|
|
|
|
পরে ভাঙবে বর্ধমানও |
নতুন জেলা হচ্ছে ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে দু’টি নতুন জেলা তৈরি হচ্ছে। পশ্চিম মেদিনীপুর ভেঙে হচ্ছে ঝাড়গ্রাম জেলা। আর জলপাইগুড়ি ভেঙে হচ্ছে আলিপুরদুয়ার জেলা। শুক্রবার রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষের নেতৃত্ব মহাকরণে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রশাসনিক স্তরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকের পরে মুখ্যসচিব জানান, নিয়ম অনুযায়ী এখন নতুন জেলাগুলির আদালত তৈরির জন্য কলকাতা হাইকোর্টের অনুমোদন লাগবে। নতুন জেলার জন্য জেলা পরিষদও গঠন করতে হবে। নতুন দু’টি জেলা তৈরি হলে পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা বেড়ে হবে ২০।
জনসংখ্যা তো বটেই, চারিত্রিক ভিন্নতার কারণেও অতীতে এই রাজ্যে একাধিক জেলা ভাগ করা হয়েছে। বামফ্রন্টের আমলে মেদিনীপুর ভেঙে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা গড়া হয়। ২৪ পরগনা ভেঙে হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। পশ্চিম দিনাজপুর ভেঙে গড়া হয়েছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর। ক্ষমতায় এসে প্রথম থেকেই আরও কয়েকটি বড় জেলাকে ভাগ করতে উদ্যোগী হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর ৩ অগস্ট মহাকরণে প্রথম সর্বদলীয় বৈঠকে রাজ্যের নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে জেলা ভাগ নিয়েও আলোচনা হয়। বাম শিবির মুখ্যমন্ত্রীকে জানায়, নীতিগত ভাবে জেলা ভাগের ব্যাপারে তাদের আপত্তি নেই। নতুন জেলার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে। যাতে সাধারণ মানুষের অসুবিধা না-হয়।
রাজ্যের নতুন সরকার প্রথম পর্যায়ে পাঁচটি জেলা ভাঙার সিদ্ধান্ত নেয়। তার মধ্যে পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি ছাড়াও রয়েছে বর্ধমান, এবং দুই ২৪ পরগনা। এ ছাড়া মুর্শিদাবাদ জেলা ভাগ করার ব্যাপারে কথাবার্তা হলেও সরকার এখন সেই ব্যাপারে ভাবছে না বলে জানিয়েছেন সরকারের এক মুখপাত্র। মুখ্যসচিব বলেন, “আমাদের এর পরের লক্ষ্য বর্ধমান জেলাকে ভাগ করা।”
জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপের জন্য ঝাড়গ্রামকে আগেই ‘পুলিশ জেলা’ হিসেবে ঘোষণা করেছে রাজ্য। এ দিন ঠিক হয়েছে, একটি পৃথক জেলা হিসেবে আত্মপ্রকাশ করবে ঝাড়গ্রাম জেলা। তার নাম আর ‘ঝাড়গ্রাম পুলিশ জেলা’ থাকবে না। জলপাইগুড়ি জেলায় দু’টি মহকুমা রয়েছে। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। যাতে মোট ব্লকের সংখ্যা ১৩। জেলা ভাগের পরে নতুন জলপাইগুড়ি জেলার চৌহদ্দিতে চলে যাবে সাবেক জলপাইগুড়ি মহকুমার সাতটি ব্লক। আর আলিপুরদুয়ার মহকুমার ছ’টি ব্লক চলে আসবে নতুন জেলায়। ঝাড়গ্রাম ও আলিপুরদুয়ার জেলা গঠনের কাজ সম্পন্ন হলে বর্ধমান জেলা ভাগের সিদ্ধান্ত নেবে রাজ্য। সেখানে আসানসোল শিল্পাঞ্চল নিয়ে তৈরি হবে নতুন জেলা। বাকি অংশে হবে গ্রামীণ বর্ধমান জেলা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ভাগেরও পরিকল্পনা রয়েছে রাজ্যের। |
|
|
|
|
|