|
|
|
|
টুকরো খবর |
ওয়েবারের বাজিমাত শেষ চার ল্যাপে |
নিজস্ব প্রতিবেদন |
দু’দিন বৃষ্টির শেষে রবিবার সূর্য উঠেছিল সিলভারস্টোন সার্কিটের উপর। তবু ঝলমল করতে পারলেন না সিলভারস্টোনের ঘরের ছেলেরা। ব্রিটিশ গ্রাঁ প্রি-তে তাঁদের ফিকে করে এক টুকরো অস্ট্রেলীয় রোদ্দুর হয়ে রইলেন মার্ক ওয়েবার। চাকা আর স্ট্র্যাটেজি-- দুই নির্বাচনেই বকিদের টেক্কা দিয়ে সিলভারস্টোন রেস জিতে নিলেন রেড বুল চালক। মোনাকোর পরে চলতি মরসুমে অস্ট্রেলীয় চালকের দ্বিতীয় জয়। এ দিন আটচল্লিশ নম্বর ল্যাপে তিনি যাঁকে পিছনে ফেললেন, সেই ফের্নান্দো আলোন্সোর পরে ওয়েবারই দ্বিতীয় ব্যক্তি যিনি চলতি ফর্মুলা ওয়ান মরসুমে দু’টো রেস জিতলেন। আলোন্সো পোল পজিশন থেকে গোটা রেস লিড করে চার ল্যাপ বাকি থাকতে গতির লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় হলেন। তৃতীয় স্থানে শেষ করলেন সেবাস্তিয়ান ভেটেল। অস্ট্রেলীয় হলেও সিলভারস্টোন থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে বাড়ি রয়েছে ওয়েবারের। “এত শেষের দিকে এসে ওভারটেক করে কখনও জিতিনি। অন্য রকমের আনন্দ হচ্ছে,” অসম্ভব খুশি অস্ট্রেলীয়। টাটকা খবর, রেসে প্রথম এবং তৃতীয় হওয়ায় জমাটি উৎসবের আয়োজন করছে রেড। যেখানে নাকি ব্রায়ান অ্যাডামসের গান গাওয়ার কথা ওয়েবারের। যা শুনে সামান্য আতঙ্কিত ভেটেল। বলেছেন, “মার্ক আমার থেকে ভাল গায়। তবু ওর গান শোনাটা জীবনের সেরা অভিজ্ঞতা নয়।” ম্যাকলারেন আর ফোর্স ইন্ডিয়া মিলিয়ে গ্রিডের তিন ব্রিটিশ চালকের দিন ভাল গেল না। প্রথম ল্যাপেই ধাক্কাধাক্কিতে জড়িয়ে দ্বিতীয় ল্যাপে ছিটকে যান ব্রিটিশ পল ডি রেস্টা। ফোর্স ইন্ডিয়ার অপর চালক নিকো হাল্কেনবার্গ শেষ করলেন বারোয়। সিলভারস্টোনের সদর দফতর থেকে পয়েন্ট এল না ভারতীয় দলের। ম্যাকলারেনেরও ঘরের রেস ছিল এটা। তাদের দুই চালকও ব্রিটিশ। লুইস হ্যামিল্টন আট আর জেনসন বাটন দশে শেষ করলেন। জমা জল এবং ট্র্যাফিক সমস্যা উপেক্ষা করে এ দিন দর্শকাসন ভর্তি করা ফ্যানদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বাটন স্বীকার করে নেন, “অন্যদের তুলনায় আমরা এখনও দুর্বল।”
|
জলপাইগুড়িতে জুনিয়র-কাণ্ড, খেলতে খেলতে মৃত্যু ফুটবলারের |
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
ব্রাজিলিয়ান তারকা জুনিয়রের স্মৃতি জাগিয়ে ম্যাচ খেলতে খেলতে মারা গেলেন জলপাইগুড়ির এক তরুণ ফুটবলার। প্রশ্ন উঠে গেল, খেলার সময় চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা সেখানে ছিল কি না।
বেঙ্গালুরুর ফেডারেশন কাপ ফাইনালে জুনিয়র মারা যান গোলকিপারের সঙ্গে সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে যাওয়ার পথে। ২৪ বছরের মহেশ থাপার ঘটনা আরও মর্মান্তিক। কেননা মহেশকে প্রথমে সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ওখানে ব্যবস্থা ভাল না থাকায় নিয়ে যাওয়া হয় শহরের দুটি নার্সিংহোমে। সেখানে জায়গা হয়নি বলে ফিরিয়ে আনা হয় হাসপাতালে। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। মহেশ জলপাইগুড়ির জুনিয়র, সাব জুনিয়র দলে খেলেছেন। আপাতত খেলতেন প্রথম ডিভিশন ক্লাব রায়কতপাড়া স্পোর্টিংয়ে। আগে নেতাজি মডার্ন, জে ওয়াই সিসির হয়ে খেলেছেন। জলপাইগুড়ির রেসকোর্স এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলে। তিন ভাই, দুই বোনের মেজ ভাই ছিলেন মহেশ।
