|
|
|
|
বিএডে অতিরিক্ত ফি, পুলিশে অভিযোগ দু’টি কলেজের নামে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নির্দেশ অগ্রাহ্য করে অতিরিক্ত ফি নেওয়ায় দু’টি কলেজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গিয়েছে, একটি কলেজ পূর্ব মেদিনীপুরের রাতুলিয়ায়, অন্যটি পশ্চিমে চন্দ্রকোনা শহরে। কর্তৃপক্ষ জানিয়েছেন, অতিরিক্ত ফি নেওয়া অনুচিত। দু’টি কলেজের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ এসেছিল। প্রাথমিক ভাবে মনে হয়েছে, দু’টি অভিযোগই সত্য। তাই এ ক্ষেত্রে আইনত পদক্ষেপ করা হয়েছে। এ সংক্রান্ত সমস্ত কাগজপত্র পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে। এ বার পুলিশই তদন্ত করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন,“ আমার কাছে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে। ইতিমধ্যে দু’টি কলেজের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এ সংক্রান্ত সমস্ত কাগজপত্রও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে।” |
|
বিশ্ববিদ্যালয়ে বিএড সংগ্রাম কমিটির বিক্ষোভ। ছবি: রামপ্রসাদ সাউ। |
এদিকে, নির্দেশ অগ্রাহ্য করে বিএডে ভর্তির ক্ষেত্রে কলেজগুলি অতিরিক্ত ফি নিচ্ছে, এই অভিযোগ তুলে মঙ্গলবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তীর দফতরের সামনে বিক্ষোভ দেখায় বিএড সংগ্রাম কমিটি। বিক্ষোভের জেরে এক সময় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীরা জোর করে উপাচার্যের রুমে ঢোকার চেষ্টা করেন বলে অভিযোগ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে কমিটির এক প্রতিনিধি দল উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি স্মারকলিপি তুলে দেয়। নেতৃত্ব দেন দীপক রায়, রাজু মাইতি প্রমুখ। দীপক বলেন,“ ছাত্রছাত্রীদের অসহায়তার সুযোগ নিয়ে বিভিন্ন বিএড কলেজ যাবতীয় নির্দেশ অগ্রাহ্য করে অতিরিক্ত ফি আদায় করছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি ৩৫ হাজার টাকা। অথচ, কলেজগুলি কেউ ৬০ হাজার, কেউ ৫০ হাজার টাকা নিচ্ছে। অতিরিক্ত ফি’র কোনও রসিদও দিচ্ছে না। এই পরিস্থিতি চলতে পারে না।” ভর্তির জন্য কোন কলেজ কত টাকা নিচ্ছে, এদিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে তার একটি তালিকাও দিয়েছে কমিটি। কর্তৃপক্ষের কাছে দু’টি দাবি রাখা হয়েছে। এক, বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি ৩৫ হাজার টাকা নিয়েই ছাত্রছাত্রীদের পড়ার ব্যবস্থা করে দিতে হবে। দুই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেই ছাত্রছাত্রীদের ভর্তির দায়িত্ব নিতে হবে। নির্দেশ অগ্রাহ্য করে বেশ কয়েকটি কলেজ যে অতিরিক্ত ফি নিচ্ছে, তা এদিন স্বীকার করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজ কোনও নির্দেশই মানছে না। তাই আইনত পদক্ষেপ করা হচ্ছে। দু’টি কলেজের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এ ক্ষেত্রে সমস্ত অভিযোগ খতিয়ে দেখেই পদক্ষেপ করা হবে। |
|
|
|
|
|