|
|
|
|
বিশ্ববিদ্যালয়ে প্র্যাকটিক্যাল |
দীপকের কলেজে বিক্ষোভ ছাত্রদের |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
কলেজেই প্র্যাকটিক্যাল পরীক্ষার সেন্টার করার দাবিতে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। কলেজ গেটে তালাও ঝুলিয়ে দেওয়া হল। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে মেদিনীপুরের রাঙামাটিতে প্যারামেডিক্যাল কলেজে। কলেজটি পরিচালন করে যে সংস্থা তার চেয়ারম্যান সিপিএমের জেলা সম্পাদক দীপক সরকার। ঘটনার জেরে সংশ্লিষ্ট বিভিন্ন মহলে শোরগোল পড়েছে। ছাত্রছাত্রীরা এ দিন কলেজ ও বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছেও স্মারকলিপি জমা দেন। মেদিনীপুরের এই প্যারামেডিক্যাল কলেজে নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্স, মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি-র মতো বিষয়ে এমএসসি ও বিএসসি কোর্স পড়ানো হয়। এ ক্ষেত্রে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও রয়েছে। আগামী ১০ ও ১২ জুলাই নিউট্রিশন অ্যান্ড ডায়াটেটিক্সের এমএসসি কোর্সের সেকেন্ড সেমেস্টারের প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে। পরীক্ষার সেন্টার হয়েছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। কেন কলেজে সেন্টার হবে না, এই প্রশ্ন তুলেই এ দিন বিক্ষোভ দেখান প্রায় ৪০ জন ছাত্রছাত্রী। তাঁদের বক্তব্য, এত দিন কলেজেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হত। এ বার অন্যত্র পরীক্ষা কেন? তা হলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরও প্র্যাকটিক্যাল পরীক্ষার সেন্টার অন্যত্র করা হোক। প্যারামেডিক্যাল কলেজের অধ্যক্ষ নন্দদুলাল ভট্টাচার্য বলেন, “ছাত্রছাত্রীরা তাঁদের বক্তব্য লিখিত ভাবে জানিয়েছেন। ২০০৬ থেকে কলেজেই প্র্যাকটিক্যাল পরীক্ষা হত। এ বার বিশ্ববিদ্যালয়ে সেন্টার হয়েছে। ছাত্রছাত্রীদের বক্তব্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছি।” বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রাখতেই কলেজে সেন্টার করা হয়নি। তাঁদের বক্তব্য, ছাত্রছাত্রীদের সমস্যা হওয়ারও কথা নয়। |
|
|
|
|
|