|
|
|
|
টুকরো খবর |
ব্যাঙ্ককর্মী ধৃত |
নিজস্ব সংবাদদাতা |
নথি জাল করে ঋণ পাইয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক ব্যাঙ্ককর্মী-সহ দু’জন। ধৃতদের নাম বিমলমোহন মিত্র ও রাধেশ্যাম ঘোষ। শনিবার রাতে বিমলবাবুকে গ্রেফতার করা হয় বেহালা থেকে। রাধেশ্যামবাবু ধরা পড়েন টালিগঞ্জ থেকে। পুলিশ জানায়, ২০০৮ সালে কালীঘাটের সদানন্দ রোডের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ম্যানেজারের পদে কাজ করতেন বিমলবাবু। সে সময়ে রাধেশ্যামবাবু ১৪ লক্ষ টাকার ঋণের জন্য আবেদন করেন। কিন্তু ঋণ পাওয়ার জন্য তাঁকে কোনও নথি জমা দিতে হয়নি। অন্য কারও নথি জাল করে রাধেশ্যামবাবুর অ্যাকাউন্টে ৮ লক্ষ টাকা জমা করা হয় বলে অভিযোগ।
|
ফাঁকা বাড়িতে চুরি |
বাড়ি ফাঁকা থাকার সুযোগে জানলার গ্রিল ভেঙে নগদ টাকা ও কয়েক ভরি সোনার গয়না চুরির ঘটনা ঘটল। শনিবার, কেষ্টপুরের বিদ্যাসাগর পল্লিতে। পুলিশ জানিয়েছে, বাড়িটি আশিস শাসমল নামে এক ব্যক্তির। তিনি পেশায় অভিনেতা। শনিবার দুপুরে বাড়ি ছিলেন না আশিসবাবু। সন্ধ্যার পরে ফিরে দেখেন জানলার গ্রিল ও ঘরের দু’টি আলমারি ভাঙা, ঘর লণ্ডভণ্ড। আশিসবাবু বলেন, “প্রতিদিনের মতো এ দিনও শু্যটিংয়ের কাজে বেরিয়েছিলাম। আমার স্ত্রীও বাড়িতে ছিলেন না। সন্ধ্যায় ফিরে দেখি ঘর লণ্ডভণ্ড। আলমারি ভাঙা এবং চার ভরির মতো সোনার গয়না ও নগদ ১৫ হাজার টাকা উধাও।” বাগুইআটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। |
|
|
|
|
|