পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে পিটিয়ে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইটাহার থানা ইন্দ্রান এলাকায়। এদিন বাড়ির পাশে একটি মাঠে ওই গৃহবধূর মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই গৃহবধূর স্বামীকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠিয়েছে। মৃতের নাম রুম্পা দাস (৪০)। ধৃতের নাম রঞ্জিত দাস।
|
ঠাকুর পঞ্চানন বর্মার নামেই কোচবিহারে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের নামকরণ করছে সরকার। শুক্রবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাটাবাড়ির বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ ঘোষকে টেলিফোনে ওই সিদ্ধান্তের কথা জানান। আগামী ১১ জুলাই মুখ্যমন্ত্রীর ওই বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করার কথা। রবীন্দ্রনাথবাবু বলেন, “মুখ্যমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করেছেন রায়সাহেব ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। এ দিন রাজ্য বিধানসভায় ওই নামকরণ অনুমোদন হয়েছে। মুখ্যমন্ত্রী টেলিফোনে বিষয়টি জানিয়েছেন।”
|
ফের দুষ্কৃতীর গুলিতে খুনের ঘটনা ঘটল বালুরঘাটে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পাগলিগঞ্জ এলাকার ফরিদপুরে। রাত ১০ টা নাগাদ বাড়ির কাছে আততায়ীরা খুব কাছ থেকে পর পর তিনটি গুলি করে খুন করে নাম মিঠুন মন্ডল(১৬)-কে। বৃহস্পতিবার বাইক আটকে হিলির বাসিন্দা গৌতম মোহান্তকে (২৯) গুলি করে খুন করে দুষ্কৃতীরা। জেলা পুলিশ সুপার চিরন্তন নাগ বলেন, “দু’টি খুনের মধ্যে কোনও সম্পর্ক নেই। দু’জনকে আটক করে তদন্ত শুরু হয়েছে।”
|
দু’দিন অচলাবস্থার পর শুক্রবার ইটাহারের মেঘনাদ সাহা কলেজে নির্বিঘ্নেই শুরু হল ভর্তি প্রক্রিয়া। এ দিন পড়ুয়ারা কাউন্সেলিংয়ে স্নাতক স্তরে ভর্তি হন। বেশি নম্বর থাকা সত্ত্বেও কয়েকজন আবেদনকারীর নাম মেধা তালিকায় না ওঠার অভিযোগ তুলে বুধবার টিএমসিপি অধ্যক্ষা স্বপ্না মুখোপাধ্যায়কে বেশ কয়েক ঘণ্টা তালাবন্দি করে রাখে বলে অভিযোগ। |