আগামী রবিবার সিলভারস্টোনে সহারা ফোর্স ইন্ডিয়ার দুই ড্রাইভারের কেউ না কেউ পোডিয়াম ফিনিশ করে ইতিহাস গড়ুন বা না গড়ুন, টিম প্রিন্সিপ্যাল বিজয় মাল্যের কিংফিশার এয়ারলাইন্সের সঙ্কট নিয়ে ফর্মূলা ওয়ানের পাশাপাশি দেশের ক্রীড়ামহলে উদ্বেগের ছায়া। এই মুহূর্তে প্রায় আট হাজার কোটি টাকা দেনার দায়ে জর্জরিত কিংফিশার এয়ারলাইন্স এবং বিভিন্ন খেলাধুলোয় ব্র্যান্ডটির ভবিষৎ স্পনসরশিপ নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিতে পারে বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম স্পনসর কিংফিশার। ফুটবলে ইস্টবেঙ্গলের নামই কিংফিশার ইস্টবেঙ্গল আর ফর্মূলা ওয়ানে সহারা ফোর্স ইন্ডিয়া টিমেরও অন্যতম প্রধান স্পনসর কিংফিশার সংস্থা। এই নিয়ে মাল্যের সংস্থার পক্ষ থেকে কোনও বিবৃতি এখনও দেওয়া হয়নি। বরং এক মহলের ধারণা, বিমান সংস্থা নিয়ে সঙ্কট তৈরি হলেও বিয়ারের ব্র্যান্ড হিসেবে যথেষ্ট জনপ্রিয় কিংফিশারের ‘ব্র্যান্ড ভ্যালু’-র পরিবর্তন হবে না। মোহন কর্তা অঞ্জন মিত্র যেমন বললেন, “এ জন্য ফুটবলে মোহনবাগান-ইস্টবেঙ্গলের স্পনসরশিপে প্রভাব পড়ার সম্ভাবনা নেই।” বেঙ্গালুরু থেকে আরসিবি-র এক কর্তা অবিনাশ বৈদ্য জানাচ্ছেন, তাঁদের টিমের ভবিষ্যৎ কর্মসূচি বদলের ইঙ্গিতও এখন পর্যন্ত নেই।
সহারা ফোর্স ইন্ডিয়ার এক মুখপাত্র আবার এ দিন লখনউ থেকে ফোনে বললেন, “ফ্লাই কিংফিশার ফোর্স ইন্ডিয়ার অন্যতম স্পনসর। কিন্তু এয়ারলাইন্সের দেনার জন্য স্পনসরশিপে সঙ্কট তৈরি হবে কি না, তা নিয়ে মন্তব্য করার মতো সময় আসেনি। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।” জানা গেল, সে রকম গুরুত্বপূর্ণ কিছু হলে রবিবার রেসের পরে সিলভারস্টোনে বিবৃতি দিতে পারেন স্বয়ং বিজয় মাল্য। যেখানে বলা হবে, স্পনসরশিপে কোনও সঙ্কট নেই।
মাত্র এক সপ্তাহ আগে ভ্যালেন্সিয়ায় সহারা ফোর্স ইন্ডিয়ার পক্ষে ফর্মুলা ওয়ানে ষষ্ঠ স্থান পেয়ে সার্কিটে চোখ টেনে নিয়েছিলেন নিকো হাল্কেনবার্গ। লন্ডনের সিলভারস্টোনে আগামী রবিবার ব্রিটিশ গ্রাঁ প্রি-তে তাঁকে ঘিরেই প্রথম বার পোডিয়াম ফিনিশের স্বপ্ন দেখছেন বিজয় মাল্য। দু’দিন আগেই জানিয়েছেন, রবিবার ফোর্স ইন্ডিয়ার গাড়িতে বেশ কিছু পরিবর্তন হবে এবং সে জন্যই ভাল কিছুর সম্ভাবনা। সিলভারস্টোন থেকে ঢিল ছোড়া দূরত্বেই যেহেতু ফোর্স ইন্ডিয়ার প্রাণকেন্দ্র, এটাকে হোম রেসই ধরা হচ্ছে। তার উপর ভ্যালেন্সিয়ায় ১৬ পয়েন্ট তুলে চমক দিয়েছিল ফোর্স ইন্ডিয়া। এখন দশ টিমের মধ্যে ৪৪ পয়েন্ট পেয়ে আট নম্বরে রয়েছে। সিলভারস্টোনে তাদের সামনে সাত নম্বরে থাকা টিম উইলিয়ামস রেনঁ-এর পয়েন্ট ৪৫। |