|
|
|
|
টুকরো খবর |
একাদশে ভর্তি, বৈঠক শিক্ষা ভবনে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মাধ্যমিক উত্তীর্ণ অনেকেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারেনি। সমস্যা সমাধানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৈঠক করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সংঙ্ঘমিত্র মাকুড়। মঙ্গলবার জেলা শিক্ষা ভবনে এই বৈঠক হয়েছে। যারা মাধ্যমিক পরীক্ষায় পাশ করেও উচ্চ মাধ্যমিকে ভর্তি হতে পারেনি, তাদের ভর্তি করা হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক)। তিনি বলেন, “কয়েকজন ছাত্রছাত্রী লিখিত ভাবে সমস্যার কথা জানিয়েছিল। মাধ্যমিক উত্তীর্ণদের উচ্চমাধ্যমিকে ভর্তির ব্যবস্থা করা হবে। বৈঠকে তা নিয়েই আলোচনা হয়েছে।” শিক্ষা ভবন সূত্রে খবর, গত দু’বছরে উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়েছে। ফলে, ভর্তি সংক্রান্ত সমস্যা সে ভাবে আর নেই। অনেকে হয়তো পছন্দমতো স্কুল বা বাড়ির কাছের স্কুলে ভর্তি হতে পারেনি। তবে কাছাকাছি কোনও স্কুলে ভর্তি হওয়ার সুযোগ থাকে। জানা গিয়েছে, মাধ্যমিক পাশ করার পরও উচ্চমাধ্যমিক স্কুলে ভর্তি হতে পারছে না, এমন প্রায় ৫৫ জন ছাত্রছাত্রী জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) লিখিত আবেদন করেছিল। এদের অধিকাংশই মেদিনীপুর শহরের বাসিন্দা। পরিস্থিতি খতিয়ে দেখে মঙ্গলবার শহরের বেশ কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে বৈঠক করেন সংঙ্ঘমিত্রবাবু। বৈঠক শেষে তিনি জানান, “যারা আবেদন করেছিল, তাদের স্কুলে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। বাড়ির কাছাকাছি কোনও স্কুলেই তারা ভর্তি হতে পারবে।”
|
কংগ্রেসের পথসভা
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
সোমবার খড়্গপুর শহরের ইন্দায় পেট্রোল পাম্পের সামনে ২৩ নম্বর ওয়ার্ড কংগ্রেস কমিটির উদ্যোগে এক পথসভা হয়। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূল পরিচালিত বর্তমান পুরবোর্ডের ব্যর্থতার প্রতিবাদে এই সভা। বক্তব্য রাখেন প্রাক্তন পুরপ্রধান রবিশঙ্কর পাণ্ডে, শহর কংগ্রেসর সভাপতি অমল দাস। পুরবোডের্র নানা দুর্নীতি ও ব্যর্থতার অভিযোগ তুলে ধরেন তাঁরা।
|
অনুষ্ঠান |
মঙ্গলবার গুরুপূর্ণিমা উপলক্ষে নানা অনুষ্ঠান করল ভারত সেবাশ্রম সঙ্ঘের খড়্গপুর শাখা। শেষে প্রসাদ বিতরণ করা হয়। |
|
|
|
|
|