রবিবার জলপাইগুড়ি শহর থেকে কয়েক কিলোমিটার দূরে, তোড়লপাড়া পল্লিসঙ্ঘ শোভাবাড়ি ক্লাবের দিন রাতের ফুটবল চলছিল। খেলা হচ্ছিল জলপাইগুড়ির তিন নম্বর ঘুমটির ছায়াছবি ক্লাবের সঙ্গে পিলখানা পরশমণি ক্লাবের। শুরুর ৮ মিনিটের মধ্যে মহেশের সঙ্গে সংঘর্ষ হয় পরশমণির গোলকিপারের। মাঠে লুটিয়ে পড়েন মহেশ। তোড়লপাড়ার বাসিন্দাদের অভিযোগ, উদ্যোক্তারা চিকিৎসকের ব্যবস্থা রাখেননি। সে জন্যই মহেশের চিকিৎসায় দেরি হয়েছে।
|
ক্রীড়া প্রতিভা খুঁজতে শিবির |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
বিভিন্ন খেলাধূলায় প্রত্যন্ত এলাকা থেকে প্রতিভা তুলে আনতে রাজ্য স্পোর্টস কাউন্সিলের বর্ষব্যাপী অনুশীলন শিবির শুরু হল শিলিগুড়িতে। রবিবার রাজ্য স্পোর্টস কাউন্সিলের যুগ্ম সচিব অজিত বন্দ্যোপাধ্যায়, সহ-সভাপতি গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে প্রাথমিক ভাবে ফুটবল, খো খো, অ্যাথলেটিক এবং টেবল টেনিসের ওই প্রশিক্ষণ শিবির চালু হয়। পরবর্তীতে কবাডি এবং ভলিবলের শিবির চালু হবে শিলিগুড়িতে। অজিতবাবু বলেন, “রাজ্য জুড়েই বিভিন্ন জেলাতে এই ধরনের শিবির হচ্ছে। রাজ্য স্পোর্টস কাউন্সিলের কোচরা প্রশিক্ষণ দেবেন। কিছু ক্ষেত্রে স্থানীয় কোচদের কাজে লাগানো হবে। শিবিরের জন্য অনূর্ধ্ব ১৪ বছরের বাছাই ছেলেমেয়েদের নিয়ে বিভিন্ন খেলার প্রশিক্ষণ বছরভর চলবে। স্পোর্টস কাউন্সিলের তরফে তাদের টিফিনের বন্দোবস্ত করার কথাও ভাবা হয়েছে।” এই ধরনের শিবির থেকে কী ভাবে প্রতিভা বাছা হবে? পরবর্তী পরিকল্পনাই বা কী? অজিতবাবু, গৌরাঙ্গবাবুরা জানান, প্রতিটি জেলাতে ৬ টি খেলা নিয়ে শিবির হবে। জেলা স্পোর্টস কাউন্সিলের তরফেই বাছা হবে কোনও জেলায় কোন খেলা প্রাধান্য পাবে। আপাতত কয়েকটি খেলাধূলা দিয়ে শুরু করা হচ্ছে। পরবর্তীতে বিভিন্ন জেলা দলগুলির মধ্যে প্রতিযোগিতার আয়োজন করার কথা ভাবা হয়েছে। সেখান থেকে বাছা হবে প্রতিভা। রাজ্যকে চারটি জোনে ভাগ করে প্রতিটি জোন থেকে ২ টি করে দলকে নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতার কথাও ভাবা হচ্ছে। এ ভাবে বিভিন্ন খেলাধূলায় রাজ্য দল তৈরি করার চেষ্টা হবে। জেলা স্পোর্টস কাউন্সিলে রয়েছেন অরূপরতন ঘোষ, কুন্তল গোস্বামী, দীপক শীল, অরূপ মজুমদারের মতো ব্যক্তিরা। তাঁরা জানান, কবাডি এবং ভলিবল শিবিরগুলি তাঁরা ফাসিদেওয়া এবং মাটিগাড়া, নকশালবাড়ি, খড়িবাড়ি এলাকায় করতে চান। তাতে গ্রামেও খেলার প্রসারের সুযোগ করা যাবে।
|
বড় রোনাল্ডোর ভোট মেসিকে |
নিজস্ব প্রতিবেদন |
