|
|
|
|
মমতার দাবি, কেন্দ্রই স্কুল শিক্ষকদের বেতন দিক |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্যের ঋণের উপর তিন বছরের সুদ স্থগিত (মোরাটোরিয়াম) রাখার দাবির পাশাপাশি এ বার রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় শিক্ষকদের বেতন দিতেও কেন্দ্রের কাছে দাবি জানাল রাজ্য। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৃহস্পতিবার বৈঠকের সময়েই বিষয়টি ওঠে। রাজ্য সরকারি সূত্রের খবর, সিব্বলের কাছে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেরল ও পশ্চিমবঙ্গ ছাড়া সব রাজ্যেই সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বাবদ কেন্দ্র সাহায্য দেয়। সেই সাহায্য এ বার পশ্চিমবঙ্গকেও দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছেন।
বিদ্যালয় শিক্ষকদের বেতন বাবদ কেন্দ্রের আর্থিক অনুদান না-পাওয়ার জন্য সাবেক বাম সরকারকেই দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকার উদ্যোগী হয়নি বলেই কেন্দ্রীয় অনুদান মেলেনি বলে মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ মহলে অভিযোগ করেছেন। রাজ্যে ৪৫টি সরকারি বিদ্যালয় আছে। এই বিদ্যালয়ের শিক্ষকদের সরকারি কর্মচারী হিসাবেই সরকার বেতন দেয়। এর বাইরে যে হাজার হাজার বিদ্যালয় আছে, তার অধিকাংশই রাজের অনুদানপ্রাপ্ত।
সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ছাড়াও অন্য বিদ্যালয়ের শিক্ষকদের মহার্ঘভাতা, কোনও কোনও বিদ্যালয়ের শিক্ষকদের বেতনের একাংশ রাজ্য সরকারকে দিতে হয়। এ জন্য রাজ্য সরকারের ১০০০ কোটি টাকার উপর খরচ হয় বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। সরকারি নির্দেশে অনুদানপ্রাপ্ত বিদ্যালয়কে কেন্দ্রের অনুদান দেওয়ার ‘সমস্যা’ আছে বলে মমতাকে জানিয়েছিলেন সিব্বল। মুখ্যমন্ত্রী তাঁকে সরকারি নির্দেশে ‘ভাষার সংশোধন’ করার আবেদন জানান। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তাঁরা ভাবনাচিন্তা করবেন বলে মুখ্যমন্ত্রীকে আশ্বাস দিয়েছেন সিব্বল। শিক্ষকদের বেতন বাবদ কেন্দ্রীয় সরকার আর্থিক অনুদান দিলে রাজ্যে শিক্ষার আরও উন্নয়ন করা যাবে বলে সিব্বলকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। |
|
|
|
|
|