কর্মীদের ফেব্রুয়ারি মাসের বেতন দিতে শুরু করল বিমান পরিষেবা সংস্থা কিংফিশার এয়ারলাইন্স। এই বেতন না দিলে ধর্মঘটে যাওয়ার হুমকি দিয়েছিলেন সংস্থার কর্মীরা। সংস্থা সূত্রে খবর, এখনও কর্মীদের পাঁচ মাসের বেতন বাকি রয়েছে। প্রথম পর্যায়ে বৃহস্পতিবার জুনিয়র কেবিন ক্রু এবং গ্রাউন্ড স্টাফদের বেতন দিয়েছে সংস্থা। পাইলট-সহ অন্যান্য কর্মীদের বেতন দেওয়ার কথা আগামী সপ্তাহে শুক্রবার থেকে।
এ দিকে, শুক্রবার গোয়ার কিংফিশার ভিলা বিক্রির খবর অস্বীকার করেছে সংস্থা। তাদের দাবি, এটি বিজয় মাল্যর অন্য সংস্থা ইউনাইটেড ব্রুয়ারিজ (ইউবি) গোষ্ঠীর সম্পত্তি। যা কিংফিশারের জামিন হিসেবে ১৭টি ব্যাঙ্কের কনসোর্টিয়ামের অন্যতম অ্যাক্সিস ব্যাঙ্কের কাছে বন্ধক দিয়েছিল তারা। কিন্তু কিংফিসার যেহেতু এখন আর ইউবি-র অংশীদার নয়, তাই এই সংস্থার জন্য ওই ভিলা বিক্রির জন্য নয় বলেই এক বিবৃতিতে জানিয়েছে সংস্থা। তাদের আরও দাবি, ফেব্রুয়ারিতে ইউবি নিজে থেকেই ওই ভিলার পরিবর্তে তার সম পরিমাণ অর্থ জামিন রাখার জন্য কনসোর্টিয়ামের কাছে আবেদন জানিয়েছিল।
পাশাপাশি, অর্থ জোগানের জন্য বৃহস্পতিবারের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানালেও, এ জন্য ব্যাঙ্কগুলি কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়নি বলেই জানিয়েছে কিংফিশার এয়ারলাইন্স। যদিও, গত কাল ব্যাঙ্কগুলি জানিয়েছিল তারা সংস্থাটিকে ১৫ দিনের সময় দিয়েছে। এরই সঙ্গে সংস্থা ঘুরে দাঁড়ানো নিয়েও আশা প্রকাশ করেছে তারা। যে কারণে নতুন কর্মীও নিয়োগ করা হচ্ছে বলে তাদের দাবি।
এ দিকে, নতুন করে টাকা না ঢাললে কিংফিশার এয়ারলাইন্সের ঘুরে দাঁড়ানো সম্ভব নয় বলেই মনে করে স্টেট ব্যাঙ্ক। তাই অর্থ সংগ্রহের জন্য সংস্থার নির্দিষ্ট পরিকল্পনা জরুরি বলে শুক্রবার জানান ব্যাঙ্কের চেয়ারম্যান প্রতীপ চৌধুরী। তাঁর মতে, সংস্থার ক্ষতির পরিমাণ যত বাড়বে, ততই তাদের ক্ষেত্রে টাকা সংগ্রহ করা আরও কঠিন হবে। সেই কারণেই উড়ান চালু রাখতেও সংস্থাকে পরামর্শ দিয়েছেন প্রতীপবাবু।
অবশ্য এর পরও আইসিআইসিআই ব্যাঙ্কের মতো কিংফিশারের ঋণ বিক্রির পথে তাঁরা হাটবেন না বলে স্পষ্ট জানিয়েছে স্টেট ব্যাঙ্ক। বরং যত দিন সংস্থা নিজে থেকে ব্যবসা চালানোর অক্ষমতা প্রকাশ না করবে, তত দিন তারা কিংফিশারকে ঘুরে দাঁড়াতে সাহায্য করবেন বলেই আশ্বাস দিয়েছেন তিনি। উল্লেখ্য, বেসরকারি আইসিআইসিআই ব্যাঙ্ক ইতিমধ্যেই তাদের পুরো ৪৩০ কোটি টাকার ঋণ কলকাতার শ্রেয়ী ইনফ্রাস্ট্রাকচারকে বিক্রি করে দিয়েছে।
কিংফিশার ছাড়াও, রাষ্ট্রায়ত্ত এয়ার ইন্ডিয়াকে বিদেশে উড়ান নিয়ে অনিশ্চয়তা কাটাতেও এ দিন পরামর্শ দিয়েছেন প্রতীপবাবু। পাশাপাশি, সংস্থা যাতে কর্মীদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেয়, তার দাবি জানিয়েছেন তিনি। |