|
|
|
|
ঘাটালে মহিলা খুনে ধৃত যুবক |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
বিবাহ-বহির্ভূত সম্পর্কের সূত্রে তৈরি জটিলতার মধ্যে এক মহিলাকে খুনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত স্বপন দোলইয়ের বাড়ি ঘাটালের হরিশকুণ্ডু গ্রামে। সোমবার রাতে বাড়ির কাছ থেকেই পুলিশ তাঁকে পাকড়াও করে। মঙ্গলবার ধৃতকে ঘাটাল আদালতে হাজির করা হলে ৪ দিন পুলিশ হেফাজতের নির্দেশ হয়।
গত ২৮ জুন ঘাটালের মনসুকা পঞ্চায়েতের রামচকের বাসিন্দা শঙ্করী হাজরার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে কিশোরচকের পাটখেতে। ওই দিনই পুলিশ স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের মনসুকা অঞ্চল সভাপতি অসিত দেড়ে-র লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা শুরু করে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ছিল, ধর্ষণের পর খুন করা হয়েছে ওই মহিলাকে। অবিবাহিত শঙ্করীদেবী রামচকের বাড়িতে একাই থাকতেন। পুলিশ তদন্তে জানতে পারে, স্থানীয় দিনমজুর স্বপন দোলই এই খুনে প্রধান অভিযুক্ত। পুলিশের দাবি, বছর পঁয়তাল্লিশের স্বপনের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল শঙ্করীদেবীর। বিষয়টি জানাজানি হওয়ায় স্বপনের বাড়িতে অশান্তি শুরু হয়। তার জেরেই শঙ্করীদেবীকে খুন করা হয়েছে বলে মনে করছে পুলিশ। স্বপনের স্ত্রী ছবি দোলই ও পরিবারের অন্য কয়েক জনও এই ঘটনায় জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। ঘাটাল থানার ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের দাবি, “ধৃত ব্যক্তি খুনের কথা স্বীকার করেছেন এবং ঘটনায় তাঁর পরিবারের অন্যরাও জড়িত বলে জানিয়েছেন।” পুলিশ আরও জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় শঙ্করীদেবীকে জোর করেই কিশোরচকের মাঠে নিয়ে যান স্বপন। দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়। রাত দেড়টা নাগাদ শ্বাসরোধ করে খুন করা হয় শঙ্করীদেবীকে। পরে ধারালো অস্ত্র দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। |
|
|
|
|
|