টুকরো খবর
সাঁতারে সোনা
গুজরাটের রাজকোটে জাতীয় বয়স ভিত্তিক সাঁতারে চারটি পদক পেয়ে রেকর্ড করলো বর্ধমানের প্রত্যয় ভট্টাচার্য। বাংলা যে সাতটি পদক পেয়েছে তার মধ্যে চারটিই প্রত্যয়ের। দলের হয়ে একমাত্র সোনা পেয়েছে সে-ই। রাজ্য দলের অনুর্ধ্ব ১২ পর্যায়ের এই প্রতিযোগি ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে সোনা পেয়েছে। দুটি রূপো পেয়েছে যথাক্রমে ১০০ মিটার ব্যাকস্ট্রোক ও ২০০ মিটার মিডলে রিলেতে। প্রত্যয় ব্রোঞ্জ পেয়েছে ১০০ মিটার ব্যাকস্ট্রোকেও। বর্ধমান আলমগঞ্জের একটি সাঁতার কেন্দ্রে নিয়মিত অনুশীলন করে সে। শনিবার সেই কেন্দ্র থেকেও সম্বর্ধনা দেওয়া হবে তাকে।

স্কটল্যান্ডে গোল করালেন মেহতাব
স্কটল্যান্ডের ক্লাবে খেলতে নেমে বৃহস্পতিবার রাতে ‘সফল’ হলেন মেহতাব হোসেন। ইস্টবেঙ্গল মিডিও-র ফ্রি কিক থেকে গোল হল। আজ ইংল্যান্ড যাচ্ছেন মেহতাব, আরও দুটি ক্লাবের ট্রায়ালে। স্কটিশ লিগের প্রথম ডিভিসন ক্লাব ফলক্রিক এফসির দ্বিতীয় দলের অনুশীলন ম্যাচ খেলেন মেহতাব। প্রতিপক্ষ ছিল লিগেরই দল এআরডি। ফলক্রিক জেতে ৩-০। একটি গোল হয় মেহতাবের ফ্রি কিক থেকে হেডে। মাত্র একটি মিস পাস করেন মেহতাব। শুক্রবার রাতে মাদারওয়েল ক্লাবের প্রাক্টিসে নামেন তিনি। নিজের পারফরম্যান্সে খুশি মেহতাব। কিন্তু তিনি স্কটল্যান্ড বা ইংল্যান্ডের ক্লাবে সুযোগ পেলে কি তাঁকে ছাড়বে ক্লাব? ফোনে ধরা হলে মেহতাব বললেন, “ক্লাবের সঙ্গে কথা বলব। সুযোগ পেলে নিশ্চয়ই ক্লাব ছাড়বে।”

ফিফার সিদ্ধান্তে বিতর্ক
গোললাইন টেকনোলজি নিয়ে ফিফার ঐতিহাসিক সিদ্ধান্তের পরই শুরু নতুন বিতর্ক। অনেক বিশেষজ্ঞের মতে, এ বার হ্যান্ডবল বা অফসাইডের ক্ষেত্রেও সঠিক সিদ্ধান্ত নিতে প্রযুক্তির দাবি উঠবে। উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি এই গোললাইন টেকনোলজির বিরুদ্ধে থাকলেও হোসে মোরিনহো, মাইকেল আওয়েন, রুড খুলিটের পাশাপাশি টুইটারে এ দিন নতুন প্রযুক্তির সমর্থন করলেন ফ্রাঙ্ক বেকেনবাউয়ারও। অন্য দিকে, মুসলিম মেয়ে ফুটবলারদের হিজাব ব্যবহারের অনুমতি দেওয়ায় খুশি মুসলিম দেশগুলি। তবে নতুন প্রযুক্তি চালুর সম্ভাবনা অঙ্কুরেই বিনাশ করতে চায় আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। তারা জানিয়েছে, বিজ্ঞানের সঙ্গে এই ধরনের গাঁটছড়া এই প্রথম এবং শেষ।

রোনাল্ডিনহো এবং কলকাতা
বাস্তবে পরিণত হওয়া প্রায় অসম্ভব। কিন্তু রোনাল্ডিনহোর এজেন্ট ভারতের ক্লাবে খেলার ব্যাপারে প্রাথমিক আগ্রহ দেখালেন। রোনাল্ডিনহো এখন খেলেন ব্রাজিলের ছোট ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোতে। প্রয়াগ ইউনাইটেডের কর্তারা মেল করে জানতে চান, তিনি ভারতে খেলতে আগ্রহী কি না। রোনাল্ডিনহোর এজেন্ট আলদো জিওভানি কুর্লে প্রয়াগের ফুটবল কর্তা নবাব ভট্টাচার্যকে মেলে জানান, “ডিসেম্বর পর্যন্ত রোনাল্ডিনহো চুক্তিবদ্ধ। তারপরে ওকে নিতে যদি আগ্রহী থাকেন, আমাদের প্রস্তাব দিন। কত ট্রান্সফার ফি দেবেন জানান। আমরা খতিয়ে দেখব।”

মান্না: বিশেষ কভারের উদ্যোগ
শৈলেন মান্নার স্মৃতিতে ডাক বিভাগের স্পেশ্যাল কভার প্রকাশের উদ্যোগ নিল মোহনবাগান। সোমবারই ভারতীয় ডাক বিভাগের কাছে এই প্রস্তাব দিতে চলেছে মোহনবাগান। শুক্রবার মোহনবাগান সচিব অঞ্জন মিত্র বললেন, “আমার সঙ্গে ডাক বিভাগের কর্তাদের সব কথা হয়ে গিয়েছে। ওঁরা সম্মতিও দিয়েছেন। আমরা চেষ্টা করছি ২৯ জুলাইয়ের মধ্যে সব কাজ সেরে ফেলতে। যাতে মোহনবাগান দিবসেই শৈলেন মান্নাকে সম্মান জানাতে পারি।”

ব্রাজিলের ক্লাবে ফোরলান
দলবদলে মরসুমের সেরা চমক দিলেন দিয়েগো ফোরলান। ইন্টার মিলান ছেড়ে তিনি চলে গেলেন ব্রাজিলে। ইউরোপের পাত্তারি গুটিয়ে নাম লেখালেন পোর্তো আলেগ্রের ইন্টারন্যাশিওনাল ক্লাবে। যেখানে খেলেন ব্রাজিলীয় ফরোয়ার্ড নিলমার এবং লিয়ান্দ্রো।

চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল ও জর্জ
কলকাতা পুলিশ আয়োজিত গোলজ কাপের অনূর্ধ্ব-১৫ বিভাগে চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। শুক্রবার ফাইনালে তারা মহমেডানকে পেনাল্টিতে ৩-২ হারাল। অনূর্ধ্ব-১৮ বিভাগে চ্যাম্পিয়ন জর্জ টেলিগ্রাফ। এ দিন ইস্টবেঙ্গলকে ২-০ হারাল তারা।

বেকহ্যামের শাস্তি
সান হোসের বিরুদ্ধে ম্যাচে সময় নষ্ট করার জন্য এক ম্যাচ নির্বাসিত হলেন ডেভিড বেকহ্যাম। আর্থিক জরিমানাও হচ্ছে। ৩-৪ গোলে হারা ওই ম্যাচে আবার বেকহ্যাম বল দিয়ে মারেন মাটিতে পড়ে থাকা বিপক্ষ ফুটবলারকে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.