নেহরু কাপের প্রস্তুতি শিবিরে ডাক পেলেন বাংলার ১৬ জন। সুব্রত পাল, মেহতাব হোসেন, রহিম নবি-র সঙ্গে ডাক পেয়েছেন অনুর্ধ্ব ২২ দলের শৌভিক ঘোষ। যাঁকে মাস্কাটে খেলতে দেখে দলে নিয়েছেন ডাচ কোচ উইম কোভারমান্স।
কোভারমান্স যুব দলের সাতজনকে রেখেছেন জাতীয় দলে। ইস্টবেঙ্গলের গুরপ্রীত সিংহ, রাজু গায়কোয়াড়, মেহতাব, সঞ্জু প্রধান, রবীন সিংহ, মননদীপ সিংহ ডাক পেয়েছেন। মোহনবাগান থেকে ডাক পেলেন অরিন্দম ভট্টাচার্য, নির্মল ছেত্রী, রহিম নবি, ডেনসন দেবদাস, জুয়েল রাজা ও খেলেম্বা মেইতাই। প্রয়াগ ইউনাইটেডের সুব্রত পাল, গৌরমাঙ্গি সিংহ। কোভারমান্স বলেছেন, “ফুটবলারদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। শুধু ভাবছি কখন একজোট হয়ে কাজ করব। নতুন দল তৈরি করব। এই শিবিরে অনূর্ধ্ব-২২ দলের কয়েকজনকেও রেখেছি। যাতে ওরা সিনিয়র টিমের প্র্যাক্টিস দেখতে পারে।” ২২ অগস্ট থেকে শুরু হচ্ছে নেহরু কাপ।
|
প্রস্তুতি শিবিরের দল |
গোলকিপার |
সুব্রত পাল, শুভাশিস রায়চৌধুরি, করণজিৎ সিংহ, অরিন্দম ভট্টাচার্য ও গুরপ্রীত সিংহ সান্ধু।
|
ডিফেন্ডার |
নির্মল ছেত্রী, ডেঞ্জিল ফ্রাঙ্কো, নিকোলাস কোলাসো, গৌরমাঙ্গি সিংহ, গুরবিন্দর সিংহ, রোইলসন রডরিগেজ, রাজু গায়কোয়াড়, খেলেম্বা মেইতেই, শৌভিক ঘোষ, গুরজিন্দর সিংহ, রহিম নবি, মোহনরাজ। |
মিডফিল্ডার |
মেহতাব হোসেন, আদিল খান, রোকাস লামারে, মিলন সিংহ, বলদীপ সিংহ, ডেনসন দেবদাস, লালরিন্দিকা, জুয়েল রাজা, ফ্রান্সিস ফার্নান্দেজ, আলউইন জর্জ, অ্যান্টনি পেরিরা, গিলবার্ট অলিভিয়েরা, সঞ্জু প্রধান, ক্লিফোর্ড মিরান্দা, জোয়াকিম আব্রাঞ্চেস। |
স্ট্রাইকার |
রবিন সিংহ, সুনীল ছেত্রী, মননদীপ সিংহ, জেজে, সুশীল সিংহ। |
|