|
|
|
|
|
|
|
নোটিস বোর্ড |
|
|
|
টাটা ইনস্টিটিউট অব সোশাল সায়েন্সেস-এ বিভিন্ন ইন্টারিডিসিপ্লিনারি স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। কোসর্গুলি এম এ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড গভার্নেন্স, এম এ ইকলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমন্ট, এম এ সোশাল ওয়ার্ক, মাস্টার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স। এম এ রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড গভার্নেন্স পড়ানো হবে প্রতিষ্ঠানের হায়দরাবাদ শাখায়। যোগ্যতা: যে কোনও বিষয়ে স্নাতক। এম এ সোশাল ওয়ার্ক এবং এম এ ইকলজি, এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমন্ট পড়ানো হবে গুয়াহাটি ক্যাম্পাসে। দু’টি ক্ষেত্রেই যোগ্যতা যে কোনও বিষয়ে স্নাতক। আর মুম্বই ক্যাম্পাসে পড়ানো হবে মাস্টার অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কের্সটি। যোগ্যতা: কম পক্ষে তিন বছরের মেয়াদের যে কোনও বিষয়ে স্নাতকেরাই এই কোর্সে আবেদন করতে পারে। প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে এই কোর্সে ভর্তি হওয়া যাবে। আবেদন করতে হবে অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে। অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ জুন। ওয়েবসাইট: http://www.tiss.edu/ ইন্ডিয়ান ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস্-এ দূরশিক্ষার মাধ্যমে হিউম্যান রাইটস-এ দু’বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। যোগ্যতা: স্নাতক। প্রতিষ্ঠানের নামে ৫০ টাকার ডিমান্ড ড্রাফট ও আবেদন পাঠালে ফর্ম ও প্রসপেক্টাস পাওয়া যাবে। ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ২৩ জুলাই। ওয়েবসাইট: http://www.rightsedu .net/
• বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্নাতকোত্তর কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। বিষয়গুলি: ফিজিক্স, কেমিস্ট্রি, বটানি, জুঅলজি, ম্যাথমেটিক্স, স্ট্যাটিসটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনলজি এবং মাইক্রোবায়োলজি। এনভায়রমেন্টাল সায়েন্স, বায়োটেকনলজি এবং মাইক্রোবায়োলজি কোর্সগুলি হল সেল্ফ ফিনান্সিং কোর্স। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১০ জুলাই। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.buruniv.ac.in
• কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিভাগে ব্যাচেলর অব লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্সে ভর্তির জন্য আবেদন জমা নিচ্ছে। যোগ্যতা: মেডিক্যাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, ল ইত্যাদি বিষয়ে অনার্স সহ ব্যাচেলর ডিগ্রি/ মাস্টার্স ডিগ্রি/ কোনও টেকনিক্যাল ডিগ্রি থাকতে হবে। ফর্ম জমা করার শেষ তারিখ ১২ জুলাই। বিশদ জানতে দেখতে হবে ওয়েবসাইট: www.caluniv.ac.in
•
কলকাতা বিশ্ববিদ্যালয়ে তিন বছরের রুশ ভাষায় বি এ (অনার্স) কোর্সে ভর্তি শুরু হচ্ছে ২৮ জুন থেকে।
•
কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড় মঠ)-এ তেরোটি বিষয়ে স্নাতক পাঠক্রমের পাশাপাশি চারটি বিষয়ে স্নাতকোত্তর পাঠক্রমও পড়ানো হয়। এ বছর থেকে কলেজের সাম্মানিক অথর্নীতির ছাত্রছাত্রীদের জন্য বিশেষ অঙ্কের পাঠক্রম শুরু করা হচ্ছে। কলেজে ইন্ডাসট্রিয়াল কেমিস্ট্রি অনার্সে একটি নতুন বিভাগ চালু হয়েছে। এ ছাড়া গত বছর থেকে প্রায়োগিক রসায়নে শুরু হয়েছে এম এসসি পাঠক্রমও। কলেজে স্নাতক স্তরে এখন ভর্তি চলছে। বিশদে জানতে যোগাযোগ করতে হবে ২৬৫৪৯১৮১ নম্বরে। |
|
|
|
|
|