্ট-এ ভর্তির জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে। যোগ্যতা: সায়েন্স, টেকনলজি, ফার্মাসি, মেডিসিন, বায়োটেকনলজি এবং আনুষঙ্গিক বিষয়ে কম পক্ষে ৫০ শতাংশ নম্বর পেয়ে স্নাতক। ৫০০ টাকা নগদে প্রতিষ্ঠানে বা একই মূল্যের ডিমান্ড ড্রাফট পাঠিয়ে প্রসপেক্টাস ও আবেদন পত্র সংগ্রহ করা যাবে। ঠিকানা: ৩১৮ বি প্রান্তিক পল্লী, কলকাতা- ৭০০১০৭। ফোন: ৩২৯১-৬২৫৫, ৬৪১৪-৪৬৩০। ওয়েবসাইট: www.iphmr.ac.in

গ্লোবসিন ব্লু ইউনিভার্সিটি অব লন্ডন ইন্টারন্যাশনাল প্রোগ্রামস-এর সঙ্গে যৌথ উদ্যোগে কয়েকটি কোর্স পড়াবে। কোর্সগুলি ইউনিভার্সিটি অব লন্ডনের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম। কোর্সগুলি:
১) বি এসসি ইন ইকনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট;
২) বি এসসি ইন ইকনমিক্স অ্যান্ড ফিনান্স। যোগ্যতা: দ্বাদশ শ্রেণিতে ৭০ শতাংশ বা তার বেশি নম্বর থাকতে হবে। সেই সঙ্গে অঙ্কে দ্বাদশ শ্রেণিতে ৫০ শতাংশ অথবা দশম শ্রেণিতে ৮০ শতাংশ নম্বর পেতে হবে। ভর্তির প্রক্রিয়া শেষ হবে ৩০ অগস্ট। ভর্তির জন্য যোগাযোগ: গ্লোবসিন গ্লোবাল ক্যাম্পাস, গ্লোবসিন ক্রিস্টালস, ফার্স্ট ফ্লোর ইলেভেন- ১১ এবং ১২, ব্লক ই-পি, সেক্টর ফাইভ, সল্ট লেক ইলেকট্রনিক্স কমপ্লেক্স, কলকাতা ৭০০০৯১। ফোন: ৬৪৬০-৩০৮০

ইন্দিরা গাঁধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বিভিন্ন কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। কোর্সগুলি মাস্টার অব কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন, ব্যাচেলর প্রিপারেটরি প্রোগ্রাম এবং সব সার্টিফিকেট প্রোগ্রামের ক্ষেত্রে ফর্ম জমা করার শেষ তারিখ ৩০ জুলাই। এ ছাড়াও মাস্টার, ব্যাচেলর এবং ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্যেও আবেদনের শেষ তারিখ হল ৩০ জুলাই। তবে এ ক্ষেত্রে ১৪ অগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীদের ২০০ টাকা লেট ফি দিয়ে আবেদন করার সুযোগ রয়েছে। ওয়েবসাইট: www.ignou.ac.in

জি ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ আর্ট-এ টু ডি, থ্রি ডি অ্যানিমেশন, ভিসুয়াল এফেক্টস্ এবং গেমিং-এর ওপর বিভিন্ন কোর্স পড়ানো হয়। প্রতিষ্ঠানে অ্যানিমেশন অ্যান্ড ভিশুয়াল এফেক্টস, অ্যানিমেশন ফিল্ম মেকিং, ভিসুয়াল এফেক্টস্ ফিল্ম মেকিং এবং ভিশুয়াল কমিউনিকেশন-এ ব্যাচেলর্স ডিগ্রি (বি এসসি) কোর্স করতে পারে ছেলেমেয়েরা। এ ছাড়াও এখানে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সও পড়ানো হয়। ফোন: ০৩৩-৬৫৪৮৩০৭৭, ২৪৯৮৮৬৪৭। ওয়েবসাইট: www.zica.org

সঞ্চেতি হেলথকেয়ার অ্যাকাডেমি-তে স্বাস্থ্য সংক্রান্ত কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। কোর্সগুলি:
১) পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন হেলথকেয়ার সার্ভিসেস। মেয়াদ দু’বছরের। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক।
২) পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন অ্যাসিস্ট্যান্ট টু ফিজিশিয়ান। এটি চোদ্দো মাসের কোর্স। এর মধ্যে ১১ মাস ধরে ক্লাসরুমে পড়াশোনা হয়। আর বাকি তিন মাস থাকে ইন্টার্নশিপ। প্রয়োজনীয় যোগ্যতা: বিএএমএস, বিএইচএমএস, বিডিএস ডাক্তার এবং নার্সিং গ্র্যাজুয়েট পাশ করা ছেলেমেয়েরা কোর্সটিতে ভর্তির জন্য আবেদন করতে পারে। যোগাযোগের ঠিকানা: ১১/১২, থুবে পার্ক, শিবাজিনগর, পুণে-৪১১০০৫। অনলাইন প্রক্রিয়ার মাধ্যমেও ভর্তির অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করা যাবে। ওয়েবসাইট: www.sha.edu.in, ফোন: ০৯৮৬০৮-৮৯৯৮৮।

মুম্বইয়ের ইনস্টিটিউট অব ক্রিয়েটিভ এক্সেলেন্স-এ মিডিয়া এবং এন্টারটেনমেন্ট শিল্পের সঙ্গে যুক্ত কোর্স পড়ানো হয়। অ্যাক্টিং, সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, এডিটিং, প্রোডাকশন, স্ক্রিপ্ট-রাইটিং, সাউন্ড এবং ভিএফএক্স মতো অনেক বিষয় নিয়েই কোর্স আছে এখানে। সম্প্রতি প্রতিষ্ঠানের নতুন ক্যাম্পাস খুলল সাউথ এক্সটেনশন দিল্লিতে। ওয়েবসাইট: www.theiceinstitute.com

বেঙ্গল ইনস্টিটিউট অব ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস -এ বি ফার্মা (আয়ুর্বেদিক) কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় দ্বারা স্বীকৃত কোর্সটির মেয়াদ চার বছর। যোগ্যতা: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ বা কম পক্ষে গড়ে ৪৫ শতাংশ নম্বর। সেই সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক বা বায়োলজি থাকতে হবে সাবজেক্ট কম্বিনেশন হিসেবে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল বিভাগে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২০ জুলাই। যোগাযোগ: ০৩৩-৬৪৫০-৩১২১। ওয়েবসাইট: www.bipstrust.org/bips


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.