টুকরো খবর
খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধৃত কংগ্রেস নেতা
খুনের ঘটনায় জড়িত অভিযোগে বসিরহাট-১ পঞ্চায়েত সমিতির খাদ্য দফতরের কর্মাধ্যক্ষ এক কংগ্রেস নেতাকে গ্রেফতার করল পুলিশ। বসিরহাটের পিঁফা পঞ্চায়েতের দেভোগ গ্রামের বাসিন্দা আব্দুল কাদের সর্দার নামে ওই কংগ্রেস নেতাকে সোমবার ভোরে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এর প্রতিবাদে মঙ্গলবার পিঁপা ও খোলাপোতায় রাস্তা অবরোধ করে কংগ্রেস। চক্রান্ত করে তাঁদের নেতাকে ফাঁসানো হয়েছে এই অভিযোগে দলীয় কর্মীরা বসিরহাট ১-এর বিডিও অফিসে তালা ঝুলিয়ে দেন। বসিরহাট থানাতেও বিক্ষোভ দেখানো হয়। বসিরহাট থানার আইসি সুভাশিস বণিক বলেন, “২০১১ সালের জুল মাসে দেভোঘ গ্রামে গণপ্রহারে মৃত্যু হয়েছিল হাবিবুর রহমান নামে এক যুবকের। তাঁর স্ত্রী নুরবানু ববি ওই ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযুক্তদের মধ্যে আব্দুল কাদের সর্দারও ছিলেন।” মঙ্গলবার ধৃতকে বসিরহাট এসিজেএম আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হাজতের নিদের্শ দেন।” আব্দুল কাদের সর্দার অবশ্য এই ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি ওইদিন ঘটনাস্থলেই ছিলাম না। পরে সব জানতে পেরে হাবিবুর যাতে বাঁচে সে জন্য তাঁর স্ত্রীকে ফোন করে ডাকা হয়েছিল। অথচ পরিকল্পনা করে মিথ্যা অভিযোগে আমাকে ফাঁসানো হল।”

রাস্তা অবরোধ, দুর্ভোগ
বাসে অর্ধেক ভাড়া নেওয়ার দাবিতে মঙ্গলবার সকালে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি-মথুরাপুর রোডে খাঁড়াপাড়ায় রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। অবরোধে সামিল হয় খাঁড়াপাড়া হাইস্কুলের এবং রায়দিঘি কলেজের ছাত্রছাত্রীরা। এ দিন সকাল সাড়ে ১০টা থেকে অবরোধ শুরু হয়। স্থানীয় মানুষ জোর করে অবরোধকারীদের সরাতে গেলে দু’পক্ষে ধস্তাধস্তি শুরু হয়। চলে মারধর। তাতে জখম হয় তিন ছাত্র। তাদের রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তুলতে গেলে বাসে অর্ধেক ভাড়া এবং যারা অবরোধকারীদের মারধর করেছে তাদের গ্রেফতারের দাবি জানায়। পুলিশ সে ব্যাপারে আশ্বাস দিলে শেষ পর্যন্ত বেলা আড়াইটা নাগাদ অবরোধ তুলে নেওয়া হয়।

তৃণমূলের নিন্দায় প্রদীপ
রবিবার গোসাবার শম্ভূনগরে কংগ্রেসের এক সম্মেলনে দলীয় কয়েকজন নেতা-কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আহতদের ক্যানিং মহকুমা হসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ক্যানিং হাসপাতালে ওই আহতদের দেখতে আসেন। আহতদের দেখার পরে প্রদীপবাবু বলেন, “বামফ্রন্টের আমলে আন্দোলন করতে গিয়ে কংগ্রেসকর্মীরা সিপিএমের হাতে মার খেয়েছেন। আর এখন আমাদেরই জোট শরিক তৃণমূল কংগ্রেসের লোকজনদের হাতে আমাদের কর্মীরা আক্রান্ত হচ্ছেন। এটা নিন্দনীয় এবং অত্যন্ত দুঃখজনক। এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব।”

বাস বন্ধে দুর্ভোগ
মগরাহাটের দু’টি বাস পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় সেখানকার মানুষ প্রচণ্ড সমস্যায় পড়েছেন বলে মঙ্গলবার বিধানসভায় জানালেন মগরাহাট পূর্বের তৃণমূল বিধায়ক নমিতা সাহা। এ দিন উল্লেখ পর্বে তিনি বলেন, “বাম আমলে মগরাহাটে দুটো বাস চলত, ৯৯ এবং ৯৯এ। পরিবহণমন্ত্রীকে জানাতে চাই, কোনও অজ্ঞাতকারণে সেই বাস দু’টি বন্ধ হয়ে গিয়েছে।” তিনি জানান, ওই এলাকার প্রচুর ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ ওই দু’টি বাসে করে বারাসত, জয়নগর ইত্যাদি জায়গায় যাতায়াত করতেন। পরিবহণমন্ত্রী মদন মিত্র অবশ্য সেই সময় বিধানসভায় হাজির ছিলেন না।

যুবকের দেহ উদ্ধার
খেত থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি হাবরার হাটথুবা ঘোষপাড়ার। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত যুবকের নাম তন্ময় ভট্টাচার্য (২৭)। বাড়ি হাটথুবা এলাকাতেই। প্রাথমিক তদন্তে পর পুলিশ জানায়, সোমবার রাতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তন্ময়। তারপর আর ফেরেননি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.