ভবিষ্যতে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় বসতে চাই। এর প্রিলিমিনারি পরীক্ষার ধরনে কি কোনও বদল হয়েছে? এখন প্রিলিমিনারিতে কোন কোন বিষয়ে পরীক্ষা দিতে হয়?

শান্তনু পালিত, বারাসাত

আগে প্রিলিমিনারিতে দ্বিতীয় পেপারে যে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা হত, ২০১১ সাল থেকে তা উঠে গিয়েছে। তবে প্রথম পেপার অর্থাৎ জেনারেল স্টাডিজ (জি এস)-এর পেপারটি যেমন ছিল তেমনই রয়েছে। এই পেপারে যে সব বিষয়ে প্রশ্ন থাকবে সেগুলি হল ভারতের ইতিহাস (প্রাচীন, মধ্য ও আধুনিক) এবং ভারতীয় জাতীয় আন্দোলন, ভারতীয় সংবিধান এবং অর্থনীতি, সাধারণ বিজ্ঞান, ভারত ও পৃথিবীর ভূগোল, আর্থিক ও সামাজিক উন্নয়ন (সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা সুস্থায়ী উন্নয়ন, দারিদ্র, জনতত্ত্ব বা ডেমোগ্রাফি ইত্যাদি), পরিবেশ, আবহাওয়া পরিবর্তন, বায়োডাইভার্সিটি বা জীব-বৈচিত্র্যের মতো বিষয় নিয়ে আমাদের চারপাশে এখন যা ঘটছে এবং জাতীয় ও আন্তর্জাতিক সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনাক্রম।
আর দ্বিতীয় পেপারে (সিস্যাট) থাকছে কম্প্রিহেনশন, কমিউনিকেশন স্কিলস সহ ইন্টারপার্সোনাল স্কিলস, ডিসিশন মেকিং অ্যান্ড প্রবলেম সলভিং, জেনারেল মেন্টাল এবিলিটি, বেসিক নিউমারেসি (গণিত সংক্রান্ত বিষয়ে প্রাথমিক জ্ঞান), ডেটা ইন্টারপ্রিটেশন (চার্ট, গ্রাফ, টেবিল, ডেটা সাফিসিয়েন্সি ইত্যাদি এবং ইংলিশ ল্যাঙ্গোয়েজ কম্প্রিহেনশন স্কিলস-এর মতো বিষয়ের ওপর প্রশ্ন। বেসিক নিউমারেসি ও ডেটা ইন্টারপ্রিটেশন এবং ইংলিশ ল্যাঙ্গোয়েজ কম্প্রিহেনশন স্কিলস-এর প্রশ্নগুলি দশম শ্রেণির পর্যায়ের হবে। পরীক্ষায় মাল্টিপল চয়েস, অবজেকটিভ ধরনের প্রশ্ন থাকে।
দুটো পেপারেই মোট নম্বর থাকবে ২০০। সময় থাকবে দু’ঘন্টা করে।

বর্তমানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। ভবিষ্যৎ এই বিষয়ে স্নাতক হওয়ার পর আর কোন কোন বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা যাবে?
নাম প্রকাশে অনিচ্ছুক

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি ই/ বি টেক করে এই বিষয়ে এম ই/ এম টেক করা ছাড়াও বায়োপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনলজি, পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পেট্রোকেমিক্যালস, ফুড প্রসেসিং-এর মতো শাখাতেও উচ্চশিক্ষা করা যায়।
বায়োপ্রসেসিং ইঞ্জিনিয়ারিং-এ দু’বছরের মাস্টার্স ডিগ্রি কোর্স করা যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের বায়োসায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ এম ই কোর্সের জন্যেও আবেদন করা যাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে। এখানকার এনার্জি সায়েন্স অ্যান্ড টেকনলজি এবং মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই দুই এম টেক কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিধারীরা। ফুড টেকনলজি অ্যান্ড বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ দু’বছরের এম টেক কোর্সের অ্যাডমিশন টেস্টেও বসা যাবে। ডব্লিউ বি ইউ টি-তে বায়োটেকনলজিতে এম টেক-এর ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা আবেদন করতে পারে। এ ক্ষেত্রে ভর্তির পরীক্ষা পরিচালনা করে জে এন ইউ। এ ছাড়া সর্বভারতীয় স্তরে কানপুর-এ হারকোর্ট বাটর্লার টেকনলজিক্যাল ইনস্টিটিউট, মুম্বই বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কেমিক্যাল টেকনলজিতে ফুড টেকনলজি পড়া যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার সায়েন্স কলেজে পলিমার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ দু’বছরের এম টেক কোর্সে কেমিক্যাল ইঞ্জিনিয়াররা সরাসরি আবেদন করতে পারে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল টেকনলজি বিভাগে পেট্রোকেমিক্যালস অ্যান্ড পেট্রোলিয়াম রিফাইনারি ইঞ্জিনিয়ারিং-এ তিন বছরের বি টেক এবং ২ বছরে এম টেক কোর্স আছে। ভর্তি হতে প্রবেশিকা পরীক্ষা দিতে হয়। তবে, স্পেশাল পেপার পেট্রোকেমিক্যাল না থাকলে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কঠিন। ‘গেট’ উত্তীর্ণ হলে আই আই টি-তে বায়োটেকনলজি ও ফুড ইঞ্জিনিয়ারিং পড়া যায়।

ফোকাস


শিক্ষক, সেন্ট জেভিয়ার্স কলেজ
কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ছি। ভবিষ্যতে এই বিষয়ে উচ্চশিক্ষার কী সুযোগ রয়েছে? গবেষণা করা যাবে কী বিষয়ে? কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন করে কি অন্য কোনও বিষয় নিয়ে উচ্চশিক্ষা করা যাবে?
পৌলমী মজুমদার, কলকাতা

কম্পিউটার সায়েন্সে অনার্স পড়ে এই বিষয়েই উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রথমে এম এসসি করা যেতে পারে। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়া সেন্ট জেভিয়ার্স, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজের মতো বেশ কয়েকটি প্রতিষ্ঠানে এম এসসি পড়ানো হয়। রাজ্যের বাইরে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, মাদ্রাজ বিশ্ববিদ্যালয়, সিমবায়োসিস ইত্যাদি প্রতিষ্ঠানে এই বিষয়ে এম এসসি পড়া যায়। এম এসসি করার পর এম টেক করা যায়। অনার্স পড়ার শেষে এম সি এ-ও পড়া যায়। এর জন্য ‘জেকা’ পরীক্ষা দিতে হয়। এম বি এ পড়ার ইচ্ছে থাকলে ক্যাট, জ্যাট বা জি ম্যাট দিয়ে ভাল ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যায়। যাদের গবেষণা করার ইচ্ছে আছে তারা পিএইচ ডি-র জন্য এনরোল করাতে পারে। গবেষণা করা যায় ইমেজ প্রসেসিং, মোবাইল কম্পিউটিং, নেটওয়ার্ক সিকিয়োরিটি-র মতো বিষয়ে।

দেশের ভিতরে পড়াশোনা, ট্রেনিং-এর নানান সুযোগসুবিধের
বিষয় জানানো হবে এই কলামে। এ বিষয়ে প্রশ্ন পাঠাও।
খামের উপর লেখো:

হোম পেজ, প্রস্তুতি,


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.