|
|
|
|
|
|
|
নানা রকম... |
|
আকাশে তোমার সুর |
শিখা বসু |
শিশির মঞ্চে সুরঙ্গমা কলাকেন্দ্র আয়োজিত ‘প্রেম ও বসন্ত’ অনুষ্ঠানের শুরুতেই বনশ্রী সেনগুপ্ত গাইলেন ‘আকাশে তোমার সুর’। পরের শিল্পী মালবিকা ভট্টাচার্যের ‘ছিন্ন পাতায় সাজাই তরণী’ সঠিক সুরে ছিল না। তারসপ্তকে গলা না যাওয়ায় গানের মাধুর্য নষ্ট হয়েছে। জনপ্রিয় গান গাওয়ার আগে আরও সতর্কতার প্রযোজন। সুচিন সিংহের ‘ফাগুন হাওয়ায় হাওয়ায়’ অনবদ্য নিবেদন। গৌতম মিত্রের ‘দিনের শেষে ঘুমের দেশে’ বেশ ভাল লাগে। এ ছাড়াও অন্যান্য শিল্পীরা ছিলেন পৃথা শেঠ, মানসী ভট্টাচার্য, মধুছন্দা ঘটক প্রমুখ। আবৃত্তিতে ছিলেন মহুয়া দাস ও রবীন্দ্র গৌতম। মঞ্চে গান ও কবিতা পাঠের আগে নিজেকে আরও তৈরি হতে হবে কোনও কোনও শিল্পীকে। তাপস নাগের আবৃত্তি বেশ ভাল লাগে। |
কবিতার সঙ্গে |
বারীন মজুমদার |
সম্প্রতি রবীন্দ্রসদনে অদ্বিতীয়ার ‘কবিতার সঙ্গে কিছুক্ষণ’ একক আবৃত্তির আসরে ছিলেন অন্তরা দাস। অন্তরার কণ্ঠটি চমৎকার। বলার মধ্যে সহজ ছন্দ আছে। রবীন্দ্রনাথ থেকে সুনীল গঙ্গোপাধ্যায়, এমনকী এই প্রজন্মের কবিদের লেখাও ছিল তাঁর নির্বাচনে। শুরু করলেন রবীন্দ্রনাথের ‘সাধারণ মেয়ে’ দিয়ে, শেষ করলেন ‘খেলা ভোলা’ দিয়ে। কিছু কিছু কবিতায় তিনি বোধের গভীর থেকে কথা বলেছেন। আবার এই গভীরতার অভাবেই ‘চলুন বেরিয়ে আসি’, ‘তারপর অদাসীর জীবন’ কবিতাগুলি কোথায় যেন নিষ্প্রাণ হয়ে ধরা পড়ে। তবে ভাল লেগেছে ‘বুকের সিন্দুকে’, ‘মেয়েদের গান’। সঞ্চালক ছিলেন সতীনাথ ও রাজা। |
সফল পরিচালনা |
সম্প্রতি ইন্দুমতী সভাগৃহে সত্যম-এর নিবেদনে ছিল নৃত্যালেখ্য ‘ধ্বনিল রে’। রাগাশ্রয়ী রবীন্দ্র-নজরুল গানের ভিত্তিতে এই নৃত্যালেখ্যতে অংশ নিয়েছিলেন স্বাতী বন্দ্যোপাধ্যায়। স্বাতীর একক বা তাঁর পরিচালনায় দলবদ্ধ অনুষ্ঠানে মার্জিত ও পরিশীলিত নৃত্যানুষ্ঠান উপভোগ করা গেল। প্রিয়াঙ্কা রায়, তুহিন দেবনাথ ও পূর্বা বন্দ্যোপাধ্যায় অবশ্যই প্রশংসা পাবেন। এ ছাড়াও গান ও পাঠের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন বিভিন্ন শিল্পী। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়। সঞ্চালনায় ছিলেন অঞ্জন চন্দ্র। |
|
|
|
|
|