ভবিষ্যতের মনোজ তিওয়ারি বা ঋদ্ধিমান সাহাদের তুলে আনার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়ের দ্বারস্থ হল সিএবি। ভারতের প্রাক্তন অধিনায়ককে অনুরোধ করা হল, ব্যাটিংয়ে নতুন প্রতিভা বাছাইয়ে সাহায্য করতে।
দিন কয়েক আগে ওয়ার্কিং কমিটির সভায় সৌরভ প্রস্তাব দিয়েছিলেন, বাংলার ক্রিকেটের ‘সাপ্লাই লাইন’-কে সক্রিয় রাখতে দরকার গুন্ডাপ্পা বিশ্বনাথ বা বিষেন সিংহ বেদীর মতো কাউকে। তাঁর বক্তব্য ছিল, ব্যাটিংয়ের জন্য বিশ্বনাথ থাকুন। স্পিনার তোলার জন্য বেদী বা প্রসন্নর মতো কেউ। শনিবার ফের ওয়ার্কিং কমিটির বৈঠক। সৌরভ ইতিমধ্যে লিখিত রিপোর্ট পেশ করলেও সেখানে আরও এক দফা আলোচনা হওয়ার কথা। প্রাক্তনদের কতটা সময় পাওয়া যাবে, সেটা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সিএবি কর্তারা মনে করছেন, ব্যাটিংয়ে নতুন প্রতিভা তুলে আনার ব্যাপারে সৌরভই সেরা লোক। ভাল স্পিনারের খোঁজে বেদী বা প্রসন্নকে ভাবা যেতে পারে।
গোটা বিষয় ও তার রূপরেখা নিয়ে সৌরভের সঙ্গে যে একদফা কথা হয়ে গিয়েছে, সেটা জানাচ্ছেন সিএবি-র যুগ্ম-সচিব সুজন মুখোপাধ্যায়। বলছেন, “সৌরভকে অনুরোধ করেছি, জুনিয়র ব্যাটসম্যানদের তুলে আনার জন্য সাহায্য করতে। ও সম্মতিও দিয়েছে।” কর্তাদের মনে হচ্ছে, বাংলার ক্রিকেটের বর্তমান সমস্যা যদি স্পিন বিভাগ হয়, তা হলে ভবিষ্যতের সমস্যা হয়ে দাঁড়াতে পারে ব্যাটিং। কারণ, মনোজ-লক্ষ্মী-ঋদ্ধি-অনুষ্টুপদের পর আর তেমন কাউকে পাওয়া যাচ্ছে না যাঁর ব্যাটিংয়ে নিশ্চিন্তে ভরসা রাখা যায়। সেক্ষেত্রে সৌরভ কিছুটা সময় দিলেও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। |