বনগাঁয় দুই শরিক দলের কাজিয়া
পুরবোর্ড থেকে সমর্থন তুলে নিক কংগ্রেস, চায় তৃণমূল
তৃণমূল-কংগ্রেস পরিচালিত বনগাঁ পুরসভাকে কেন্দ্র করে দুই দলের কাজিয়া শুরু হয়েছে। পথসভা, পাল্টা পথসভা চলছে। ব্যক্তিগত কুৎসাও উঠে আসছে নেতাদের ভাষণে। বনগাঁ পুরসভায় তৃণমূলের জোটসঙ্গী কংগ্রেস। তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ইতিমধ্যেই ‘হুমকি’ দিয়েছেন, ইচ্ছে করলে পুরসভা ছেড়ে বেরিয়ে যাক কংগ্রেস। তাতে পুরবোর্ড ভেঙে গেলেও আপত্তি নেই তৃণমূলের।
রবিবার বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের তরফে স্থানীয় ত্রিকোণ পার্কে পথসভা ডাকা হয়েছিল। আনুষ্ঠানিক ভাবে, ২১ জুলাইয়ের প্রস্তুতি হিসাবে সভা ডাকা হয়। কিন্তু সভা পরিণত হয় কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনার মঞ্চে। কংগ্রেসের উদ্দেশে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি রতন ঘোষ বলেন, “ভাল না লাগলে পুরবোর্ড ছেড়ে চলে যান। কে বলেছে আপনাদের থাকতে। আমাদের কাছে আগে দল, পরে পুরসভা।” রতনবাবুর কথায়, “জেলায় আমাদের ২৬টি পুরসভা আছে। একটি চলে গেলে কিছু যায় আসে না।” পাশাপাশি কংগ্রেসকে তাঁর কটাক্ষ, “ওদের পদত্যাগ করা কিংবা সমর্থন তুলে নেওয়ার সাহস নেই। কারণ, তা হলে বিনা পুঁজির ব্যবসা বন্ধ হয়ে যাবে।”
বনগাঁ শহর কংগ্রেসের সভাপতি কৃষ্ণপদ চন্দের পাল্টা বক্তব্য, “জোট থেকে বেরিয়ে যাব কিনা, তা নিয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে। পুরসভা গত দু’বছরে কী উন্নয়ন করেছে, তা মানুষই বলবেন। সমর্থন করেছি বলে মাথা বিক্রি করে দিইনি।”
প্রসঙ্গত, বনগাঁ পুরসভার ২২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৬টি। কংগ্রেসের হাতে আছে ৫টি। একটিতে নির্দল সদস্য। সিপিএম জয়ী হয়েছিল বাকি ১০টি আসনে। নির্দল প্রার্থী পরে তৃণমূলে যোগ দেন। চেয়ারম্যান হন তৃণমূলের জ্যোৎস্না আঢ্য। ভাইস চেয়ারম্যান কংগ্রেসের কৃষ্ণা রায়। ২০১০ সালে ভোটে কংগ্রেস-তৃণমূল পৃথক ভাবেই লড়েছিল। বোর্ড গঠনের সময় দু’পক্ষের জোট হয়।
কিন্তু দু’দলের সম্পর্কে এমন চিড় ধরার কারণ কী?
তৃণমূল শিবিরের একাংশের বক্তব্য, তাঁদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে নানা সময়ে কুৎসা করছেন স্থানীয় কংগ্রেস নেতারা। স্থানীয় তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস সম্পর্কেও কটূক্তি করা হচ্ছে নানা মহলে। এ সব মেনে নেওয়া যায় না। অন্য দিকে, কংগ্রেসের স্থানীয় নেতাদের একাংশের দাবি, তাঁদের কাউন্সিলরদের সঙ্গে কোনও আলোচনা না করেই পুরসভায় সিদ্ধান্ত নেওয়া হয়। তা ছাড়া, কুৎসা তৃণমূল একক ভাবেই চালিয়ে যাচ্ছে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ক’দিন আগেই বনগাঁয় এসে সিপিএমের পাশাপাশি কংগ্রেসকেও তৃণমূলের ‘শত্রু’ বলে উল্লেখ করেছেন। এই ‘অপমান’ মেনে নেওয়া যায় না। কংগ্রেস নেতৃত্বের একাংশের আবার বক্তব্য, পুরপ্রধান নিজে কোনও দায়িত্বই নেন না। বকলমে তাঁর স্বামী শঙ্কর আঢ্যই পুরসভা চালাচ্ছেন। এই ‘অনৈতিক’ পরিস্থিতির বিরুদ্ধে তাঁরা সরব হওয়াতেই তৃণমূলের ‘গাত্রদাহ’ হচ্ছে।
জেলা কংগ্রেস সভাপতি দেবী ঘোষাল জানান, সম্প্রতি টাকি পুরসভা থেকে সমর্থন তুলে নিয়েছেন তাঁরা। তবে পুরবোর্ড তাতে পড়ে যায়নি। বনগাঁয় অবশ্য পৃথক সমীকরণ। এখানে কংগ্রেস সমর্থন তুললে বোর্ড পড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হবে। বিষয়টি তৃণমূল নেতৃত্বের ‘মাথায় রাখা উচিত’ বলে মন্তব্য করেন তিনি। কৃষ্ণাদেবী বলেন, “ক’দিন আগেই তৃণমূলের কয়েক জন বোর্ড ভাঙতে চেয়ে আমাদের সমর্থন চাঅইতে এসেছিলেন। এই সব আপত্তিকর খেলায় আমরা নেই।”
অন্য দিকে, শঙ্করবাবুর (বনগাঁ শহর তৃণমূলের কাযর্করী সভাপতি) কথায়, “এখানে গুটিকয় কংগ্রেস নেতা। তাঁরাও চান না পুরসভায় উন্নয়ন হোক। কাউন্সিলরদের উপরে ওঁদের কোনও নিয়ন্ত্রণও নেই।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.