এক রোনাল্ডো লিওনেল মেসি নাম শুনলে চটে যাচ্ছেন। আর এক রোনাল্ডো মেসিকেই বিশ্বের সেরা ফুটবলার বলে দিচ্ছেন নির্দ্বিধায়। প্রথম জনরিয়াল মাদ্রিদের বর্তমান, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আর দ্বিতীয় জনরিয়াল মাদ্রিদ-বার্সেলোনা দুই ক্লাবেরই প্রাক্তন, ব্রাজিলের রোনাল্ডো। যিনি এখন ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের আয়োজক কমিটির উপদেষ্টা। তাঁর ফের মাঠে নামা নিয়েও হঠাৎ শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, বছরের শেষে বিশ্ব ক্লাব কাপে কোরিন্থিয়ান্সের হয়ে কয়েক মিনিটের জন্য মাঠে নামতে পারেন তিনি। স্পেনীয় ক্রীড়া সংবাদপত্র মার্কা-য় তিনি বলেন, “আমি যদিও রিয়াল মাদ্রিদের ভক্ত। তবে আমার কোনও সন্দেহ নেই, মেসি-ই সেরা।” রিয়াল ও বার্সেলোনা দুই ক্লাবেরই প্রাক্তন ফুটবলার রোনাল্ডোকে মার্কা উল্লেখ করেছে ‘আসল’ রোনাল্ডো বলে। এক সময়ে ভিসেন্তে দেল বস্কির পুরনো ন’নম্বর এই ব্রাজিলীয় ফুটবলার স্পেনের ‘ফল্স নাইন’ ছকের প্রশংসা করেও জানাচ্ছেন, ফুটবল থেকে নাম্বার নাইন পজিশন মোটেই উঠে যাচ্ছে না। বলেছেন, “ফুটবল নানা পরিবর্তনের মধ্য দিয়ে যায়। ‘ফল্স নাইন’ নির্ভর করে ম্যাচের উপর এবং বিপক্ষ কে তার উপর। মনে হয় না, ন’নম্বরের জায়গাটা হারিয়ে যাবে।” রোনাল্ডো মনে করিয়ে দেনরিয়াল মাদ্রিদে তিনি খেলতেন ওই পজিশনেই। বলেন, “রিয়ালে কিন্তু আমাকে ন’নম্বরের জায়গাতেই খেলিয়েছেন দেল বস্কি।”
|
পোর্টের নতুন কোচ মনোরঞ্জন |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
শেষ পর্যন্ত পোর্ট ট্রাস্টের কোচ হতে রাজি হলেন মনোরঞ্জন ভট্টাচার্য। রবিবার পোর্টের সঙ্গে এক বছরের চুক্তি সই করলেন তিনি। দীর্ঘ দিন ইস্টবেঙ্গলে কোচিং করানোর পরে হঠাৎ পোর্টের মতো ছোট ক্লাবের দায়িত্ব নিলেন কেন, তার ব্যাখা দিতে গিয়ে লাল-হলুদের প্রাক্তন তারকা স্টপার বললেন, “ছোট ক্লাব, বড় ক্লাব বলে কিছু হয় না। পারফরম্যান্সই আসল। ভাল খেলতে পারলে পোর্টও প্রথম সারির ক্লাব হয়ে যাবে। দেখি দলটাকে যদি একটা ভাল জায়গায় তুলতে পারি।” অনুশীলনের মাঠ নিয়ে সমস্যা থাকলেও, সোমবার থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাঠে প্রথম অনুশীলন শুরু করছে পোর্ট। হলদিয়ায় একটা আবাসিক শিবির করার কথাও ভাবছেন মনোরঞ্জন। ছোট ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা মনোরঞ্জনের নেই, তা কিন্তু নয়। ২০০৮ সালে ইস্টবেঙ্গল ছাড়ার পরে দিল্লির হিন্দুস্থান স্পোর্টিংয়ের দায়িত্ব নেন তিনি। এবং সে বার দিল্লি প্রিমিয়ার লিগে চিমা ওকেরির নিউদিল্লি হিরোজের মতো বড় দল থাকা সত্ত্বেও হিন্দুস্থান স্পোর্টিংকে চ্যাম্পিয়ন করেন মনোরঞ্জন।
|
ফ্রান্সের কোচ হলেন দেশ |
সংবাদসংস্থা • প্যারিস |
এক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলারের বদলে আর এক বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার হলেন ফ্রান্সের কোচ। ইনি সেই বিশ্বজয়ী দলের অধিনায়ক ছিলেন। শনিবারই দিদিয়ের দেশঁ চুক্তি নিয়ে আলোচনায় বসেন ফরাসি ফুটবল সংস্থার সঙ্গে। দেশঁ মাত্র ছ’দিন আগেই দায়িত্ব ছেড়ে দিয়েছেন মার্সেইয়ের। কারণ দেখান ফরাসি লিগে খারাপ ফল করার। তখন থেকেই জল্পনা আরও বেড়ে যায় দেশঁ-র ফরাসি কোচ হওয়ার। |
|
|
|
|
|